1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় আততায়ীর গুলি: নিহত অন্তত ১০

২২ জানুয়ারি ২০২৩

রোববার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ৷ লস অ্যাঞ্জেলসের মনটেরি পার্কে শনিবার রাতে এই ঘটনা ঘটে৷ সেখানে লুনার নিউইয়ার উদযাপন করছিলেন স্থানীয়রা৷

ছবি: TNLA/Handout/REUTERS

লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকার খবর অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ১০টায় মনটেরি পার্কে হামলার ঘটনা ঘটে৷ এ সময় চীনা নববর্ষের একটি নাচের অনুষ্ঠান হচ্ছিলো৷

স্থানীয় কাউন্টি পুলিশের বরাতে জানা গেছে, নিহত ১০ জন ছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ১০ জন৷ তবে হামলার কয়েক ঘণ্টা পরও পুলিশ সন্ত্রাসী হামলাকারীকে ধরতে পারেনি৷

‘‘সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং এখনো ধরা পড়েনি,'' সাংবাদিকদের বলেন স্থানীয় শেরিফ পুলিশ দপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ের৷

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ অনেকগুলো গাড়ি ঘটনাস্থলে অবস্থান করছে৷ বেশ কয়েকটি রাস্তা ঘিরে রেখেছেন তারা৷

ছবি: Frederic J. Brown/AFP/Getty Images

লস অ্যাঞ্জেলসের পূর্বদিকে মনটেরি পার্ক শহর৷ এখানে রয়েছেন প্রায় ৬০ হাজার বাসিন্দা৷ তাদের অনেকেই এশীয় বংশোদ্ভূত৷

লস অ্যাঞ্জেলস সিটি কন্ট্রোলার কেনেথ মেজিয়া টুইট বার্তায় শোক প্রকাশ করেন৷ তিনি লিখেছেন, ‘‘প্রতিবেশী শহর মনটেরি পার্কে বন্দুক হামলায় যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি৷''

শনিবার দুইদিন ব্যাপী চান্দ্র মাসভিত্তিক নববর্ষ বা লুনার নিউ ইয়ার ফেস্টিভাল শুরু হয়৷

জেডএ/এডিকে (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ