ক্যালিফোর্নিয়ায় এবারের দাবানলকে বলা হচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল৷ আগুন ছড়িয়ে পড়েছে লসঅ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে, উপকূলীয় বেশিরভাগ শহরের জন্য যা হুমকি হয়ে দাঁড়িয়েছে৷ নিউ ইয়র্ক সিটির সমপরিমাণ এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন৷
বিজ্ঞাপন
রবিবার রাত থেকে সান্তা বারবারার দু'টি উপকূলীয় শহর থেকে ৫ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷ গত সোমবার থেকে ক্যালিফোর্নিয়ায় এই দাবানল শুরু হয়৷ শুষ্ক আবহাওয়ার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে৷ সান্তাবারবারা এবং ভেন্টুরা কাউন্টির অরণ্যে ছড়িয়ে পড়েছে দাবানল৷ রবিবার পর্যন্ত ৫৬ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে৷ এখন দাবানল উপকূলীয় শহর মন্টেসিটো এবং কার্পেন্টেরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে৷
২ লাখ ৩০ হাজার একর জুড়ে এখনো জ্বলছে আগুন, যার আকার নিউ ইয়র্ক সিটির সমান৷ প্রায় ৯০০ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে৷ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে পঞ্চম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে একে৷ গত সপ্তাহে অন্তত ২ লাখ মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷ দমকলকর্মীরা এর মধ্যে সতর্ক করে দিয়ে বলেছে যে বেগে দাবানল ছড়িয়ে পড়ছে, তা নিয়ন্ত্রণ করা কঠিন৷ জানুয়ারি পর্যন্ত এই দাবানল নেভার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা৷
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এর অন্যতম কারণ৷ রবিবার বিকেলে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা এলেন ডি জেনেরেস টুইটারে জানান, তাঁদের বাড়ি পুড়ে যাবে বলে আশংকা করছেন এবং তাঁদের বাড়ির পোষ্যগুলোতে অন্যত্র সরিয়ে দিয়েছেন৷ এলাকার প্রতিটি মানুষের জন্য প্রার্থনা করেছেন তিনি৷ পাশাপাশি দমকলকর্মীদের সাহসীকতার প্রশংসা করেছেন৷
কেবল এলেনের বাড়িই নয়, জনপ্রিয় তারকা অপরাহ উইনফ্রে, জেফ ব্রিজেস এর বাড়ির কাছাকাছি এসে পড়েছে দাবানল৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)
১৩ অক্টোবরের ছবিঘরটি দেখুন...
ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে ৩১ জন প্রাণ হারিয়েছেন৷ এখনো নিখোঁজ অন্তত ২০০ জন৷ পুড়ে গেছে বেশ কিছু বাড়ি৷ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে এটিকে৷
ছবি: Reuters/M. Blake
নিখোঁজ অন্তত ২০০ জন
ভয়াবহ এই দাবানলে আহত হয়েছে অন্তত ১৮৫ জন৷ কেবল সোনোমা কাউন্টিতেই নিখোঁজ অন্তত ২০০ জন৷ তবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি৷
ছবি: picture-alliance/AP/J. Chiu
সাতটি কাউন্টি ক্ষতিগ্রস্ত
সাতটি কাউন্টির ১৭টি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে৷ এতে দুই হাজার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে৷ বলা হচ্ছে, এবারেরটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ভয়াবহ ৫টি দাবানলের মধ্যে একটি৷ আগুন কমে গেলে ক্ষয়-ক্ষতি এবং প্রাণহানির সঠিক সংখ্যা জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷
ছবি: Reuters/S. Lam
অগ্নিশিখা
দাবানলের আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য হেলিকপ্টারে করে অগ্নিনির্বাপক পদার্থ ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা৷
ছবি: Reuters/M. Blake
বিপজ্জনক বাতাস
ক্যালিফোর্নিয়ার ‘ওয়াইন এলাকা’ হিসেবে পরিচিত নাপা’র উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন৷ উপর থেকে তোলা ছবিতে কেবল ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে৷ মার্কিন সরকারি সংস্থাগুলো বলছে, নাপা’র পুরো এলাকার বাতাস হয়ে উঠেছে ভীষণ অস্বাস্থ্যকর ও বিপজ্জনক৷ এই ধোঁয়ার কারণে ঐ এলাকার অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন৷
ছবি: picture-alliance/AP/M. Short
বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন
বাতাসের কারণে যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য হেলিকপ্টারে করে অগ্নি নির্বাপক পদার্থ ফেলা হচ্ছে৷ ঐ এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে৷ ১৪ স্থানে জ্বলছে আগুন৷ আর তা নেভাতে কাজ করছে হাজারো দমকলকর্মী৷
ছবি: Getty Images/J. Sullivan
ওয়াইন উৎপাদনের জমি পুড়ে ছাই
ক্যালিফোর্নিয়ার ওয়াইন বাণিজ্যের কেন্দ্র বলা হয় নাপা এবং সোনোমা কাউন্টিকে, সান ফ্রান্সিসকো’র পূর্বাঞ্চলে যাদের অবস্থান৷ অন্য সময় পাহাড়ের উপর ওয়াইন উৎপাদনের এই জমি দেখতে অপূর্ব লাগে৷ কিন্তু এখন পুরো এলাকাটি কালো ও ধূসর ছাইয়ে ঢাকা৷
ছবি: Reuters/M. Blake
নিরাপদ স্থানে সরিয়ে নেয়া
যেসব জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে, অন্তত এক হাজার দমকলকর্মী সেগুলো চিহ্নিত করে তা নেভানোর চেষ্টা করছে৷ পাশাপাশি আরো ক্ষয়-ক্ষতি এড়াতে নিরাপদ এলাকায় সেখানকার মানুষকে সরিয়ে নিয়ে যাচ্ছে তারা৷ এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
ছবি: Reuters/S. Lam
অগ্নিকুণ্ড
দাবানলের কারণে আশেপাশের এলাকাগুলোতে তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে, ঘরের জানালার ফ্রেম, গাড়ির টায়ার ও অন্যান্য যানবাহনের যন্ত্রাংশ গলে যাচ্ছে৷