1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাসিনো নিয়ে কত দূর যেতে পারবে দুদক?

১৮ ডিসেম্বর ২০১৯

দুদকের মামলায় সাজার হার বেড়েছে৷ পাচার হওয়া কিছু টাকাও উদ্ধার হয়েছে৷ কিন্তু প্রভাবশালী দুর্নীতিবাজদের কতজনকে আইনের আওতায় আনতে পারছে দুদক? বিশেষ করে ক্যাসিনোবিরোধী মামলায় দুদক কতদূর যেতে পারবে সেই প্রশ্ন এখন সামনে এসেছে৷

Bangladesch Aktion gegen illegale Casinos in Dhaka
ছবি: bdnews24.com/A. Al Momin

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর দুদকও মামলা শুরু করে৷ এ পর্যন্ত  ২২ জনের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুদক৷ তাদের সম্পদেরও অনুসন্ধান করছে৷ এখন পর্যন্ত যারা দৃশ্যমান তাদের নিয়েই অনুসন্ধান চলছে৷ কিন্তু আটকদের জিজ্ঞাসাবাদে যাদের নাম আসছে তাদের নিয়ে দুদকের আপাতত কোনো তৎপরতা দেখা যাচ্ছে না৷ দুদকের সূত্র জানায়, তাদের তথ্যগুলো নথিভুক্ত করে রাখা হবে৷ ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন কাজে লাগানো হবে৷

ক্যাসিনো দুর্নীতির সর্বশেষ মামলাটি হয়েছে বুধবার৷ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমীন পারভীনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে পাঁচ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে৷

মোজাম্মেল হক খান

This browser does not support the audio element.

কিন্তু ক্যাসিনোবিরোধী অভিযানের সময় যেসব এমপি এবং যুবলীগ ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম এসেছে তাদের এখনো জিজ্ঞাসাবাদের আওতায়ই আনা হয়নি, মামলাতো দূরের কথা৷ যদিও দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ক্যাসিনোর সঙ্গে জড়িত ১৮৭ জনের  নামের কথা বলেছেন৷ কিন্তু তাদের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি৷

দুদক এপর্যন্ত জিকে শামীমের ২৪৭ কোটি টাকা, খালেদের ৭৫ কোটি টাকা এবং  লোকমানের ৩০০ কোটি টাকার সম্পদের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে৷ আর সম্রাটের দেশে তেমন কিছু না পেলেও দেশের বাইরে ১০০ কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে৷ তবে সেটা উদ্ধার কি প্রক্রিয়ায় হবে তা নিয়ে সংশয়ে আছে দুদক৷ আর অন্য মামলাগুলোর সম্পদের অনুসন্ধান এখানো চলছে

দুদক সূত্র দাবি করেছে, ক্যাসিনো বিষয়ে কমপক্ষে একশ' মামলা হবে৷ কিন্তু সেই মামলাার আসামিরা কোন পর্যায়ে হবে তা স্পষ্ট করা হচ্ছে না৷ দুদক চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ নিয়ে তার কোনো মন্তব্য জানা যায়নি৷ তবে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘‘এখনো অনুসন্ধান শেষ হয়নি৷ তাই ঠিক এখনই বলা যাচ্ছে না যে কত জনের বিরুদ্ধে মামলা হবে৷ আমরা তথ্য প্রমাণে যতজনকে পাই সবার বিরুদ্ধেই মামলা হবে৷ এটা একটা চলমান প্রক্রিয়া৷ শেষ হয়েছে তা বলা যাবে না৷''

আর দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, ‘‘দুদকের তদন্ত প্রক্রিয়ায় দুর্বলতা আছে৷ নিজস্ব উপায়ে তথ্য সংগ্রহের চেয়ে সংবাদমাধ্যম ও নাগরিকদের অভিযোগের ওপর নির্ভরশীল৷ আর প্রাথমিক পর্যায়েই অনেক তথ্য বাইরে গেলে পরে তা নিয়ে কথা হয়৷ তাই আগে তথ্য নিশ্চিত হওয়া প্রয়োজন৷''

দুদকের দুর্নীতির মামলায় সাজার হার বেড়েছে বলে সম্প্রতি দাবি করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ৷ তার দেয়া তথ্য মতে দুদকের মামলায় সাজার হার এখন ৬৮ শতাংশ৷ ২০১১ সালে এটা ছিলো ২০ ভাগ৷ চলতি বছরের ১১ মাসে ৪৩৫টি মামলা করেছে৷ এই সময়ে  চার্জশিট দিয়েছে ৪০০ মামলায়৷

মইদুল ইসলাম

This browser does not support the audio element.

দুদক জানায়, গত সাড়ে তিন বছরে তাদের অনুসন্ধান কার্যক্রম ও মামলায় এক হাজার ২৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর মধ্যে তারা নিজেরাই গ্রেপ্তার করেছে ৮১৬ জনকে৷

এই সময়ে ব্যাংক খাতে লোপাট হওয়া প্রায় ১৫ হাজার কোটি টাকা ফেরত এসেছে বলে দুদকের দাবি৷ তবে ২০১১ সালের তুলনা করলে দুদকের মামলা কমছে৷ ওই বছর মোট মামলা হয়েছিল ৫৩৫টি৷

দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, ‘‘আমরা এখন অভিযোগ ভালেভাবে যাচাই বাছাই করছি৷ আদালতে যে মামলা প্রমাণ করা যাবে না সেই মামলা নিয়ে আমরা এগোচ্ছি না৷ ফলে মামলা কমলেও সাজার হার বেড়েছে৷''

কিন্তু দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, ‘‘দুদকের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে মাত্র ৩০ ভাগ ঘটনায় শেষ পর্যন্ত দুদক মামলা করে৷ ৭০ ভাগই অনুসন্ধান পর্যায়ে শেষ হয়ে যায়৷ এটা দেখা দরকার৷ এটা কী অনুসন্ধানের অদক্ষতা না অন্য কোনো কারণে হয় তা দেখতে হবে৷ কারণ এর পিছনে জনবল ও অর্থ খরচ হয়৷ তাই অনুসন্ধান শুরুর আগেই অভিযোগ গুলোর ব্যাাপরে প্রাথমিক নিশ্চিত তথ্য থাকতে হবে৷''

তিনি বলেন, ‘‘আমার মনে হয় তাদের নিজস্ব তথ্য অনুসন্ধান ক্ষমতা বাড়াতে হবে৷ তা করা হলে  অনেক অভিযোগ আর দুই বছর ধরে তদন্ত করতে হবে না৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ