1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাসিনোকাণ্ডে দুই ভাই এনু ও রূপন গ্রেপ্তার

১৩ জানুয়ারি ২০২০

গেণ্ডারিয়া আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি৷ অবৈধ ক্যাসিনো কারবারে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে দুদক৷

Bangladesh  Kriminalpolizei von Bangladesch verhaftete Enamul Haque Enu und seinen Bruder Rupon Bhuiyan
ছবি: bdnews24.com

সোমবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন৷ ‘‘দুই ভাইয়ের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থও উদ্ধার করা হয়েছে,'' বলে জানান তিনি৷

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকে এই দুই ভাই আলোচনায় ছিলেন৷ শুরু থেকেই তারা পলাতক ছিলেন৷

গত ২৪ সেপ্টেম্বর এনু ও রূপনসহ, তাদের এক কর্মচারী ও এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়৷

গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এনু ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার ছিলেন৷ রূপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ