1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাসিনো কি বৈধতা পাবে?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশে বিদেশিদের জন্য ক্যাসিনোর বৈধতার কথা বলে তোপের মুখে পড়েছেন পর্যটন সচিব৷ তাই এখন আর এ নিয়ে কেউ মুখ খুলছে না৷ পর্যটন সচিবের কথার জবাবে অর্থমন্ত্রী বুধবারই বলে দিয়েছেন— ক্যাসিনো বেআইনি৷

ভিক্টোরিয়া ক্লাবে ক্যাসিনোছবি: bdnews24.com

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে পর্যটন সচিব মো. মহিবুল হক বলেন, ‘‘ক্যাসিনো নিয়ে অনেক কথা হচ্ছে, তবে ক্যাসিনো পর্যটকদের জন্য দরকার৷ আমরা তো তাদের জন্য এ ধরনের সুযোগ-সুবিধা দিতে পারছি না৷ আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করবো, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ-সুবিধা থাকবে৷’’

তবে একই দিন বিকালে ঢাকায় এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল পর্যটন সচিবের কথার জবাবে বলেন, ‘‘ক্যাসিনো হচ্ছে একটা জুয়া৷ জুয়া তো টোটালি ইলিগ্যাল৷ আমাদের দেশে কোনোভাবেই জুয়া চলে না৷’’

পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে ক্যাসিনো করা হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘‘দেশের বাইরে যে নিয়ম-কানুন আছে, সেগুলো তো আমাদের দেশে চলবে না৷ ক্যাসিনো তো চলতেই পারে না৷ অবৈধ কাজ তো সরকার আইন করে বৈধ করবে না৷’’ পর্যটন সচিব বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি বিদেশি পর্যটকদের জন্য বিশেষ জোন করে ক্যাসিনো করার প্রয়োজনীয়তার কথা বলেছি৷ এটা আমার নিজস্ব মতামত৷ এটা নিয়ে আমি সরকারকে কোনো প্রস্তাব দেইনি বা সরকারও কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই৷’’ 

এটা আমার নিজস্ব মতামত: পর্যটন সচিব

This browser does not support the audio element.

তাঁর মতে, ‘‘বাংলাদেশে যে বিদেশি পর্যটকরা আসেন, তাঁদের তো রিক্রিয়েশনের সুযোগ দিতে হবে৷ ক্যাসিনো না থাকলে তারা যাবেন কেথায়? যখন তারা কক্সবাজরে যান, তখন তাদের কিছু করার থাকে না৷ আমাদের পাশের দেশগুলোতেও ক্যাসিনো আছে৷ এখন এসব কথা বললে তো সবাই আপনার-আমার বিরুদ্ধে লেগে যাবে৷ আমার অভিমত হচ্ছে, বিশেষ টুরিস্ট জোন করে সেখানে বিদেশিদের পরিচয় নিশ্চিত হয়ে ক্যাসিনোর সুযোগ দেয়া যায়৷’’

তিনি আরো বলেন, ‘‘আমাদের ক্যাসিনোর আইন নেই৷ সরকার চাইলে এটার অনুমোদন দিতে পারে৷ আর এটা  বাংলাদেশি নাগরিকদের জন্যও হতে পারে৷ আমি কোনো সমস্যা দেখি না৷ তবে এর বিরুদ্ধে অনেক মত আছে৷ পক্ষেও আছে৷ আমাদের দেশের নাগরিকরা বিদেশে গিয়ে তো ক্যাসিনোতে যান৷’’

বিশেষ পর্যটন জোন প্রয়োজন বলে মনে করেন পর্যটন বিচিত্রার সম্পাদক এবং টুর অপারেটর মহিউদ্দিন হেলাল৷ তিনি বলেন, ‘‘ওইসব এক্সক্লুসিভ পর্যটন জোনে প্রিমিয়াম সুবিধা হিসেবে ক্যাসিনো থাকতে পারে৷ বিদেশি পর্যটকদের আমরা এই সুবিধা না দিলে তাঁরা একবার এই দেশে এসে দ্বিতীয়বার আর আসার চিন্তা করবেন না৷ আর এই ক্যাসিনো সুবিধা যেসব বাংলাদেশি নাগরিকের সক্ষমতা আছে, তারাও নিতে পারেন৷ প্রিমিয়ার সুবিধা সবার জন্য নয়৷ সবাই কি পাঁচতারা হোটেলে যেতে পারেন? যারা পারেন তারা যান৷’’

সংবিধানে স্পষ্ট করেই মদ, জুয়া বন্ধের কথা বলা আছে: মনজিল মোরসেদ

This browser does not support the audio element.

আইনজীবী মনজিল মোরসেদ বাংলাদেশের নাগরিকদের জন্য এই দেশে ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে৷ তিনি বলেন, ‘‘সংবিধানে স্পষ্ট করেই মদ, জুয়া বন্ধের কথা বলা আছে৷ সামান্য শাস্তি হলেও জুয়ার বিরুদ্ধে আইন আছে৷ ক্যাসিনো তো জুয়া৷ তবে বিদেশি পর্যটকদের জন্য এর ব্যবস্থা করা যায়৷ আইনে তা করার সুযোগও আছে৷ বাংলাদেশে বিদেশিরা তো অনেক সুবিধা পান যা দেশের প্রচলিত আইনে এখানকার নাগরিকরা পান না৷ ফাইভ স্টার হোটেলে তাদের এসব রিক্রিয়েশনের সুযোগ আইনের মধ্যেই দেয়া হয়৷’’

তিনি বলেন, ‘‘তবে এখন যে ক্যাসিনো নিয়ে কথা হচ্ছে সেটা বিনোদনের কিছু নয়৷ একটি চক্র অবৈধভাবে টাকা আয়ের একটা মাধ্যম হিসেবে নিয়েছে৷ তারা ক্লাবে, ঘরে ক্যাসিনো বসিয়েছে৷ এতে দেশের অনেক ক্ষতি হচ্ছে৷ যারা এই ধরনের ক্যাসিনোর কথা বলছেন, তারা ওই অবৈধ অর্থের পক্ষ নিয়েই কথা বলছেন বলে আমার মনে হয়৷ এই ধরনের ক্যাসিনো কোনোভাবেই চলতে পারে না৷ আইনগত বৈধতা দেয়ার প্রশ্নই আসে না৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ