1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রস ফায়ার, গুম নিয়ে সুইডিশ রেডিওর প্রতিবেদন

৫ এপ্রিল ২০১৭

সুইডিশ রেডিও বাংলাদেশে ক্রসফায়ারে হত্যা, গুম ও নির্যাতনের বর্ণনা দিয়েছে র‌্যাবের এক কর্মকর্তার জবানিতে৷ ওই কর্মকর্তার বক্তব্য গোপনে ধারণ করা হয়েছে বলে তারা দাবি করেছে৷ তবে কথিত র‌্যাব কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি৷

ব়্যাব
ছবি: DW

রেডিওর সাড়ে আট মিনিটের প্রতিবেদনের প্রায় পুরোটাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্মকর্তার কথা উদ্ধৃত করা হয়েছে৷ এর সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও রয়েছে৷ প্রতিবেদনে গোপন কথোপকথনের ওই ব্যাক্তিকে র‌্যাবের ঊর্ধতন কর্মকর্তা বলে উপস্থাপন করা হয়েছে৷ তবে কোথায় এবং কবে গোপন সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে, তা বলা হয়নি৷ তারা দাবি করেছে, তাদের সোর্সকে সুরক্ষা দিতেই তারা তা  প্রকাশ করেনি৷

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ

প্রতিবেদনের শুরুতে কথিত র‌্যাব কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘‘যদি তাকে খুঁজে পাও, তবে যেখানেই থাকুক না কেন গুলি করো এবং তাকে মেরে ফেলো৷ এরপর তার পাশে একটি অস্ত্র রেখে দাও’’ – মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি এটাই হলো র‌্যাবের নির্দেশ৷

সংবাদমাধ্যমটির দাবি, ‘‘একটি গোপন আলাপচারিতায় র‌্যাবের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা এসব কর্মকাণ্ডের বিস্তারিত উল্লেখ করেছেন৷’’

এ কথোপকথন ভিত্তিও করে সুইডিশ রেডিও বলছে, ‘‘বাংলাদেশে র‌্যাব কিভাবে তার টার্গেটকে অপহরণ করে এবং হত্যা করে, তার প্রমাণ পাওয়া গেছে৷ কোন ব্যক্তিকে হত্যা করতে হবে এবং কোন সহিংস পদ্ধতি ব্যবহৃত হবে, তা র‌্যাব যেভাবে বাছাই করে তারও বিস্তারিত জানিয়েছেন তিনি৷ যারা গুরুতর অপরাধী বলে বিবেচিত হয়, কিন্তু বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত কিংবা পুনর্বাসন করা অসম্ভব; তাদেরকেই র‌্যাবের এ লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়৷’’

সুইডিশ রেডিওর প্রতিবেদনে  বলা হয়, ‘‘সংলাপটি বাংলায় ছিল এবং নিজস্ব সূত্রকে সুরক্ষা দিতে এর ভাষান্তর এমন দেশে করা হয়েছে যেখানকার লোকজনের সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই৷’’

সুইডিস রেডিও জানায়, ‘‘আলাপচারিতা চলার সময় ওই র‌্যাব কর্মকর্তা বলেন, কিভাবে র‌্যাব বাছাইকৃত টার্গেটকে হত্যা করে৷ কিভাবে পুলিশ অপরাধীদের কাছ থেকে ঘুষ নেয়, কীভাবে তারা ওই টাকাগুলো অস্ত্র কেনার জন্য ব্যবহার করে এবং নিহতের পাশে সে অস্ত্র রেখে দেয়৷ অস্ত্র পাশে রেখে দেওয়ার মধ্য দিয়ে হত্যার উদ্দেশ্য বোঝা যায় এবং র‌্যাব যে আত্মরক্ষার্থে এ কাজ করেছে তার প্রমাণ হাজির করা যায়৷’’
 
দুই ঘন্টার কথোপকথন

স্পর্শকাতর ওই রেকর্ডিংটি  প্রায় দুই ঘণ্টার বলে দাবি করে সুইডিশ রেডিও৷ তবে প্রতিবেদনে মাঝে মাঝে কিছুটা অস্পষ্ট ইংরেজি বক্তব্য শুনিয়ে প্রতিবেদক ইংরেজিতে তার ধারা বর্ণনা দেন৷  বাংলায় কোনো কথা বা বক্তব্য নেই৷ সুইডিশ রেডিও দাবি করেছে, ওই র‌্যাব কর্মকর্তার নিরাপত্তার সার্থে তারা তার মূল বাংলা ভাষার বক্তব্য প্রচার করেনি৷ সেটাকে ইরেজিতে অনুবাদ করেছে৷ প্রতিবেদনে র‌্যাব কর্তকর্তার বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে অন্য একজনের কন্ঠে ইংরেজিতে দেয়া বক্তব্য৷ সুইডিশ রেডিও দাবি করেছে যে, তারা গোপনে ধারণ করা বক্তব্য পরীক্ষা করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে৷

সুইডিশ রেডিও আরো দাবি করেছে, ‘‘উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তাকে বলতে শোনা যায় যে, গুমকে বাস্তবায়ন করতে তিন ধরনের কৌশলের আশ্রয় নেয়া হয়৷ সেগুলো হলো – টার্গেটকে ধরা, তাকে হত্যা করা এবং মরদেহটি উধাও করে দেয়া৷’’

ওই কথোপকথনে বলা হয়, ‘‘মরদেহ নদীতে ফেলে দেওয়ার আগে এর সঙ্গে কংক্রিটযুক্ত করার ব্যাপারে তারা কথা বলছেন৷ ওই কর্মকর্তা বর্ণনা করছেন, পুলিশ কীভাবে ঘটনার শিকার ব্যক্তি নিয়ে মিথ্যা কথা বলে৷ বন্ধুর কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলে তারা তাদেরকে হত্যা করে৷’’

সুইডিশ রেডিওর কথিত গোপন সাক্ষাৎকারে ওই র‌্যাব কর্মকর্তা জানান, ‘‘গুমের ক্ষেত্রে সবাই বিশেষজ্ঞ নন৷ এক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হয়৷ কোনো আলামত বা চিহ্ণ যেন না থাকে তা আমাদেরকে নিশ্চিত করতে হয়৷ কোনো আইডি কার্ড যেন পড়ে না যায়৷ গ্লোভস পরে নিতে হয়৷ পায়ের ছাপ যেন না থাকে তা খেয়াল রাখতে হয় এবং এর জন্য আমাদের জুতায় কাভার পরে নিতে হয়৷ আর এ অপারেশন চলার সময় ধূমপান করা যায় না৷’’

কাজী রিয়াজুল হক

This browser does not support the audio element.

সুউডিশ রেডওি দাবি করছে কথিত ওই কর্মকর্তা নির্যাতনেরও বর্ণনা দিয়েছেন৷ তিনি জানান, ‘‘একটি অন্ধকার রুমের মাঝখানে একটি বাতি জ্বালানো থাকে আর সেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নগ্ন করে হাতকড়ায় ঝুলিয়ে দেওয়া হয়৷ তার গোপনাঙ্গে ইট বেঁধে দেওয়া হয়৷ নির্যাতিত ব্যক্তি একসময় জ্ঞান হারিয়ে ফেলেন৷’’

সুইডিস রেডিওর দাবি অনুযায়ী, ‘‘উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিদিন লোকজন গুম হচ্ছে৷ নির্দোষ ব্যক্তিরাও গুম হচ্ছেন, এভাবে যে কেউই হত্যার শিকার হতে পারে৷ রাজনৈতিক বিরোধীদের থেকে পরিত্রাণ পেতে এটি একটি উপায় হতে পারে৷ এটি জনসংখ্যা বৃদ্ধি কমানোর একটি উপায় হয়ে থাকতে পারে বলেও মত দেন তিনি৷’’

সুইডিশ রেডিওর দাবি, ওই রেকর্ডিংয়ে এত ভয়াবহতার বিবরণ আছে যে ভাষান্তরকারীকে কয়েকবার উঠে মুক্ত বাতাসে শ্বাস নিতে হয়েছে৷

অ্যামনেস্টি ও সুইডিশ মন্ত্রী যা বলেন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডনের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ ওলোফ ব্লোমকবিস্ট বলেছেন, ওই রেকর্ডিং শুনে তিনি মর্মাহত হয়েছেন৷ তিনি বলেন, ‘‘ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কেউ এতটা স্বাভাবিক ও ঠান্ডা মাথায় কথা বলছে তা শোনাটা ভীষণ হতাশাজনক৷ আমরা নিজে নিজে তা নিশ্চিত করতে পারব না, কিন্তু এটি এমন কিছু যা অবশ্যই তদন্ত করা প্রয়োজন৷’’ 

রেকর্ডিংয়ের ব্যক্তিকে ঊর্ধ্বতন র‌্যাক কর্মকর্তা বলেই বিশ্বাস করতে চান ওলোফ ব্লোমকবিস্ট৷ তিনি বলেন, ‘‘এ রেকর্ডিংয়ে আমরা র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যা শুনেছি তার সঙ্গে কয়েক বছর ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্য মানবাধিকার সংগঠনগুলোর প্রাপ্ত তথ্যের মিল রয়েছে৷’’

তিনি আরো  বলেন, ‘‘বাংলাদেশে নির্যাতনবিরোধী ভালো আইন রয়েছে৷ কিন্তু তা কাগজে কলমে৷ সমস্যা হলো এ আইনের চর্চা হয় না৷’’ এই প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি৷

এদিকে সুইডিশ রেডিওতে প্রচারিত প্রতিবেদনে কথা বলেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম৷ তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ র‌্যাবের সমালোচনা করে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘নির্যাতন বন্ধে বাংলাদেশকে দায়িত্ব নিতে হবে৷ সুইডিশ রেডিওর অনলাইন সংস্করণে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘‘একটি বিষয়ই বলার আছে – এটা ভয়াবহ ঘটনা এবং দ্রুত এর অবসান দরকার৷ দুর্ভাগ্যজনকভাবে মানবাধিকার সংগঠনগুলো দেশটির পরিস্থিতির যে চিত্র তুলে ধরেছিল সেটাই এখানে নিশ্চিত হয়েছে৷’’

র‌্যাবের বক্তব্য

এ বিষয়ে র‌্যাবের বক্তব্য জানতে ডয়চে ভেলের পক্ষ থেকে বৃধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদের সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি৷ এসএমএস পাঠিয়েও জবাব পাওয়া য়াযনি৷  তবে তিনি  বুধবার বাংলা দৈনিক ‘প্রথম আলো’-কে এ প্রসঙ্গে বলেন, ‘‘র‌্যাব আইনবহির্ভূতভাবে কিছু করে না৷ ক্রসফায়ারে এখন পর্যন্ত যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সশস্ত্র, কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত ও জঙ্গি৷ ওদেরকে ধরার জন্য যখন অভিযান চালানো হয়, তখন তাঁরা র‌্যাবের ওপর গুলি ছোঁড়ে৷ তখন র‌্যাবকেও গুলি ছুঁড়তে হয়৷’’ তিনি আরো বলেন, ‘‘শুধু র‌্যাবের গুলিতেই সন্ত্রাসীরা নিহত হয়েছে ব্যাপারটা তেমন নয়, র‌্যাবের কর্মকর্তা ও সদস্যরাও নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন৷’’

মানবাধিকার কমিশনের বক্তব্য

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘সুইডিশ রেডিওর প্রতিবেদনের কথা শুনেছি৷ কিন্তু পুরো তথ্য আমাদের কাছে নেই৷ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি৷ তবে এটার তদন্ত হতে পারে৷ আর আমাদের সঙ্গে যোগাযোগ করে পুরো তথ্য দিলে আমরাও তদন্ত করে দেখতে পারি৷ আগে ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়া প্রয়োজন৷ সত্যতা নিশ্চিত হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না৷’’

এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, ‘‘এটা সত্য যে সম্প্রতি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা নিখোঁজ বেড়ে গেছে৷ এটা মানুষকে শঙ্কিত করছে৷ আমরা এগুলো দেখতে একটা ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ করব৷ আর ক্রসফয়ারের ঘটনা যুক্তিসঙ্গত প্রমাণ করতে হবে৷ যদি কোনো কাজ বেআইনি হয় আর তার সঙ্গে যদি আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ