1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন সংকট

১৯ মার্চ ২০১৪

প্রায় দুশো রুশপন্থি বিদ্রোহী বুধবার সকালে ক্রাইমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তরে ঢুকে পড়ে৷ এরপর তারা কয়েকটি ভবনে রাশিয়ার পতাকা উত্তোলন করে বলে জানা গেছে৷

Ukraine Osze Beobachter auf der Krim
ছবি: AFP/Getty Images

বার্তা সংস্থা এপি জানিয়েছে, তাদের এক আলোকচিত্রী নৌ সদর দপ্তরে ঢুকতে সমর্থ হয়েছেন৷ ঐ ফটোগ্রাফার রুশপন্থিদের সদর দপ্তরে ঘোরাফেরা করতে দেখেছেন৷ এছাড়া ঐ কার্যালয়ে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর কর্মকর্তারা জিনিস-পত্র গুছিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি৷ তবে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ক্রাইমিয়া থেকে ইউক্রেনের সৈন্য প্রত্যাহার করা হবে না৷

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার চুক্তি সইয়ের একদিন পর এই ঘটনা ঘটলো৷ মঙ্গলবার রাশিয়া ও ক্রাইমিয়ার মধ্যে এই চুক্তি হয়৷ এর আগে রবিবার এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত জানান ক্রাইমিয়ার অধিকাংশ নাগরিক৷

তবে জার্মানি, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই গণভোট আয়োজনকে অবৈধ বলে আখ্যায়িত করেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ‘‘গণভোট আয়োজন আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷''

এদিকে, ইউক্রেন বিষয়ে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার কয়েকজন কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র৷

জি-৭ এর বৈঠক আহ্বান

আগামী সপ্তাহে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ইউক্রেন নিয়ে আলোচনা করতে জি-৭ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ রাশিয়া বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশগুলোর সংস্থা জি-৮ এর সদস্য হলেও ইউক্রেন সংক্রান্ত আলোচনায় দেশটিকে আমন্ত্রণ জানাননি ওবামা৷

ইইউ কর্মকর্তার মস্কো সফর বাতিল

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হ্যার্মান ফান রম্পয়ের বুধবার মস্কো সফরে যাওয়ার কথা থাকলেও সেটা বাতিল করা হয়েছে৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সফর বাতিলের জন্য ইইউ-কে দায়ী করেছে৷ এক বিবৃতিতে তারা বলেছে, ইউক্রেন সম্পর্কে ‘সত্য' জানতে চায় না ইইউ৷ তাই তারা রম্পয়ের সফর বাতিল করেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ