1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়া নিয়ে গণভোট রবিবার

১৪ মার্চ ২০১৪

রাশিয়া-ইউক্রেন সম্পর্কের ভবিষ্যত জানতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী সোমবারের দিকে৷ আসলে রবিবার গণভোটের পর ক্রাইমিয়া নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে, সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে সবাই৷

ukraine krim patrouille simferopol russland
ছবি: reuters

ইউক্রেইনের জাতিগত রুশ সংখ্যাগরিষ্ঠ স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ক্রাইমিয়া রাশিয়ার সঙ্গে যোগ দেবে না ইউক্রেইনের অংশ হয়েই থাকবে, সে বিষয়ে আগামী রবিবার অঞ্চলটিতে গণভোট হবে৷ এই গণভোটকে সামনে রেখে পশ্চিমা দেশগুলোর ব্যাপক কূটনৈতিক তৎপরতার মুখে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷

ওবামা ও ইউক্রেন প্রধানমন্ত্রীর বৈঠক

শুক্রবার লন্ডনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ ক্রাইমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে রাশিয়াকে পরিণতি মেনে নিতে হবে বলে যুক্তরাষ্ট্র আবারও সতর্ক করে দিয়েছে৷

ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনইউক গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন৷ এ সময় ওবামা মস্কো ও কিয়েভের মধ্যে চলমান অচলাবস্থায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলে আশ্বাস দেন৷ ইউক্রেন কোনো অবস্থায়ই সার্বভৌমত্ব বিসর্জন দেবে না বলে জানান ইয়াৎসেনইউক৷ আর তিনি ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উদ্যোগে প্রশংসা করেন৷

এদিকে রাশিয়া শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউক্রেনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর তাঁদের যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে৷

চলছে মহড়া

ক্রাইমিয়াকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইউক্রেন সীমান্তের কাছে ৮,৫০০ সেনা এবং ব্যাপক গোলাবারুদ নিয়ে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া৷ ইউক্রেন সংকট শুরুর পর এটি মস্কোর দ্বিতীয় বৃহত্তম মহড়া৷

রুশ সেনাদের সাথে যোগ দিচ্ছে সার্বিয়া

ক্রাইমিয়ায় বসবাসরত রুশ ভাষাভাষিদের সহায়তা করতে এবার রুশ সেনাদের সাথে যোগ দিয়েছে সার্বিয়ার আধা সামরিক বাহিনী৷ বৃহস্পতিবার ক্রাইমিয়ার রাজধানীতে অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে তাদের৷ তাদেরই একজন ব্রাতিসলাভ সিভকোভিচ৷ তিনি জানালেন, ‘‘ক্রাইমিয়ায় অবস্থানরত রুশ জনগণকে নৈতিক সমর্থন দেয়াই তাদের লক্ষ্য, যাতে তারা গণভোটের অধিকার পায়৷ এর চেয়ে বেশি কিছু চায় না তারা৷''

যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিক্রিয়া

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার লন্ডনে পৌঁছেছেন মার্কিন পর রাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মস্কোর প্রতি বরাবরই আহ্বান জানিয়ে যাচ্ছে তারা যাতে ক্রাইমিয়া থেকে তাদের সেনা সরিয়ে নেয় এবং স্থানীয় জঙ্গিদের সমর্থন দেয়া বন্ধ করে৷ এমনকি ইউক্রেনের সাথে কূটনৈতিক আলোচনার জন্য বারবার রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে তারা৷

যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছে৷ রাশিয়া অবস্থান না বদলালে মারাত্মক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সঙ্কট সমাধানে কূটনৈতিক কোনো অগ্রগতি না হলে সোমবারই রাশিয়ায় ইইউ নিষেধাজ্ঞা আরোপ হতে বলে জানিয়েছেন ম্যার্কেল৷ এর আগে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনও রাশিয়াকে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে৷

সংবাদ ওয়েবসাইট বন্ধ

সরকারের বিরুদ্ধে লেখার কারণে রাশিয়ার তিনটি প্রধান সংবাদ ওয়েবসাইট বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার৷ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ব্যাপক সমালোচনা করে ঐ সাইটগুলোয় লেখালেখির কারণেই সরকার তা বন্ধ করেছে৷ এর মধ্যে জনপ্রিয় ব্লগ আলেক্সি নাভালনিও রয়েছে৷ এর একদিন আগে রুশ সরকারের ব্যাপক সমালোচনা করায় রাশিয়ার অনেক পুরোনো এবং জনপ্রিয় সংবাদ ওয়েবসাইটের প্রধান সম্পাদককে বরখাস্ত করা হয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ