বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনল্কির অফিস থেকে জানানো হয়েছে, ইউক্রেনে বিস্ফোরক বেলুন নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙতেই রাশিয়া একাজ করছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের দাবি, এই পরিস্থিতিতে ক্রাইমিয়া পুনরুদ্ধার করা সবচেয়ে জরুরি। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করেছিল।
ইউক্রেনের দাবি, বুধবার রাজধানী কিয়েভের আকাশে একটি বেলুন উড়তে দেখা যায়। ইউক্রেনের সেনা সঙ্গে সঙ্গে গুলি করে নামায় বেলুনটি। ইউক্রেনের দাবি, ওই বেলুনটি রাশিয়ার। এর মাধ্যমে চরবৃত্তি চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ। রাশিয়া অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য সম্প্রতি অ্যামেরিকার আকাশেও এমন বেলুন দেখা গেছিল। অ্যামেরিকাদাবি করেছিল, বেলুনটি চীনের।
ইউক্রেনের শরণার্থীদের জন্য ব্রুকলিনে চাকরির মেলা
ইউক্রেন থেকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য ব্রুকলিনে আয়োজন করা হয়েছিল চাকরির মেলা৷ শত শত শরণার্থী চাকরিতে যোগ দেয়ার আশায় এসেছিলেন মেলাপ্রাঙ্গণে৷
ছবি: Andrew Kelly/REUTERS
কেন এই মেলা?
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দুই লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন আটলান্টিকের অপর পারের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে৷ বিভিন্ন আবাসনে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় বাস করলেও এদের অনেকেরই রয়েছে নানা ধরনের যোগ্যতা৷ তাদের সেই যোগ্যতাকে কাজে লাগাতে চায় বিভিন্ন প্রতিষ্ঠান৷ শরণার্থীরাও কাজ করার সুযোগ পেয়ে বেশ আনন্দিত৷
ছবি: Andrew Kelly/REUTERS
দীর্ঘ সারিতে অপেক্ষা
এমন ব্যতিক্রমী আয়োজন সাড়া ফেলেছে ইউক্রেনের শরণার্থীদের মধ্যে৷ সকাল থেকেই আয়োজনস্থলের ভেতরে-বাইরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা এবং সাক্ষাৎকার দেয়ার জন্য অপেক্ষা করেছেন শত শত মানুষ৷ আশ্রয়দানকারী দেশের জনশক্তিতে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারার সুযোগ পেয়ে তারা যারপর নাই আনন্দিত৷
ছবি: Andrew Kelly/REUTERS
মেলার আয়োজক
ব্যতিক্রমধর্মী এই আয়োজনের মূল উদ্যোক্তা এডিথ অ্যান্ড কার্ল মার্কস জিউয়িশ কমিউনিটি হাউজ অব বেনসনহুর্স্ট- জেসিএইচ৷ তাদের সঙ্গে অংশীদার হিসাবে ছিল ইউজিএ-ফেডারেশন অব নিউ ইয়র্ক৷
ছবি: Andrew Kelly/REUTERS
কারা ছিল মেলায়?
মার্কিন যুক্তরাষ্ট্রের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান এই চাকরি মেলায় অংশ নিয়েছে৷ মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে ভারি শিল্পের অনেক প্রতিষ্ঠান উপস্থিত ছিল৷ এছাড়া বেশ কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠানও তাদের হয়ে কাজের সুযোগ দিতে হাজির হয়েছে মেলায়৷
ছবি: Andrew Kelly/REUTERS
ভাষাগত জটিলতা
শরণার্থীদের অনেকেই ভালো ইংরেজি জানেন না৷ ফলে ভাষাগত কারণে যাতে তাদের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য মেলায় অনুবাদকের ব্যবস্থাও ছিল৷ যারা ইংরেজি জানেন কিন্তু ভাষাটিতে পর্যাপ্ত দক্ষতা নেই, তাদের জন্য ভাষা শিক্ষার কোর্স অফার করা হয়েছে৷
ছবি: Andrew Kelly/REUTERS
কারিগরি শিক্ষা
মেলাটি আয়োজন করা হয়েছে চাকরির জন্য বটে, কিন্তু যেসব শরণার্থী নিজেদেরকে বিশেষ কোনো কাজে দক্ষ করে করে গড়ে তুলতে চান, তাদের জন্যও রয়েছে ব্যবস্থা৷ কয়েকটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শরণার্থীদের জন্য এই সুযোগ নিয়ে মেলায় হাজির হয়েছে৷ এর মাধ্যমে দ্রুতই কোনো একটি ক্ষেত্রে নিজেদের দক্ষ করে তুলে যাতে চাকরির বাজারের মূল স্রোতে তারা অন্তর্ভুক্ত হতে পারেন, সেটিই এই আয়োজনের লক্ষ্য৷
ছবি: Andrew Kelly/REUTERS
সমর্থনই মূল লক্ষ্য
ইউক্রেনের শরণার্থীরা যাতে নিজেদের অনাহুত বা সমাজের বোঝা মনে না করেন, সেটাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা৷ চাকরিটাই মূল নয়, বরং ইউক্রেনের শরণার্থীরা যাতে নিজেদের একা মনে না করেন সেটা তুলে ধরে তাদের পাশে দাঁডা়নোটা জরুরি বলে মনে করেন তারা৷
ছবি: Andrew Kelly/REUTERS
7 ছবি1 | 7
ইউক্রেনজুড়ে রাশিয়ার আক্রমণ
বৃহস্পতিবার ইউক্রেনের সেনা জানিয়েছে, গোটা ইউক্রেনজুড়ে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারির আগে এই আঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের দাবি, রাশিয়া একসঙ্গে বেলুন, ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন সব একসঙ্গে ব্যবহার করছে।
ইউক্রেনের দাবি, জবাবে তাদের অত্যন্ত হিসেব করে অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কারণ, তাদের অস্ত্রের ভাণ্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে। ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র প্রায় শেষ। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলির কাছে অস্ত্রের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ইতিমধ্যেই তারা গোলাগুলি ছাড়াও ফাইটার জেট চেয়ে পাঠিয়েছে।
ইউক্রেনের দাবি, পশ্চিমা দেশগুলি অস্ত্র পাঠালেও তা পাঠাতে সময় নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিয়েছে। কিন্তু তা দেওয়ার আগে তারা দীর্ঘ সময় নিয়েছে। এই সময়টাই আর ইউক্রেনের হাতে নেই বলে তাদের দাবি। রাশিয়া ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে প্রতিটি দিনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনের কর্মকর্তা।