ক্রাইমিয়ায় রাশিয়ার এস-৪০০ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে। বুধবর ইউক্রেন দাবি করেছে, তারা সেই সিস্টেম ধ্বংস করে দিয়েছে। বুধবার ইউক্রেন সময় সকাল ১০টা নাগাদ ক্রাইমিয়ায় একটি বড়সড় বিস্ফোরণ হয়। এরপরেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, রাশিয়ার এস-৪০০ মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানার পরই মারিউপোল আর ক্রাইমিয়া সফরে পুটিন
আইসিসি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১৭ মার্চ ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ ঠিক পরের দিনই ইউক্রেনে রাশিয়ার দখল করা শহর মারিউপোল সফর করলেন পুটিন৷ দেখুন ছবিঘরে...
ছবি: POOL Russian TV/AP/picture alliance
ক্রাইমিয়ায় পুটিন
নয় বছর আগে ক্রাইমিয়া দখল করে নেয় রাশিয়া৷ দখলকে অবশ্য রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার পুনর্মিলনী মনে করে রাশিয়া৷ সেই পুনর্মিলনীর নবম বছর পূর্তি উপলক্ষে শনিবার ক্রাইমিয়ার সেভাস্তোপোল শহরের শিশুদের শিল্পকলা কেন্দ্র পরিদর্শন করেন পুটিন৷ এ সময় ক্রাইমিয়ার প্যাট্রিয়ার্কিয়েল কাউন্সিল ফর কালচার-এর চেয়ারম্যান তিখন শেভকুনোভও ছিলেন তার সঙ্গে৷
সেভাস্তোপোলে শিশুদের শিল্পকলা কেন্দ্র ঘুরে দেখছেন পুটিন৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে নির্মাণ করা এই কেন্দ্র পরিদর্শনের সময় ক্রাইমিয়ার প্যাট্রিয়ার্কিয়েল কাউন্সিল ফর কালচার-এর চেয়ারম্যান তিখন শেভকুনোভ তার সঙ্গে ছিলেন৷
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরের দিনই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল সফরে যান রুশ প্রেসিডেন্ট৷ ছবিতে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোৎহায়েভের সঙ্গে পুটিন৷
ছবি: Russian Presidential Press Office/SNA/IMAGO
থিয়েটারে পুটিন
রাশিয়ার টিভি পুলের ভিডিও থেকে নেয়া ছবিতে মারিউপোল সফররত পুটিন৷ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিনকে সঙ্গে নিয়ে স্থানীয় থিয়েটার ঘুরে দেখতে দেখা যাচ্ছে তাকে৷
ছবি: Pool Photo via AP/picture alliance
আলোচনায় ব্যস্ত পুটিন
মারিউপোল থিয়েটারের ভিতরে বসে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিনের সঙ্গে কথা বলছেন ভ্লাদিমির পুটিন৷
ছবি: Pool Photo via AP/picture alliance
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরের দিনই ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল সফরে যান রুশ প্রেসিডেন্ট৷ সফরের এক পর্যায়ে মারিউপোলের স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়ও করেন পুটিন৷ ওপরের ছবিতে মারিউপোলের এক বাসিন্দার সঙ্গে তার নতুন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট৷
ছবি: Pool Photo via AP/picture alliance
গাড়ি চালাচ্ছেন পুটিন
রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়ার ‘পুনর্মিলনী’র নবম বর্ষপূর্তি উপলক্ষে ক্রাইমিয়ায় গিয়ে নিজে গাড়ি চালিয়ে মারিউপোল ঘুরে দেখার সুযোগও ছাড়েননি পুটিন৷ ওপরের ছবিতে উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিনকে সঙ্গে নিয়ে গাড়িতে মারিউপোল ঘুরে দেখার একটি মুহূর্ত৷
ছবি: POOL Russian TV/AP/picture alliance
8 ছবি1 | 8
রাশিয়া এর তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। তবে রাশিয়ার এক সেনা ব্লগার জানিয়েছে এস-৩০০ মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। পরে অবশ্য রাশিয়া দাবি করেছে, ইউক্রেন রাশিয়ার ভিতরে ঢুকে আক্রমণ চালিয়েছে।
বুধবার কিয়েভে ক্রাইমিয়া সংক্রান্ত এক আলোচনাচক্র ছিল। সেখানে জেলেনস্কি বলেছেন, দুঃখজনক সত্য হলো, এখনো ইউক্রেনের বহু জায়গা রাশিয়ার দখলে। ক্রাইমিয়া তার অন্যতম। ইউক্রেনের অন্যতম লক্ষ্য হলো ক্রাইমিয়াকে পুনর্দখল করা। পাশাপাশি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জমি পুনরুদ্ধার করা।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, তিনিও জেলেনস্কির এই বক্তব্য সমর্থন করেন। রাশিয়া অন্যায় এবং অবৈধভাবে ক্রাইমিয়া দখল করে রেখেছে।
তবে সবচেয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ডিডাব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''২০১৪ সালের মতো আপস মীমাংসা এবার করা ঠিক হবে না। তাৎক্ষণিক শান্তির প্রয়োজন নেই। ইউক্রেনের অধিকার আছে তাদের জমি পুনরুদ্ধার করার।'' তার বক্তব্য, যতদিন লড়াই চলবে ততদিন ইউক্রেনকে সমর্থন করতে হবে। ক্রাইমিয়ার মতো রাশিয়ার হাতে জমি ছেড়ে দেওয়া যাবে না, ২০১৪ সালে যা হয়েছিল।
বস্তুত, ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া আক্রমণ করে। বেশ কিছুদিন লড়াইয়ের পর শান্তি বৈঠক হয়। সেই বৈঠকের পর ইউক্রেন রাশিয়াকে ক্রাইমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এবার সেই ক্রাইমিয়া পুনর্দখলের কথা বলছেন সকলে।