1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বিগ্ন ইউরোপের পুঁজিবাজার

২৬ মার্চ ২০১৪

রাশিয়া ও পশ্চিমা জগতের মধ্যে উত্তেজনার জের ধরে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়ছে৷ তবে ইউরো এলাকায় ধারাবাহিক উন্নতির ফলে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

ক্রাইমিয়া সংকটের জের ধরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বেড়ে চলা উত্তেজনা পুঁজিবাজারকে উদ্বিগ্ন করে তুলছে৷ একদিকে ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের তৎপরতার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ অন্যদিকে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপালে ইউরোপের অনেক সংস্থাও ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থানের উপর তার প্রভাব পড়তে পারে৷ ইউরো এলাকার অর্থনীতি সম্পর্কে গত সপ্তাহে ইতিবাচক খবর সত্ত্বেও সোমবার ইউরোপের বাজারে দরপতন ঘটেছে৷ চীনে উৎপাদন কমে চলায়ও বাজারে হতাশা দেখা যাচ্ছে৷ মার্কিন অর্থনীতি সম্পর্কেও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না৷

এমন অনিশ্চয়তা সত্ত্বেও অবশ্য ইউরোপীয় স্তরে বেশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে৷ ইউরো এলাকায় ব্যবসা-বাণিজ্য ধারাবাহিকভাবে বেড়ে চলেছে৷ এমনকি সামান্য হলেও বেকারত্বের হার কমছে৷ এক সমীক্ষা অনুযায়ী চলতি বছরের প্রথম তিন মাসে প্রবৃদ্ধির গড় হার ০.৫ শতাংশ হতে চলেছে, যা গত তিন বছরে সবচেয়ে বেশি৷ এই ইতিবাচক প্রবণতায় নেতৃত্ব দিচ্ছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি জার্মানি৷

ক্রাইমিয়া সংকটের কারণে উদ্বিগ্ন ইউরোপের পুঁজিবাজারছবি: Reuters

এদিকে ব্যাংকিং ইউনিয়নের প্রশ্নে অবশেষে ঐকমত্য অর্জিত হয়েছে৷ গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ-র মধ্যে যে রফা হয়েছে, আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগেই তা অনুমোদিত হওয়ার কথা৷ ১৪ থেকে ১৭ই এপ্রিলের শেষ অধিবেশনে এই প্রস্তাব অনুমোদন হয়ে গেলে সদস্য দেশগুলিকেও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করতে হবে৷ নভেম্বর মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের আওতায় ব্যাংক তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ কাজ শুরু করবে৷ তারপর ২০১৬ সালে নতুন কাঠামো কার্যকর হবে, যার কাজ হবে করদাতাদের অর্থ ছাড়াই বিপর্যস্ত কোনো ব্যাংক গুটিয়ে নেওয়া৷

সংকটগ্রস্ত দেশগুলিও এই উন্নতির ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারছে৷ গ্রিসের অর্থনীতির উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়রস রেটিং এজেন্সি৷ বিপুল ঋণভার সত্ত্বেও আগামী ৩ বছরে প্রবৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল বলে তারা মনে করে৷ আগামী কিস্তির আন্তর্জাতিক সহায়তা সম্পর্কেও বোঝাপড়া হয়েছে৷ বেশি মুনাফার আশায় গ্রিস ও পর্তুগালে বিনিয়োগও বাড়তে শুরু করেছে৷ ইটালিও সংস্কারের পথে এগিয়ে চলেছে৷ প্রধানমন্ত্রী মাটেও রেনসি-র কর্মসূচির প্রতি আন্তর্জাতিক আস্থা অটুট রয়েছে৷ ফলে ইউরো এলাকার সার্বিক উন্নতির লক্ষণ স্পষ্ট৷

এসবি / জেডএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ