1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণে নিহত ৩

৮ অক্টোবর ২০২২

ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ শনিবার সকালের এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো৷

Krim | Brand auf der Brücke
ছবি: REUTERS

রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ তবে সেতু দিয়ে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে৷ ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এই সেতুটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে বিবেচিত হচ্ছিল৷ আর তাই সেতুটিতে উদ্দেশ্যমুলকভাবে হামলা চালানো হয়েছে কি না সে বিষয়ে আলোচনার জন্ম নিয়েছে৷ তবে এ বিষয়ে রাশিয়া কিংবা ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি৷

তবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উপহাসমূলক বার্তা দিয়েছে ইউক্রেন৷ অগ্নিকাণ্ড নিয়ে ইউক্রেনের ডাকবিভাগ একটি স্ট্যাম্প ছাপানোর ঘোষণাও দিয়েছে ৷   

রাশিয়ার অ্যান্টি টেরোরিজম অফিস জানায়, সেতুর উপর দিয়ে যাওয়া একটি ট্রাক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে৷ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, পণ্যবাহী একটি ট্রাকে বিস্ফোরণের পর ক্রাইমিয়াগামী একটি তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে৷

ঘটনার পর প্রাথমিক তদন্ত শেষে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানায় ক্রেমলিন৷ তদন্তকারীদের দাবি, নিহতরা ট্রাকের কাছ দিয়ে যাওয়া একটি গাড়ির যাত্রী৷ নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষের মৃতদেহ সাগর থেকে উদ্ধার করা হয়েছে৷ নিহত তৃতীয় ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷ 

রাশিয়ার দখলকৃত অঞ্চল নিয়ন্ত্রণে নিতে লড়ছে ইউক্রেন

02:14

This browser does not support the video element.

তাছাড়া, যে ট্রাকটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ট্রাকটির বিষয়েও তদন্ত চলছে বলে জানানো হয়৷ 

বিস্ফোরণের কারণে সেতুর সড়ক পথের দুটি স্প্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাদ্যমের খবরে বলা হয়েছে৷ 

২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর ২০১৮ সালে রাশিয়ার সাথে উপদ্বীপটিকে সংযুক্ত করতে সেতুটি চালু করা হয়৷ ইউক্রেনে হামলার শুরু করার পর এই সেতুটি ইউক্রেনের খেরসন অঞ্চলে যুদ্ধরত রাশিয়ার সেনাদের কাছে অস্ত্র ও অন্যান্য জিনিস সরবরাহের একটি গুরুত্বপুর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল৷

আক্রমণের ‘সূচনা’

সেতুতে অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে উপহাস করতে দেখা গেছে ইউক্রেনের সেনা কমর্কর্তাদের৷

সমাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের ন্যাশনাল সিকিওরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেকসি দানিলোভ অ্যামেরিকান শিল্পী ম্যারলিন মনেরোর ‘হ্যাপি বার্থডে, মি. প্রেসিডেন্ট' গানটির ভিডিও বাজাতে দেখা গেছে৷

গত শুক্রবার ৭০তম জন্মদিন উদযাপন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷    

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এক টুইটে অগ্নিকাণ্ডের এই ঘটনাটিকে ‘সূচনা' বলে মন্তব্য করেন৷

তিনি বলেন, ‘‘অবৈধ সবকিছুই ধ্বংস করে দেওয়া হবে৷ ইউক্রেন থেকে যা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তার সবকিছুই ফিরিয়ে আনা হবে৷ রাশিয়া যে জায়গাগুলো দখল করেছে সেখান থেকে তাদের বহিস্কার করা হবে৷''  

ইউক্রেনের এমন প্রতিক্রিয়ায় জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কিয়েভের এই প্রতিক্রিয়া তাদের ‘সন্ত্রাসবাদী আচরণের' সাক্ষি দেয়৷

আরআর/এডিকে (এপি, এএফপি, রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ