1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

ক্রাইমিয়া সেতুতে রাশিয়ার নিরাপত্তা জোরদার

৯ অক্টোবর ২০২২

ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে শনিবারের বিস্ফোরণের ঘটনার পর সেতুতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

শনিবার ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে
শনিবার ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে ছবি: AFP/Getty Images

এদিকে ঝাপোরিজঝিয়ায় বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷

শনিবার সেতুর উপর দিয়ে যাওয়া একটি ট্রাক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বিস্ফোরণের পর ক্রাইমিয়াগামী একটি তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে৷ এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানায় মস্কো৷

বিস্ফোরণে সেতুর তিনটি স্প্যান ভেঙ্গে পড়ে৷ তাৎক্ষণিকভাবে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়৷ মেরামত শেষে দশ ঘণ্টা পর পুনরায় যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করা হয়৷  

২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়ার সাথে উপদ্বীপটিকে সংযুক্ত করতে ২০১৮ সালে সেতুটি চালু করে মস্কো৷ ইউক্রেনে হামলা চালানোর পর থেকে সেতুটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে বিবেচিত হচ্ছিল৷ কেননা খেরসন অঞ্চলে যুদ্ধরত রাশিয়ার সেনাদের কাছে অস্ত্র ও অন্যান্য সামগ্রী সরবরাহের গুরুত্বপূর্ণ পথ এটি৷

(ফাইল ছবি) ২০১৮ সালের মার্চে ক্রাইমিয়া সংযোগ সেতু পরিদর্শনের মুহূর্তে রুশ প্রেসিডেন্ট৷ ছবি: YURI KOCHETKOV/AFP

এই হামলা উদ্দেশ্যমুলক কি না সে বিষয়ে আলোচনার জন্ম নিয়েছে৷ এই বিষয়ে রাশিয়া কিংবা ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি৷

রাশিয়ার উপ-প্রধামন্ত্রী মারাত খুসনুলিন জানান, বিস্ফোরণের ঘটনায় সেতুর ক্ষয়ক্ষতি নিরুপণে রোববার কাজ শুরু করছেন ডুবুরিরা৷

সেতুর নিরাপত্তা বাড়াতে একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ ডিক্রি অনুযায়ী, ক্রাইমিয়াতে যাওয়া গ্যাস ও বিদ্যুতের সংযোগ লাইনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে৷ দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সেতুর নিরাপত্তা দেখভাল করার জন্য বলা হয়েছে৷

কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রাশিয়া৷

রাশিয়ার দখলকৃত অঞ্চল নিয়ন্ত্রণে নিতে লড়ছে ইউক্রেন

02:14

This browser does not support the video element.

ঝাপোরিজঝিয়ায় রাতভর ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে রাতভর হামলায়ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝাপোরিজঝিয়ায়  ১৭ জন নিহত হয়েছেন৷

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ঝাপোরিজঝিয়ার এক কর্মকর্তা আন্তোলি কুর্টেভ বলেন, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ঝাপোরিজঝিয়ার আবাসিক ভবন এবং রাস্তাঘাট ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

উল্লেখ্য ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র ঝাপোরিজঝিয়াতে অবস্থিত৷ বেশ কিছুদিন আগেই ওই বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়েছিল রাশিয়ার সেনা৷

আরআর/এফএস (এপি, এফপি. ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ