1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ক্রাইস্ট হাউজ: ঘরহীন মানুষের ঠিকানা

১৪ জুলাই ২০১৯

বছর দশেক আগেকার কথা৷ মার্কিন মুল্লুকের রাজধানী ওয়াশিংটন ডিসির পথে ঘাটে দিন কাটাতেন হেনরি জোন্স৷ তখন শরীরটাও ভালো যাচ্ছিল না তাঁর৷ সবমিলিয়ে টালমাটাল অবস্থা৷

USA Obdachlose in Chicago
ছবি: Imago Images/Zuma Press

দীর্ঘদিন ধরে মদ ছিল জোন্সের নিত্য সঙ্গী৷ এক পর্যায়ে, শরীরের এমন অবস্থা হয়েছে, পা ফেলা দায়৷ কোনো মতে পৌঁছালেন ওয়াশিংটনের এক হাসাপাতালে৷ গেলেন জরুরি বিভাগে৷ জায়গা হলো না সেখানে৷ কর্তব্যরতরা বললেন, তাঁর অবস্থা অতটা সঙ্গীন নয়৷

ওইসময় এগিয়ে এলেন একজন৷ পরামর্শ দিলেন—অন্তত একটা আশ্রয় খুঁজে বের করতে, যেখানে মাথাটা রাখা যায়, ক'টা দিন নিশ্চিন্তে ঘুমানো যায়৷ সঙ্গে বাতলে দিলেন আরেকটা উপায়৷ একটা ছোট্ট প্রতিষ্ঠানে জোন্স যেতে পারেন৷ সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবাটাও পাওয়া যাবে, সঙ্গে মাথা গোঁজার একটা ঠিকানা৷

দ্বিতীয় অপশনটা বেছে নিলেন জোন্স৷ তাঁর নতুন ঠিকানা ‘ক্রাইস্ট হাউজ৷' এই সংগঠনটি তাঁকে দিল চিকিৎসা আর থাকার ব্যবস্থা৷ সেখানে চিকিৎসা নিয়ে মদ ছাড়লেন, শরীর সুস্থ হলো, একটি ঠিকানা জুটলো৷ এমনকি রুটি রোজগারে পেলেন একটি চাকরিও৷

নিজের দুঃসময় পেরিয়ে এসেছেন জোন্স৷ তবু আক্ষেপের সুরে বলেন, ‘‘রাস্তায় ছিলাম বলে মানুষ নিচু হয়ে তাকাতো আমার দিকে৷ তাঁরা ভাবতো, এভাবেই হয়তো কেটে যাবে জীবনের বাকি দিনগুলো৷''

‘‘আর এখানেই সবার চেয়ে আলাদা ক্রাইস্ট হাউজ৷ সংগঠনটি একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়''— ক্রাইস্ট হাউজ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন জোন্স৷

১৯৮৫ সালে ক্রাইস্ট হাউজ প্রতিষ্ঠিত হয়৷ এখন প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে গোটা দেশে৷ স্বাস্থ্যসেবার পাশাপাশি একজন মানুষকে প্রতিষ্ঠিত করার প্রাণপণ চেষ্টা করে তাঁরা৷ হাসপাতালের জরুরি বিভাগের সঙ্গে এখানেই তাঁদের পার্থক্য৷

ঘরহীন মানুষের পুনর্বাসনে কাজ করা সংগঠন আমব্রেলার জুলিয়া ডবিন্স বলেন, ‘‘হাসপাতালে কোনো রোগী ভর্তি হলে, চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেয়া হয়৷ কিন্তু পুরোপুরি সেরে উঠতে ঘরহীন মানুষেরা নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ থেকে বঞ্চিত হয়৷ এখানেই আসলে যত্ন আত্তির আসল পার্থক্যটা বোঝা যায়৷''

যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা থাকলেও, দিনে ওসব বন্ধ থাকে৷ ডবিন বলেন, ‘‘আমরা ঘরহীন মানুষদের অপরাধী করে তুলছি৷ তারা কোথাও মাথা গুঁজতে পারছে না, সারাক্ষণ ছোটাছুটির মধ্যে থাকতে হচ্ছে৷''

নিজেদের সম্পর্কে ক্রাইস্ট হাউজ বলছে, তাঁরা ভিন্নধর্মী একটি প্রতিষ্ঠান চালাচ্ছে, যেখানে স্বাস্থ্যসেবা, আশ্রয়সহ মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে৷

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জ্যানেল গোয়েটিয়াস বলেন, ‘‘দুই বছর আগে তাঁদের কাছে এক রোগী আসেন৷ তাঁর ছিল ক্যান্সার৷ হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নেয়ার পর, কাছেই একটি পার্কের বেঞ্চিতে রাত কাটাতেন৷''

পরে ক্রাইস্ট হাউজে ওই লোকের থাকার একটা জায়গা হলো, আর চিকিৎসার জন্য হাসাপাতালে আনা নেয়ার দায়িত্বটাও নিয়েছিল সেবাধর্মী প্রতিষ্ঠানটি৷  এরকম নানা উদাহরণ আছে বলে জানান জ্যানেল৷

কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট হচ্ছে অর্থ৷  গেল বছর ম্যাসাচুটেসের ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এ ধরনের প্রতিষ্ঠানের কারণে বছর হাজার হাজার ডলার খরচ কমিয়ে আনা সম্ভব৷ কিন্তু দীর্ঘমেয়াদে এমন প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্র একমাত্র বাধার নাম অর্থ৷ তহবিলের অভাবে অনেক ভালো উদ্যোগ মুখ থুবড়ে পড়তে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা৷

এসব সংগঠন চালাতে গড়ে তিন ধরনের তহবিল পাওয়া যায়৷ কিন্তু অনেক সময় ফেডারেল সরকারের কাছ থেকে মেডিকেল সহায়তাকারি হিসেবে বিল আদায় কঠিন হয়ে পড়ে বলে জানালেন জুলিয়া ডবিন্স৷ ফলে প্রতিষ্ঠানগুলোকে মানবহিতৈষী ও সাধারণ মানুষের দান দক্ষিণার দিকে তাকিয়ে থাকতে হয় বলেও জানান তিনি৷

প্রতিষ্ঠানগুলোর চাহিদা যেমন বাড়ছে, তেমনি তাদের কিছু সংকটও মোকাবেলা করতে হচ্ছে৷ তা সত্ত্বেও পোর্টল্যান্ড সিটি কনসার্ন নামের আরেকটি সংগঠন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরুর কথা ভাবছে৷  প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার গর্ডন উইলহেলমস বলেন, ‘‘ঘরহীন মানুষ যে প্রান্তেরই হোক, আমরা মনে করি, তাঁদের মানসিক সেবা দেয়াটা প্রয়োজন৷''

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার আরেকটি বড় দিক হলো, মানুষে মানুষে সম্পোর্কন্নয়নটা খুব জরুরি৷ কারণ, গৃহহীনদের জীবনের মানুষেরও অভাব রয়েছে বলেও মনে করেন উইলহেলমস৷

টিএম/জেডএ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ