ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে৷ তালাক যথাযথভাবে হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ের অভিযোগে করা একই মামলায় অব্যাহতি পেয়েছেন তামিমার মা সুমি আক্তার৷
বিজ্ঞাপন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ এ আদেশ দেন৷ দৈনিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী ইশরাত হাসান৷
এর আগে গত ২৪ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।
সেদিন অভিযোগ গঠনের শুনানিতে ক্রিকেটার নাসিরের আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতে বলেছিলেন, তামিমার সঙ্গে মামলার বাদি রাকিবের তালাক কার্যকর হয় ২০১৭ সালের ২২ এপ্রিল৷ আর নাসির তামিমাকে বিয়ে করেন এর চার বছর পর৷ সুতরাং নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ টেকে না৷ আর তামিমা আইন মেনে রাকিবকে যথাযথভাবে তালাক দিয়েছেন, তালাক কার্যকর হয়েছে৷ তালাকের নোটিশ দেওয়ার দায়িত্ব কাজী অফিসের৷ তামিমার মায়ের বিরুদ্ধে আনা অভিযোগও সঠিক নয়৷
পরে ক্রিকেটার নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সপক্ষে যুক্তি তুলে ধরেন বাদিপক্ষের আইনজীবী ইশরাত হাসান৷ তিনি আদালতকে বলেছিলেন, আসামিপক্ষ থেকে ২০১৭ সালে রাকিব ও তামিমার মধ্যে তালাক কার্যকর করার কথা সঠিক নয়৷ তামিমা ২০১৮ সালের পাসপোর্টে স্বামীর নাম হিসেবে রাকিবের নাম উল্লেখ করেন৷ জালিয়াতির আশ্রয় নিয়েছেন আসামিরা৷
এ মামলায় গত বছরের ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন৷
গত বছরের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়৷ এরপর নতুন করে বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে৷ তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে৷ এ ঘটনায় মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান৷
এপিবি/কেএম (সূত্র: দৈনিক প্রথম আলো)
২০১৮ সালের ছবিঘর দেখুন...
বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করা খেলোয়াড়েরা
রুবেল হোসেনকে দিয়ে শুরু৷ সবশেষ সংযোজন ২২ বছর বয়সি মোসাদ্দেক হোসেন৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক দাবির মামলা করেছেন তাঁর স্ত্রী৷ এই পর্যন্ত তিনজন ক্রিকেটার জেলও খেটেছেন৷
ছবি: Privat
রুবেল হোসেন
২০১৪ সালের ডিসেম্বরে এই পেসারের বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী৷ অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন৷ মামলার জের ধরে জেলে যেতে হয় রুবেলকে৷ ২০১৫ সালের বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে তাঁকে আদালতের অনুমতি নিতে হয়েছিল৷ পরে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান রুবেল৷
ছবি: bdnews24/T. Ahammed
আরাফাত সানি
নাসরিন সুলতানা নামে এক নারী ২০১৭ সালে আরাফাত সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন৷ ঐ তরুণীর দাবি, ২০১৪ সালে সানির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ পরবর্তীতে সানি আরেকজনের সঙ্গে সংসার শুরু করেন৷ একসময় সানি ভুয়া ফেসবুক আইডি খুলে নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তাঁকে পাঠান বলে অভিযোগ তাঁর৷ সেসব ছবি অন্তর্জালে ছড়িয়ে দেবারও নাকি হুমকি দিয়েছিলেন সানি৷ এই ঘটনায় সানি গ্রেফতার হয়ে ৫৩ দিন কারাগারে ছিলেন৷
ছবি: Bdnews24.com
শাহাদাত হোসেন
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ২০১৫ সালে প্রায় দুইমাস জেলে ছিলেন এই পেসার৷ পরে ঐ গৃহকর্মীর পরিবারের সঙ্গে সমঝোতা হলে মামলা থেকে মুক্তি পান তিনি৷ শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা হলে প্রথমে তাঁরা আত্মগোপনে চলে গিয়েছিলেন৷ একমাস পর পুলিশ শাহাদাতের স্ত্রীকে গ্রেপ্তার করলে পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন শাহাদাত৷ কিন্তু আদালত জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠিয়ে দিয়েছিলেন৷
ছবি: bdnews24/T. Ahammed
মোহাম্মদ শহীদ
জাতীয় দলে সুযোগ পেয়ে এই পেসার অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযোগ করেছিলেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার৷ তিনি বলেন, শহীদ নাকি একবার তাঁকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিতেও চেয়েছিলেন৷ এসব ঘটনায় মামলা করার পরিকল্পনার কথা জানালে ভয়ে আবার সংসার শুরু করেছেন শহীদ৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সাব্বির আহমেদ
২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার সময় চট্টগ্রামে নিজের হোটেল কক্ষে ‘নারী অতিথি’ নিয়ে রাত্রিযাপন করার অপরাধে সাব্বিরকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছিল৷ এরপর গত বছরের ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ চলাকালীন এক কিশোর দর্শককে পিটিয়ে আবারও বোর্ডের আদালতে হাজির হতে হয়েছিল সাব্বিরকে৷ সবশেষ কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় ফেসবুকে দুই সমর্থককে অকথ্য গালিগালাজ করেন তিনি৷
ছবি: Mir Farid
আল আমিন হোসেন
চট্টগ্রামে হোটেল কক্ষে ‘নারী অতিথি’ নিয়ে যাওয়ায় আল আমিনকেও জরিমানা করা হয়েছিল৷ এছাড়া ‘গুরুতর শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ায় ২০১৫ সালের বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁকে৷
ছবি: Getty Images/AFP/F. J. Brown
নাসির হোসেন
সম্প্রতি নাসির হোসেনের সঙ্গে এক তরুণীর ফোন কথোপকথনের অডিও ভাইরাল হয়ে গিয়েছিল৷ ঐ তরুণী নিজেকে নাসিরের বান্ধবী পরিচয় দিয়েছেন৷ এরপর সেই তরুণী ফেসবুক লাইভে এসেও নাসিরের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন৷
ছবি: Getty Images/AFP/U. Zaman
মোসাদ্দেক হোসেন
সম্প্রতি তাঁর বিরুদ্ধে নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির মামলা করেন স্ত্রী সামিয়া শারমীন৷ এতে উল্লেখ করা হয়, ছয় বছর আগে তাঁদের বিয়ে হলেও সেটি গোপন রাখেন মোসাদ্দেক৷ জাতীয় দলে সুযোগ পাবার পর অন্য মেয়েদের সঙ্গে মোসাদ্দেক সম্পর্কে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ তাঁর স্ত্রীর৷ তবে মোসাদ্দেকের দাবি, বনিবনা না হওয়ায় দিন দশেক আগেই সামিয়াকে তালাক দিয়েছেন তিনি৷