1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটার মিরাজের ধামাকা নাচ

২৯ জানুয়ারি ২০১৯

হোটেল রুমে নাচলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ৷ তাঁর নাচের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল৷ আরেক ক্রিকেটার মুস্তাফিজের জন্য নেচেছেন তিনি৷

Bangladesh Mehedi Hasan Miraz
ছবি: Picture-alliance/AP Photo/A.M. Ahad

৩৮ সেকেন্ডের ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, মিরাজ হোটেল রুমে ‘জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না' গানটির রিমিক্স ভার্সনের সঙ্গে নাচছেন৷ নাচতে নাচতেই বিছানায়া শুয়ে মোবাইলে ব্যস্ত মুস্তাফিজের কাছে চলে গেছেন তিনি৷ মুস্তাফিজকে ধরে কিছুক্ষণ নাচেন মিরাজ৷ প্রথমে মুস্তাফিজ হেসে উঠলেও পরে মিরাজকে একদমই পাত্তা দেননি৷ কিন্তু মিরাজ নেচেই চলেছেন৷

তবে ভিডিওটি কে করেছেন তা জানা যায়নি৷ ভিডিওটি ফেসবুকে প্রথম পোস্ট করেন  বাবু হাসান নামের এক গায়ক৷ সেখান থেকে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি৷

বাবু হাসান তাঁর পোস্টে লিখেছেন, ‘‘গতকাল রাজশাহী কিংস-এর দারুণ এক জয়ের পর ক্যাপটেন মেহেদী হাসান মিরাজ ভাইয়ের অসাধারণ একটি ডান্স দেখবেন সবাই৷''

ধারণা করা হচ্ছে, দলের জয়ই মিরাজের এই নাচের কারণ৷ আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুস্তাফিজকে খুশি করতেই নেচেছেন তিনি৷ খেলোয়াড় হিসেবে যেমন মন কেড়ে নিয়েছেন, তেমনি নাচেও হৃদয় জিতেছেন মিরাজ৷ অন্তত ভিডিওতে দেওয়া দর্শক মন্তব্য তাই বলে৷ সবাই মিরাজকে ভালোবাসা জানিয়েছেন৷ কেউ কেউ সিনেমায় অভিনয়ের অনুরোধও করেছেন৷

ভিডিওটির ভিউ ইতোমধ্যে দেড় লাখ ছাড়িয়ে গেছে৷ শেয়ার হয়েছে দুই হাজারেরও বেশি৷   

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ