1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে সাফল্য চায় নেদারল্যান্ডস

২৬ জানুয়ারি ২০১১

বিশ্বকাপে তেমন কোন সাফল্য না আসলেও ক্রিকেটে আগের চেয়ে এগিয়ে গেছে নেদারল্যান্ডস৷ এবারও তারা আশা করছে কোন অঘটন ঘটানোর৷ এই নিয়ে চার বার বিশ্বকাপ ক্রিকেট খেলছে নেদারল্যান্ডস৷

ক্রিকেটেও কি এমন সাড়া পাবে নেদারল্যান্ডসছবি: AP

২০০৩ সাল থেকে তারা নিয়মিতই বিশ্বকাপে সুযোগ পেয়ে আসছে৷ ইতিমধ্যে ওডিআই স্ট্যাটাসও তারা লাভ করেছে৷ এই মুহুর্তে তারা ওয়ানডেতে কেনিয়ার ওপরে অবস্থান করছে৷ ডাচ দলে বিদেশী বংশোদ্ভূত অনেক খেলোয়াড় রয়েছেন৷ দলের অধিনায়ক হিসেবে রয়েছেন অলরাউন্ডার পিটার বোরেন৷ এছাড়া দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার রায়ান টেন ডোয়েশাটে এবং ব্যাটসম্যান অ্যালেক্সাই কেরেভেজিকে৷

স্কোয়াড: পিটার বোরেন (অধি.), আদিল রাজা, ওয়েসলি বারেসি (উই), মুদাসসির বুখারি, অ্যাটসে বুরমান (উই), টম কুপার, টম ডি গ্রুথ, অ্যালেক্সাই কেরেভেজি, ব্র্যাডলে কুগার, বের্নার্ড লুট্স, পিয়েটার সিলার, এরিক শোয়ার্জিন্সকি, রায়ান টেন ডোয়েশাটে, বের্নের্ড ওয়েস্টজিক, বাস জুইডেরেন্ট৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ