1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট নিয়ে দেখার মতো ১০টি মুভি ও সিরিজ

২৫ এপ্রিল ২০২০

করোনায় ঘরে থেকে এরিমধ্যে নিশ্চয় অনেক সিনেমা দেখে ফেলেছেন। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই মুভি আর ওয়েব সিরিজগুলো দেখতে পারেন।

ছবি: picture-alliance/dpa/Everett Collection

ইএসপিএনক্রিকইনফো সম্প্রতি ক্রিকেটের উপর নির্মিত দশটি দেখার মতো মুভি আর সিরিজের তালিকা প্রকাশ করেছে।

প্রথমেই আছে ‘ফায়ার ইন ব্যবিলন’। গত শতকের সত্তর ও আশির দশকে ক্রিকেট বিশ্ব কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে এই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে ইংল্য়ান্ডের অধিনায়ক টনি গ্রেগ এমন মন্তব্য করেছিলেন, যা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কাছে অপমানজনক মনে হয়েছিল। এই ঘটনাটি তথ্যচিত্রে উঠে এসেছে। এছাড়া বর্ণবাদী শাসনব্যবস্থার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থাকা সাউথ আফ্রিকায় সফরে যেতে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসকে ‘ব্ল্যাংক চেক’ ও ‘অনারারি হোয়াইট’-এর মর্যাদা দেয়ার প্রস্তাব করেছিল সাউথ আফ্রিকা। রিচার্ডস তা গ্রহণ করেননি।

এরপর আছে অস্কার নমিনেশন পাওয়া বলিউড মুভি ‘লাগান’। আমির খান অভিনীত এই মুভিতে অভিজ্ঞ ব্রিটিশদের বিরুদ্ধে সদ্য খেলা শেখা গ্রামবাসীদের জিততে দেখা গেছে। ব্রিটিশ শাসকদের কাছে গ্রামবাসী কর কমানোর অনুরোধ করলে ব্রিটিশরা তাদের ক্রিকেট ম্যাচ খেলার প্রস্তাব দেয়। গ্রামবাসীদের বলা হয়েছিল, খেলায় তারা জিতলে কর কমানো হবে আর হারলে করের পরিমাণ উলটো বেড়ে যাবে। 

অস্কার নমিনেশন পাওয়া বলিউড মুভি ‘লাগান'ছবি: Getty Images/AFP

আরেক বলিউড তারকা নাসিরউদ্দিন শাহ অভিনীত ‘ইকবাল’ মুভিটি মূক ও বধির এক কিশোরের ভারতের জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে।

ইএসপিএনক্রিকইনফো-র তালিকায় আরো আছে ২০০৫ সালের উত্তেজনায় ভরপুর অ্য়াশেজ সিরিজের হাইলাইটস ও অন্যান্য বিশেষ কিছু মুহূর্ত নিয়ে নির্মিত ‘দ্য আশেজ: দ্য গ্রেটেস্ট সিরিজ'’। পাঁচ টেস্টের ঐ সিরিজের নিষ্পত্তি হয়েছিল শেষ দিনের শেষ বিকেলে!

অ্য়াশেজ নিয়ে সাত পর্বের সিরিজ ‘বডিলাইন’ও দেখা যেতে পারে। ১৯৩২-৩৩ অ্য়াশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানকে ঠেকাতে বডিলাইন বা ফাস্ট লেগ থিওরি বোলিং কৌশল ব্য়বহার করেছিল ব্রিটিশরা। লেগ সাইডে কাছাকাছি ফিল্ডার সাজিয়ে ব্যাটসম্য়ানের শরীর টার্গেট করে লেগে বল ফেলা- মোটামুটি এই ছিল বডিলাইন কৌশল।

ক্রিকেট রাজনীতি নিয়ে তৈরি ‘ডেথ অফ এ জেন্টেলম্য়ান’, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেংকারি নিয়ে নির্মিত ‘দ্য টেস্ট: এ নিউ এরা ফর অস্ট্রেলিয়াস টিম’, ফিক্সিং, ক্রিকেট রাজনীতি নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ', দুই বছর পর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের ফেরা নিয়ে নির্মিত ‘রোর অফ দ্য লায়ন’ এবং আলফ্রেড হিচককের ‘দ্য লেডি ভ্যানিশেস’ দেখারও পরামর্শ দিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

জেডএইচ/এসিবি (ইএসপিএনক্রিকইনফো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ