1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট পাগল ভারতে আলোচনায় মেসি

১ সেপ্টেম্বর ২০১১

ভারতীয় গণমাধ্যম, ফেসবুক, টুইটার - সর্বত্র এখন আলোচনা লিওনেল মেসিকে নিয়ে৷ এই ফুটবল রাজপুত্র বর্তমানে অবস্থান করছেন কলকাতায়৷ উদ্দেশ্যে আর্জেন্টিনা-ভেনেজুয়েলার মধ্যকার প্রীতি ম্যাচে অংশ নেওয়া৷

মেসিছবি: AP

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর৷ এজন্য ইতিমধ্যে প্রস্তুত যুব ভারতী স্টেডিয়াম৷ এই মাঠের ধারণক্ষমতা এক লাখ বিশ হাজার দর্শক৷ ম্যাচের টিকিটের দাম বেশি বলে ইতিমধ্যে দাবি উঠেছে ঠিকই, তবে আয়োজকদের আশা, কোন আসনই খালি থাকবে না৷

বুধবার ভোররাতে মেসিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিল কয়েক হাজার ভক্ত৷ কিছু ভক্ত আবার মোটর সাইকেলে হোটেলমুখী মেসি'র গাড়ি বহর অনুসরণ করেছে৷

বলাবাহুল্য, গোটা ভারত ক্রিকেট পাগল হলেও কলকাতা কিন্তু খানিকটা ব্যতিক্রমী৷ ব্রিটিশ শাসিত ভারতের সাবেক এই রাজধানী ক্রমশ ভারতের ফুটবল কেন্দ্রবিন্দুর রূপ নিচ্ছে৷ ২০০৮ সালে কলকাতাতে এক ম্যাচে অংশ নেয় জার্মান দল বায়ার্ন মিউনিখ৷ সেসময় জার্মান তারকা অলিভার কানকে বিদায় জানাতে যুব ভারতীর গ্যালারিতে হাজির হয় প্রায় সোয়া লাখ দর্শক৷ একইবছর দিয়েগো মারাদনার আগমনে কলকাতা কার্যত স্থির হয়ে গিয়েছিল৷ ১৯৭৭ সালে এই কলকাতাতেই পা রাখেন ব্রাজিলের ফুটবল জাদুকর পেলে৷

যাহোক, মেসিসহ পুরো আর্জেন্টিনা দল এখন হাজির কলকাতায়৷ সেদলের নতুন কোচ আলেখান্দ্রো সাবেলিয়া এই প্রথম পুরো দলকে সঙ্গে পেয়েছেন৷ কলকাতায় ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে নতুন কোচ এর কমর্কাণ্ড৷ তবে, সাবেলিয়া কলকাতা ও ঢাকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকে বাদ দিয়েছেন কার্লোস টেভেজকে৷ মেসির মতো না হলেও দক্ষিণ এশিয়ায় টেভেজের ভক্তও নেহাত কম নয়৷

কোচ অবশ্য জানিয়েছেন, টেভেজের জন্য জাতীয় দলের দরজা বরাবরই উম্মুক্ত৷ তবে, সে দরজায় প্রবেশের আগে নিজের দক্ষতাটা আবারো দেখাতে হবে ম্যানচেস্টার সিটির এই তারকাকে৷ একইসঙ্গে বাড়তি ওজনটাও ঝেড়ে ফেলতে হবে৷

উল্লেখ্য, কলকাতা থেকে আর্জেন্টিনা দলের গন্তব্য ঢাকা৷ আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় নাইজেরিয়া দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে মেসির দল৷ এই দক্ষিণ এশিয়া সফরে মেসি আবার জাতীয় দলের অধিনায়ক৷ তাই, তার উপর সবার দৃষ্টিটা যেন একটু বেশিই৷ তাছাড়া ঢাকাতে প্রতিপক্ষও বেশ শক্তিশালী৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ