1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিপ্টোকারেন্সি কোম্পানির কেনা ফুটবল ক্লাব

২৬ এপ্রিল ২০২২

ইংল্যান্ডের চুতর্থ বিভাগের ফুটবল দল ‘ক্রলি টাউন এফসি' কিনেছে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি গ্রুপ ওয়েগমি ইউনাইটেড৷ কোনো ক্রিপ্টোকারেন্সি কোম্পানির ফুটবল ক্লাব কেনার ঘটনা এটিই প্রথম৷

Fussball Crawley Town FC l Banner
ছবি: Nigel Keene/Pro Sports Images/IMAGO

লন্ডনের ৪৫ কিলোমিটার দক্ষিণ অবস্থিত ক্রলি শহরের জনসংখ্যা প্রায় এক লাখ৷ ক্রলি টাউনের স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ছয় হাজার৷ তবে ম্যাচের দিন মাঠে গড়ে মাত্র দুই হাজার দর্শক উপস্থিত থাকেন৷

এমন একটি ক্লাব কেন কিনলো ওয়েগমি ইউনাইটেড? তাদের লক্ষ্য কী?

ক্রলি টাউন কেনার আগে চতুর্থ বিভাগেরই আরেকটি দল ব্র্যাডফোর্ড সিটি কিনতে চেয়েছিল ওয়েগমি৷ ক্রলির চেয়ে ব্র্যাডফোর্ডের অতীত সাফল্যের ইতিহাস বেশি সমৃদ্ধ৷ কিন্তু সমর্থকদের সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ব্র্যাডফোর্ড কিনতে পারেনি ওয়েগমি৷ ভবিষ্যতে ক্লাব পরিচালনায় এনএফটির (নন-ফাঞ্জেবল টোকেন) ভূমিকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ব্র্যাডফোর্ডের সমর্থকরা৷ এনএফটি হচ্ছে এক ধরনের ডিজিটাল সম্পদ যেটা পরিবর্তন করা যায় না৷ বিশ্বের অনেক ফুটবল ক্লাব ইতিমধ্যে এনএফটি বিক্রি শুরু করেছে৷ ফিফা ও উয়েফাও ক্রিপ্টোকারেন্সি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে৷

এনএফটি বিক্রি করার জন্য একটি ক্লাবের ভালো পরিচিতি, ইতিহাস, সফলতার গল্প ইত্যাদি থাকতে হয়৷ কিন্তু ক্রলি ক্লাবের সেটা নেই৷ শহর হিসেবেও ক্রলির নাম বিশ্বে পরিচিত নয়৷ রক ব্যান্ড দ্য কিওরের প্রতিষ্ঠাতা শহর এবং ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেট ক্রলির স্কুলে পড়েছেন- এর বাইরে বলার মতো ক্রলির আর কোনো পরিচিতি নেই৷ ফুটবল ক্লাবটির সমর্থকরাও ঐ শহরে থাকেন৷ অর্থাৎ ক্রলি শহরের বাইরে ফুটবল ক্লাবটি কোনো সমর্থক নেই৷ তাহলে কার কাছে এনএফটি বেচবে ওয়েগমি?

ছবি: Glyn Kirk/AFP

সম্প্রতি ইউটিউবে ওয়েগমি কর্মকর্তা প্রেস্টন জনসন ক্রলির সমর্থকদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন৷ সেই সময় তিনি বলেন, ‘‘আমি জানি ক্রিপ্টো শব্দটি আতঙ্কের৷ এনএফটি সম্পর্কেও মানুষ খুব বেশি কিছু জানে না৷'' তবে ক্লাব পরিচালনায় দারুন কিছু পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি৷

দুই মৌসুম পর ক্রলিকে তৃতীয় বিভাগে ওঠানোর অঙ্গীকার করেছে ওয়েগমি৷ সেটা সম্ভব না হলে শীর্ষ নেতৃত্বে নির্বাচন দেয়ারও অঙ্গীকার করা হয়েছে৷

ওয়েগমির আরেক কর্মকর্তা এবেন স্মিথ জানান, তারা ‘কোনো ক্রিপ্টোকারেন্সি গ্রুপের কেনা প্রথম ফুটবল ক্লাব ক্রলি' এই বিষয়টি প্রচার করে বিশ্বব্যাপী ক্রিপ্টো ও এনএফটিপ্রেমীদের কাছে এনএফটি বিক্রির চেষ্টা করবে৷ ‘‘ক্রলি ক্লাবের বর্তমান সমর্থকদের কাছে এনএফটি বিক্রির বিষয়টি বাস্তবসম্মত নয়, এটা আমরা জানি৷ তাই আমরা এনএফটি পছন্দ করে এমন ব্যক্তিদের কাছে ক্রলি ক্লাবকে নিয়ে যাব,'' বলেন স্মিথ৷

ক্রলি ক্লাবের সমর্থকদের নেতা স্টিভ লিক ব্র্যাডফোর্ডের সমর্থকদের মতো একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানির তার প্রিয় ক্লাবের মালিক হওয়া নিয়ে চিন্তিত নন৷ তার কাছে বিষয়টি অন্য যে-কোনো মালিকের মতোই একটি ব্যাপার৷ ৬৬ বছর ধরে ক্রলির সমর্থক স্টিভ লিক৷ এই দীর্ঘ সময়ে তিনি ক্লাবের অনেক মালিক দেখেছেন৷

ইংল্যান্ডের নীচের লিগগুলোতে ধনাঢ্যদের ক্লাব কিনে অনেক ভালো কিছু করার অঙ্গীকার করা এবং পরে ব্যর্থ হয়ে ছেড়ে যাওয়ার অনেক উদাহরণ আছে৷ তাই নির্ভার রয়েছেন স্টিভ লিক৷

ম্যাট পিয়ারসন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ