1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসের উপহার

ক্লাউস উলরিশ/আরবি১৬ ডিসেম্বর ২০১৩

জার্মানরা ক্রিসমাস বা বড়দিনের সময় ব্যতিব্যস্ত হয়ে যান কেনাকাটায়৷ ক্রিসমাসের বাজার ও দোকানপাটে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়৷ বিশেষ করে উপহার খুঁজতে গিয়েই হিমশিম খান তারা৷

Junge Frau mit iPad
বড়দিনের উপহারের তালিকায় প্রথমেই আছে ট্যাবলেট কম্পিউটারছবি: picture alliance/CTK

প্রতিবছরই উপহার কেনার ক্ষেত্রে একটা ট্রেন্ড বা প্রবণতা লক্ষ্য করা যায়৷ এই বছর অর্ধেকেরও বেশি জার্মান বড়দিনের উপহারের তালিকায় ইলেকট্রনিক সামগ্রীকে বিশেষ স্থান দিয়েছেন৷ তথ্যপ্রযুক্তি বিষয়ক সংস্থা বিটকম-এর এক জরিপে জানা গেছে এই তথ্য৷ জরিপ অনুযায়ী, ৪৯ মিলিয়ন মানুষ ক্রিসমাস ট্রির নীচে উপহার হিসেবে ইলেকট্রনিক দ্রব্য দেখতে আগ্রহী৷

প্রথম ট্যাবলেট কম্পিউটার

উপহারের তালিকার প্রথমেই স্থান পেয়েছে ট্যাবলেট কম্পিউটার৷ এরপর স্থান পেয়েছে স্মার্টফোন, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন, ইলেকট্রনিক বই ও ভিডিও গেম কনসোল৷ রয়েছে ব্লু-রে-প্লেয়ার, ডিজিটাল ছবির ফ্রেম, মিউজিক সিস্টেম, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি, এমপিথ্রি প্লেয়ার, ন্যাভিগেশন যন্ত্র ইত্যাদির নামও৷

তালিকায় দ্বিতীয় স্থানে আছে স্মার্টফোনছবি: Imago/XINHUA

এক্ষেত্রে গত বছরের তুলনায় খুব কমই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ ‘‘২০১২ সালে মোবাইল ফোন ও স্মার্টফোন উপহারের তালিকায় প্রথম দিকে স্থান পেয়েছিল৷ আজ সেখানে ট্যাবলেট কম্পিউটার স্থান পেয়েছে,'' বলেন বিটকমের ভোক্তা সংক্রান্ত বিশেষজ্ঞ টিম হোফমান৷

অন্যান্য বিশেষজ্ঞরাও এবছর ক্রিসমাসে মোবাইল কম্পিউটারের জনপ্রিয়তা লক্ষ্য করেছেন৷ গত বছরের তুলনায় এবছর এই ধরনের ছোট যন্ত্রগুলির দিকে মানু্ষের ঝোঁক বেশি বলে জানান একটি কম্পিউটার বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক ফল্কার সোটা৷

স্মার্টফোনের দামটি দমিয়ে দেয়

স্মার্টফোনের ব্যাপারে মানুষ কিছুটা সংযত বলে জানান এই সম্পাদক৷ হাইস্পিডের স্মার্টফোনের দাম কম নয়৷ ৫০০ ইউরো থেকে শুরু করে আরো ওপরের দিকে৷ আর তা না হলে চুক্তিভিত্তিতে কিনতে হয় ওগুলি৷ এর ফলে পরবর্তীতে খরচ বেড়ে যায়৷ আর তাই অল্পবয়সিদের উপহার দিতে চাইলে কিছুটা সুলভ মূল্যের তুলনামূলক কম স্পিডের ফোনের দিকেই ঝোঁকে মানুষ৷

এজন্য বড়দিনের উপহার হিসাবে ট্যাবলেট কম্পিউটারের চাহিদাই এখন বেশি৷ স্মার্টফোনের ব্যাপারে সময়টা কোনো বড় বিষয় নয়৷ প্রয়োজন মনে করলেই অনেকে স্মার্টফোন কেনে, যেমন নতুন মডেল বাজারে এলে বা চুক্তি শেষ হয়ে গেলে৷ একারণে স্মার্টফোন যে-কোনো সময় কেনা হয়৷

উপহারের তালিকায় নতুন যোগ হয়েছে স্মার্টওয়াচছবি: Fotolia/Dan Race

এখন এমন সব ইলেকট্রনিক সামগ্রীর প্রতি লোকের আগ্রহ বাড়ছে, যেগুলি ওয়্যারলেসে চলে৷ মানুষ কোথাও তার লাগিয়ে রাখতে চায় না৷ ভিডিওর সঙ্গে টেলিভিশনের বা মিউজিকের সঙ্গে বক্সের সরাসরি যোগাযোগ চান তারা৷

নতুন সামগ্রী স্মার্টওয়াচ

বিটকমের বিশেষজ্ঞ টিম হোফমান উল্লেখ করেন একটি ইলেকট্রনিক যন্ত্রের কথা, যা গত বছরও বাজারে ছিল না৷ এটা হলো স্মার্টওয়াচ৷ এবছর এই যন্ত্রটিও মানুষের দৃষ্টি আকর্ষণ করছে৷ এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ বলা যায় স্মার্টফোনের ‘বর্ধিত বাহু' এটি৷ টেলিফোন, এসএমএস ও ইমেল এলে স্মার্টওয়াচে তা দেখা যায়, বার বার পকেট থেকে স্মার্টফোন বের করতে হয় না৷ হাতের কব্জির দিকে এক ঝলক দৃষ্টি দিলেই হয়৷

বিটকমের জরিপ থেকে জানা যায়, প্রতি ১০ জনে এক জন ক্রিসমাসের উপহার হিসাবে এইরকম একটি ‘চতুর ঘড়ি' পেতে আগ্রহী৷ প্রতি তিনজনে একজন জানান, নিজেই হয়তো এই ধরনের একটি ঘড়ি কিনে ফেলবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ