1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের জন্য শান্তির ডাক জার্মান রাষ্ট্রপতির

২৪ ডিসেম্বর ২০২২

বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের মানুষকে ‘দুঃসহ যন্ত্রণা' থেকে মুক্তি দেয়ার জন্য শান্তি প্রতিষ্ঠার ডাক দিচ্ছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার৷

বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের মানুষকে ‘দুঃসহ যন্ত্রণা' থেকে মুক্তি দেয়ার জন্য শান্তি প্রতিষ্ঠার ডাক দিচ্ছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার৷
বড়দিনের ভাষণে ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরবেন জার্মানির প্রেসিডেন্টছবি: Tobias Schwarz/AP Photo/picture alliance

ভাষণে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেনের জনগণের ‘দুঃসহ যন্ত্রণার’ কথা তুলে ধরতে যাচ্ছেন তিনি৷ জার্মানির টেলিভিশনে রোববার সন্ধ্যা সাতটায় এই ভাষণ প্রচারিত হবে৷

ডয়চে ভেলের কাছে আগাম আসা লিখিত বক্তব্য অনুযায়ী, স্টাইনমায়ার ফ্রাইব্যার্গ শহরে ৫০ জন ইউক্রেনীয় শিশুর সঙ্গে তার এক সাম্প্রতিক সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরবেন৷ যুদ্ধের কারণে মায়েদের সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হওয়া এই শিশুরা এখন জার্মানির স্যাক্সনি রাজ্যে বসবাস করছে৷

তার প্রত্যাশা ইউক্রেনে আবারও শান্তি ফিরে আসবে৷ তবে তার মতে সেই ব্যবস্থাটি এমন হতে হবে যাতে, ‘‘ভূমি দখলকারীরা পুরস্কৃত না হয় এবং ইউক্রেনের মানুষকে দখলদারদের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড ও সহিংসতার মধ্যেও ছেড়ে দেয়া না হয়৷’’

হামলা, হুমকি ও নির্যাতনের শিকারদের পাশে দাঁড়ানোর মানবিক বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করছেন রাষ্ট্রপতি৷ ভাষণে তিনি ইউক্রেনীয়দের সহায়তা করার জন্য জার্মান জনগণকে ধন্যবাদ জানাচ্ছেন৷

যুদ্ধের প্রেক্ষিতে তৈরি হওয়া অর্থনৈতিক সংকটের কারণে মানুষের উপর যে চাপ তৈরি হয়েছে সেই বিষয়টিও তুলে ধরছেন তিনি৷ এজন্য সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের উল্লেখ থাকবে ভাষণে৷ মানুষ যাতে আশা না হারায় এবং ভীত ও বিভক্ত না হয়ে পড়ে জনগণের প্রতি সেই আহ্বান থাকবে জার্মান রাষ্ট্রপতির৷ থাকবে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার বার্তাও৷  

এফএস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ