1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসের সময় করোনাকে দূরে রেখে রেলযাত্রার ব্যবস্থা

৫ ডিসেম্বর ২০২০

করোনাকালে বড়দিনের ছুটির সময় জার্মানির রেল কর্তৃপক্ষ ডয়চে বান নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে৷ বাড়ানো হচ্ছে দ্রুত গতির ট্রেন, আসন পরিকল্পনাও করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়ে৷

Deutschland Köln Symbolfoto Maskenpflicht
ছবি: Christoph Hardt/Geisler-Fotopress/picture-alliance

বুধবার ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, বড়দিনের ছুটির সময়, অর্থাৎ আগামী ১৮ থেকে ২৭ ডিসেম্বর জার্মানির বড় শহরগুলোর মধ্যে যাতায়াতের জন্য বিশেষ ট্রেন চালু করা হবে৷ ওই সময়ে হাই-স্পিড আইসিই ট্রেন ১৫টি বাড়ানো হবে৷ এভাবে প্রতিদিন দীর্ঘযাত্রায় অন্তত ১৩ হাজার আসন বাড়ালেও করোনা সংক্রমণ এড়াতে যাত্রীরা যাতে স্বাস্থবিধি মেনে চলেন তা নিশ্চিত করতে নেয়া হবে বিশেষ উদ্যোগ৷ যাত্রীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসেন তা নিশ্চিত করতে সর্বোচ্চ ৬০ ভাগ আসনের টিকিট বিক্রি করা হবে৷

কেউ চাইলেও স্বাস্থ্যবিধি অমান্য করতে পারবেন না, কারণ, যাত্রীদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন পাঁচ হাজার পুলিশ এবং চার হাজার নিরাপত্তা কর্মী৷

এ বছর বড়দিনের সময় অন্যান্যবারের চেয়ে বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকবে জানিয়ে ডয়চে বান-এর যাত্রী পরিবহন বোর্ডের প্রধান বার্থোল্ড হুবার বলেছেন,  ‘‘ক্রিসমাসকে সামনে রেখে রেলযাত্রাকে যতটা সম্ভব নিরাপদ করা আমাদের দায়িত্ব৷ আমরা সে দায়িত্ব ঠিকভাবে পালন করবো৷''

মিশায়েল বুখবাউম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ