1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসে বিধিনিষেধ শিথিল চায় জার্মানরা

৪ ডিসেম্বর ২০২০

সাম্প্রতিক এক জরিপে বেশিরভাগ জার্মান ক্রিসমাসের ছুটিতে করোনার বিধিনিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন৷ তবে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিষেধে তাদের আপত্তি নেই৷

জার্মানিতে করোনার সময় বড়দিন
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance

জার্মানদের সবচেয়ে বড় ধর্মীয় ও পারিবারিক উৎসব বড়দিন৷ করোনা মহামারির ভয়াবহতা সত্ত্বেও এই সময়টি তারা পরিবারের সাথে মিলিত হতে চান৷ জার্মান ব্রডকাস্টার এআরডি পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৫৩ ভাগ করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন৷ জরিপের ফলাফল প্রকাশ করা হয় বৃহস্পতিবার৷ শতকরা ৪৪ ভাগ মানুষ ছিলেন বিধিনিষেধ শিথিল করার বিপক্ষে৷

তবে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনেষেধে সমর্থন রয়েছে জার্মানদের৷ জরিপে অংশগ্রহণকারীদের শতকরা প্রায় ৬৮ভাগ জার্মান নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিয়ম শিথিল করার বিপক্ষে মত দিয়েছেন৷

সম্প্রতি জার্মান চ্যান্সেলর ম্যার্কেল বড়দিন উপলক্ষে বিশেষ নিয়মে করোনার বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে জার্মানির ১৬টি রাজ্যের নেতারদের সাথে একমত হয়েছেন৷ কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত৷ তবে কতটা শিথিল করা হবে তা নির্ভর করছে রাজ্যের সিদ্ধান্তের ওপর৷

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে কিছু মানুষ বিক্ষোভ করলেও শতকরা ৬২ ভাগ জার্মানের সরকারের নেওয়া পদক্ষেপে সমর্থন রয়েছে৷ করোনার বিধিনিষেধ সম্পর্কে জার্মানি চরম ডানপন্থি বিকল্পদল এএফডি -র সমর্থকরা জনগণের স্বাধীনতার গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে৷ পরিবেশবাদী গ্রিনদলের সমর্থকরা অবশ্য তেমন উদ্বিগ্ন নয়৷

জরিপের ফলাফলে প্রকাশ, করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে বেশিরভাগ জার্মান সমর্থন করেন৷

এনএস/এসিবি (ডিপিএ, কেএনএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ