1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি ও ফ্রান্সের বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

২১ ডিসেম্বর ২০১৮

ক্রিসমাসকে সামনে রেখে জার্মানি ও ফ্রান্সের সীমান্তবর্তী অঞ্চলের বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ একটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে সম্ভাব্য হামলা হুমকির মোকাবিলায় সর্তকতার মাত্রা আরো বাড়ানো হয়েছে৷

ছবি: Getty Images/AFP/T. Schwarz

মরক্কোর নিরাপত্তা কর্তৃ্পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্রান্স ও জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ শুক্রবার সকাল থেকে এই বাড়তি নিরাপত্তা কার্যক্রম শুরু হয়৷  এছাড়া বেশ কয়েকটি বিমানবন্দরে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থাকেই আরো জোরদার করা হয়েছে৷

স্টুটগার্ট, ফ্রিডরিশহাফেন, কার্লসরুয়ে ও মানহাইম বিমানবন্দর এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অন্তর্ভুক্ত৷ 

সম্প্রতি নিরাপত্তার বিষয়ে ইউরোপের বাইরের দেশগুলোর পরামর্শ ও তথ্য আমলে নিচ্ছে ইউরোপীয় কর্তৃ্পক্ষ, কারণ অনেক দেশের দেওয়া তথ্যের  বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয়েছে বেশ কয়েকবার৷ এবারও স্ট্রাসবুর্গ হামলার দুদিন পর মরক্কোর নিরাপত্তা সংস্থার দেওয়া তথ্যের সূত্র ধরে প্যারিসের চার্লস দ্য গ্যল বিমানবন্দরে জার্মান লাইসেন্সধারী একটি গাড়ি থেকে দুজন সন্দেহভাজনকে খুঁজে পায় পুলিশ৷

স্টুটগার্ট বিমানবন্দরের মুখপাত্র জানান, তাঁরা হামলা-হুমকি সম্পর্কে একেবারে নিশ্চিত নন, আবার একেবারে অস্বীকার করতেও পারছেন না এসব হুমকিকে৷ তবে এটি নিশ্চিত যে, বেশ কয়েকদিন ধরেই বিমানবন্দরসহ নানা সংযোগ বন্দরগুলো হামলা হুমকিতে রয়েছে৷

স্টুটগার্ট পুলিশ কর্তৃ্পক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কতার জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ এমনিতেই নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে অন্যান্য দেশ থেকে নানা পরামর্শ ও তথ্য পাচ্ছে পুলিশ৷ এখন   ক্রিসমাসকে ঘিরে এবং স্ট্রাসবুর্গের হামলার ঘটনার পর পুলিশকে অবশ্যই সজাগ থাকতে হবে৷

স্টুটগার্ট পুলিশ স্থানীয় জনসাধারণকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে৷ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় যেন কেউ বিরক্ত না হন, এমন অনুরোধ জানানো হয়েছে৷

এফএ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ