1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিস্টমাস ভাষণে ঐক্যের কথা বললেন জার্মানির প্রেসিডেন্ট

২৪ ডিসেম্বর ২০২৪

জার্মানির মানুষকে ঘৃণার বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর কথা বললেন প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার।
মাগডেবুর্গে ক্রিস্টমাস মার্কেটে আক্রমণের পর জার্মানদের ঐক্যবদ্ধ থাকতে বললেন প্রেসিডেন্ট স্টাইনমায়ার। ছবি: Annegret Hilse/Reuters/Pool/dpa/picture alliance

ক্রিস্টমাসের বক্তৃতায় জার্মান প্রেসিডেন্ট এই কথা বলেছেন। জার্মানিতে আসন্ন নির্বাচন এবং মাগডেবুর্গে আক্রমণের কথাও উল্লেখ করেছেন তিনি।

প্রেসিডেন্ট স্টাইনমায়ার তার ভাষণ শুরু করেছেন পূর্ব জার্মানির মাগডেবুর্গে ক্রিস্টমাস মার্কেটে ভয়ংকর আক্রমণের ঘটনা দিয়ে। তার এই ভাষণ বুধবার সম্প্রচার করা হবে, তবে মঙ্গলবার তা প্রকাশ করে দেয়া হয়েছে।

তিনি বলেছেন, ''এই ঘটনায় ক্রিস্টমাসের উপর কালো ছায়া পড়েছে। আমরা শুধু অনুমান করতে পারি, যারা মারা গেছেন, তাদের হারিয়ে আত্মীয়রা কী ভয়ংকর অবস্থার মধ্যে পড়েছেন।''

প্রেসিডেন্ট বলেছেন, ''আপনারা একা নন। জার্মানি-জুড়ে মানুষ আপনাদের কষ্ট অনুভব করছে এবং শোকপ্রকাশ করছে।''

ওই ঘটনার পর পুলিশ ও চিকিৎসাকর্মীরা যেভাবে কাজ করেছেন, তার জন্য স্টাইনমায়ার তাদের ধন্যবাদ দিয়েছেন।

'জার্মানির স্বর রুক্ষ হয়েছে'

সমাজে এই আক্রমণের প্রভাব নিয়ে স্টাইনমায়ার বলেছেন, ''জার্মানির মানুষ যেন বিভাজিত না হন। ঘৃণা ও সহিংসতা শেষ কথা হতে পারে না। আমরা যেন বিচ্ছিন্ন না হই। আমরা যেন সকলে এক থাকি।''

মধ্যপ্রাচ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, জার্মানিতে আসন্ন নির্বাচনের বিষয় নিয়েও কথা বলেছেন জার্মানির প্রেসিডেন্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জার্মানিতে নির্বাচন হবে।

স্টাইনমায়ার বলেছেন, ''রাজনীতি, বাণিজ্য, লাল ফিতের বাঁধন, অবিচার নিয়ে প্রচুর ক্ষোভ রয়েছে।'' তিনি মনে করেন, ''আমাদের দেশের কণ্ঠস্বর আগের থেকে রুক্ষ হয়েছে, দৈনন্দিন জীবনে কখনো কখনো তা শত্রুভাবাপন্ন হয়েছে।''

এই চ্যালেঞ্জ সত্ত্বেও জার্মানির প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ''১৯৪৯ সালের পর থেকে দেশের গণতন্ত্র, তার মূল আইনগুলি বা সংবিধান হলো মূল শক্তি।''

স্টাইনমায়ার বলেছেন, ''আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কোথায় ভুল হচ্ছে, তা আমাদের তৎক্ষণাৎ বলতে হবে। সবচেয়ে বড় কথা, দ্রুত কী ব্যবস্থা নেয়া দরকার তা নিয়ে কথা বলতে হবে।''

তিনি জানিয়েছেন, ''জার্মানিতে সরকার পড়ে গেছে মানে বিশ্ব শেষ হয়ে গেছে এমন নয়।''

দেশের তরুণদের প্রতি তিনি বলেছেন, ''আপনাদের প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে আপনাদের খুব বেশি করে দরকার। নিজেদের মতো করে জীবন তৈরির করার ক্ষমতা জার্মানির তরুণদের মধ্যে আছে এবং তারা তা করে নেবে।''

জিএইচ/এসজি (ডিডাব্লিউ সূত্র, ডিপিএ, ইপিডি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ