1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সামনে অগ্নিপরীক্ষা

১ মে ২০১২

ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ডাকা হয় ‘গোল মেশিন' নামে৷ ক্যারিয়ারের তুঙ্গে তিনি, কিন্তু তারপরেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে চমক দেখাতে ব্যর্থ হয়েছেন রোনাল্ডো৷

ছবি: picture alliance/Foto Huebner

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মুকুটে কোন আন্তর্জাতিক ট্রফি জেতার পালকটি নেই৷ অথচ বিশ্বকাপ সহ বেশ কয়েকটি ইউরোপীয় প্রতিযোগিতায় তাঁকে দেখা গেছে মাঠে এবং প্রতিবারই তিনি তার দেশ এবং ফ্যানদের হতাশ করেছেন৷

২৭ বছর বয়সী রোনাল্ডো কেমন খেলবেন ইউরো কাপ ২০১২ তে? অনেকেই সেদিকে তাকিয়ে আছেন৷ যা তিনি এতদিন অর্জন করতে পারেননি, ট্রফি – সেই চেষ্টা তাকে আবারো করতে হবে৷

তবে এক্ষেত্রে শুধু রোনাল্ডো একা নন৷ আর্জেন্টিনার লিওনেল মেসিও বার্সেলোনায় খুব ভাল খেলেননি৷ আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি হতাশ করেছেন ফুটবল বিশ্বকে৷ মেসির ব্যর্থতা নিয়েও সরব ছিল প্রচার মাধ্যমগুলো৷

ছবি: dapd

ফিরে যাচ্ছি রোনাল্ডো প্রসঙ্গে৷ ২০০৪ সালের ইউরো কাপে গ্রিসে লুইস ফিগো এবং রুই কস্তার পাশাপাশি বল নিয়ে সমানে দৌড়েছেন রোনাল্ডো, কিন্তু গোটা ইউরোপকে অবাক করে দিয়ে গ্রিস জিতে নিয়েছিল সেই বছরের ইউরো কাপ৷ রোনাল্ডোর বয়স তখন কম৷ তিনি মাঠে কেঁদেছিলেন৷ সেই চিত্র অনেকেই ভুলতে পারেননি৷ মাত্র দুটো গোল করেছিলেন ইউরো ২০০৪ -এ৷ এটাকে তিনি ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখছেন৷ কারণ ২০০৮ সালের ইউরো কাপে গোটা টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল করেছিলেন, ২০০৬ সালের বিশ্বকাপেও তিনি একটি গোল করেছিলেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপে৷

রোনাল্ডোর সমালোচকরা বেশ জোর দিয়েই এ কারণে বলেছেন যে , রোনাল্ডো কখনোই পেলে, মারাদোনা বা ইউসেবিওর সমকক্ষ হতে পারবেন না৷ কারণ এই তুখোড় ফুটবলাররা চমক দেখিয়েছিলেন বিশ্বকাপে৷ অন্তত দুজন জিতে নিয়েছিলেন শিরোপা৷

তবে সমবেদনাও পাচ্ছেন রোনাল্ডো৷ রেয়াল মাদ্রিদ এবং পর্তুগালের খেলোয়াড় পেপে জানিয়েছে, ‘‘মাত্র ১৮ বছর বয়স থেকেই ক্রিস্টিয়ানোর ওপর অনেক বেশি দায়িত্ব বর্তানো হয়৷ প্রচণ্ড চাপ নিয়ে সে মাঠে খেলে৷ সবারই রয়েছে অনেক বেশি প্রত্যাশা৷ আমাদের উচিত ক্রিস্টিয়ানোকে উৎসাহিত করা, সহযোগিতা করা – কোন অবস্থাতেই দোষারোপ করা নয়৷ তাহলে ক্রিস্টিয়ানো ভালো খেলতে পারবে৷''

ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২০০৮ সালে ফিফা প্লেয়ার অফ দ্যা ইয়ার হন, দুবার জেতেন ইউরোপীয় ‘গোল্ডেন বুট' ট্রফি৷ গত সিজনে তিনি দলের হয়ে করেছেন ৪০টি গোল৷ এই সিজনে আরো তিনটি গোল করে মেসির সমকক্ষ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (রয়টার্স)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ