1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন

১৩ জুলাই ২০০৯

জার্মানিতে পড়াশোনার এই পর্বে চলুন আজ ঘুরে আসি কোলনের খুব কাছে ক্রেফেল্ডে অবস্থিত ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন থেকে৷

ছবি: HS Niederrhein

আমরা এর আগেও জানিয়েছি ফাখহকশুলেগুলো বিশ্ববিদ্যালয় থেকে তূলনামূলকভাবে ছোট৷ যার কারণে তাতে থাকে হাতে গোনা কয়েকটি অনুষদ এবং অপেক্ষাকৃত কম ছাত্র-ছাত্রী৷

ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইনে পড়াশোনা করছে সব মিলে ১০ হাজার ছাত্র-ছাত্রী তার মধ্যে ৮০টি দেশ থেকে বিদেশী ছাত্র-ছাত্রীর সংখ্যা তেরশ৷

এই বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ ৪০টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে৷ চলুন দেখা যাক অনুষদগুলো কি কি৷

রসায়ন, ডিজাইন, ইলেকট্রনিক এবং কম্পিউটিং, সমাজ বিজ্ঞান, ওকোট্রপলোগি, মেশিন স্ট্রাকচার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি এবং স্বাস্থ্যবিজ্ঞান৷ উল্লেখ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদটি ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে৷ উল্লেখিত অনুষদগুলোর অধীনে যে বিষয়গুলো পড়ানো হয় তাতে গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা করা সম্ভব৷ খুব অল্প কয়েকটি বিষয়ে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন৷

বছরে দুটি করে সেমিস্টারে বিভক্ত ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইন৷ গ্রীষ্মকালীন সেমিস্টার শুরু হয় মার্চ মাসে এবং শীতকালীন সেমিস্টার শুরু হয় অক্টোবর মাসে৷ বিদেশী ছাত্র-ছাত্রীদের সব সময় বলা হয়ে থাকে সেমিস্টার শুরু হওয়ার অন্তত ৬ মাস আগে আবেদন পত্র জমা দেয়ার জন্য৷

জার্মানিতে অনেক বিশ্ববিদ্যালয়ে মাধ্যম হিসেবে ইংরেজী ভাষাটি ব্যবহার করা হয়৷ ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইনের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি পড়া যায় ইংরেজীতে৷ তারপরেও জার্মান ভাষাটি শেখা থাকলে অনেক সুবিধা হবে৷

ক্রেফেল্ড ফাখহকশুলে নিডার রাইনের ওয়েব সাইটের ঠিকানা www.atlas.hs-niederrhein.de


প্রতিবেদক: মারিনা জোয়ারদার, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ