1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

৬ নভেম্বর ২০১৩

এই বুধবার আর্সেনাল আসছে ডর্টমুন্ডে, শালকে যাচ্ছে লন্ডনে, চেলসির বিরুদ্ধে খেলতে৷ ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, তিনি আর্সেনালকে ধরাশায়ী দেখতে চান৷ ক্লপ হেভি মেটাল ফ্যান৷ মাঠ গরম না হলে তাঁর মন ভরে না৷

ইয়ুর্গেন ক্লপ আজ শুধু বুন্ডেসলিগাতেই নয়, ইউরোপীয় ফুটবলে একটি পরিচিত নামছবি: picture-alliance/dpa

দু'সপ্তাহ আগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বোরুসিয়া ডর্টমুন্ড আর্সেনালের ‘গানার'-দের হারায় ২-১ গোলে৷ ক্লপ এবার ‘ভেস্টফালেন স্টাডিওন'-এ অনুরূপ কিছু একটা দেখতে চান৷ এবং তাঁর মনোবাসনা পূর্ণ হবার সম্ভাবনা যে উজ্জ্বল, তার একটা কারণ ডর্টমুন্ডের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি

লন্ডনে আর্সেন ওয়েঙ্গারের দলের বিরুদ্ধে জয়ের গোলটি করেন লেভান্ডোভস্কি৷ তারপর গত শুক্রবার বুন্ডেসলিগার খেলায় স্টুটগার্টের বিরুদ্ধে ডর্টমুন্ডের ৬-১ জয়ে লেভান্ডোভস্কি একাই করেন – হ্যাটট্রিক সহ – চারটি গোল৷ অবশ্য চার গোল বলতেই মনে পড়ে, গত মরশুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে একাই চারটি গোল করে রেকর্ড করেছিলেন এই রবার্ট লেভান্ডোভস্কি, ডর্টমুন্ডের খেলোয়াড় হিসেবেই৷

হুল্লোড়ে কোচ ইয়ুর্গেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ আজ শুধু বুন্ডেসলিগাতেই নয়, ইউরোপীয় ফুটবলে একটি পরিচিত নাম৷ তবে ইউরোপীয় কোচদের তারকামণ্ডলীতে ক্লপের প্রবেশ সদ্য, যদিও তা অনধিকার প্রবেশ নয়৷ অপরদিকে ইয়ুর্গেন ক্লপ সম্পর্কে আর যা কিছু বলা যাক, তাঁর আত্মবিশ্বাসের অভাব আছে, এ কথা ক্লপের অতি বড় শত্রুও বলবে না কিংবা বলার সাহস পাবে না৷

দু’সপ্তাহ আগে ডর্টমুন্ড আর আর্সেনালের খেলাছবি: picture-alliance/dpa

ক্লপ বিনয়ী মানুষ৷ আর্সেনালের কোচ সম্পর্কে ইংলিশ মিডিয়ার একটি সাক্ষাৎকারে বলেছেন: ‘‘আমার কাছে উনি হলেন ‘স্যার' আর্সেন ওয়েঙ্গার৷ আমি ওনার ফ্যান৷ গত দশ বছর ধরে আর্সেনালকে যদি দেখেন, ওরা প্রায় সর্বাঙ্গসুন্দর ফুটবল খেলে আসছে৷ কিন্তু আমরা সবাই জানি যে, আর্সেনাল বহুদিন (২০০৫ সালের এফএ কাপ যাবৎ) কোনো খেতাব জেতেনি৷ আর্সেনালের ফুটবল দর্শন এসেছে আর্সেন ওয়েঙ্গারের কাছ থেকে৷ আমি সেটা ভালোবাসি, কিন্তু আমি নিজে সেভাবে কোচ করতে পারি না, আমি একটু আলাদা৷ উনি বলটা নিজেদের কাছে রেখে খেলাতে চান, বলটা পাস করে করে – যেন একটা অর্কেস্ট্রা৷ কিন্তু তারা নীরবে বাজায়৷ আমি ভালোবাসি হেভি মেটাল৷ আমি চাই চিৎকার-চেঁচামেচি৷''

জোসে মুরিনিওছবি: AP

জোসে মুরিনিও-র ‘এগারোটি ভুল'

ডর্টমুন্ড এ মরশুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এফ'-এ প্রায় হেভি মেটাল খেলাই খেলছে, বলা চলে! নাপোলির কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হারার পর ডর্টমুন্ড নিজেদের মাঠে মার্সাই-কে হারায় ৩-০ গোলে – তারপর আর্সেনালকে তাদের নিজেদের মাঠে ২-১ গোলে৷ ওদিকে এই বুধবারই জার্মানির শালকে ‘শূন্য-চার' দল যাচ্ছে লন্ডনে চেলসির সঙ্গে খেলতে৷ আগের লেগ-এ চেলসি শালকে-কে হারায় ৩-০ গোলে এবং সেই সুবাদে চেলসি এখন গ্রুপ ‘ই'-র শীর্ষে, যদিও চেলসি, শালকে, উভয় দলই তিনটি করে গেম থেকে ছ'পয়েন্ট নিয়ে বসে আছে৷

চেলসি গত শনিবার সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড-এর কাছে হারে ২-০ গোলে, যার পর কোচ জোসে মুরিনিও আর মুখের আগল রাখেননি৷ বলেছেন: ‘‘আমি এগারোটা ভুল করেছি, এগারোটা ভুল৷ আমার অন্য কোনো এগারোজন খেলোয়াড় বাছা উচিত ছিল, এই এগারোজনকে নয়৷ আমার দল যখন খারাপ খেলে, তখন আমার সেইরকমই মনে হয়৷ আমি রেগেছি কেননা আমি বুঝতে পারছি না, আমার হারলাম কেন৷'' শালকের বিরুদ্ধে খেলায় বেশ কিছু রদবদল হবে বলে শাসানি দিয়েছেন মুরিনিও৷

শালকের প্লেয়াররা গত সপ্তাহেই ক্লাবের প্রেসিডেন্ট ক্লেমেন্স ট্যোনিজ-এর কাছ থেকে শাসানি শুনেছে এবং সে শাসানিতে দৃশ্যত কাজও হয়েছে, তাই গত শনিবার বুন্ডেসলিগার খেলায় তারা হ্যার্থা বার্লিনকে হারায় ২-০ গোলে৷ আরো বড় কথা, সুদীর্ঘ পাঁচটি ম্যাচ বাদে তারা আবার কোনো গোল না খেয়েই খেলা শেষ করতে পেরেছে৷ সেই সঙ্গে জোড়া যায়: এবার তারা বুন্ডেসলিগার অন্য যে কোনো খেলার চেয়ে বেশি মাঠ জুড়ে দৌড়েছে৷ কোচ ইয়েন্স কেলার-ও দলের ডিফেন্ডিং-এ খুশি৷

তবুও সব মিলিয়ে চেলসিকে রোখা যাবে কিনা, বলা শক্ত৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ