1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লাব বিশ্বকাপ জয় বার্সার, জাপান আসরে ব্যাপক সাফল্য

১৯ ডিসেম্বর ২০১১

দক্ষিণ অ্যামেরিকার সেরা ক্লাব স্যান্টোস-কে হারিয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করল ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সেলোনা৷ এদিকে, দুই বছর বিরতির পর ২০১৫ ও ২০১৬ সালে আবারও ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ জাপানের৷

ক্লাব বিশ্বকাপ জেতার পর মেসিদের উচ্ছ্বাসছবি: AP

জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ আসরের ফাইনালে স্যান্টোসকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা৷ বার্সা আবারও নিজেদের প্রমাণ করল বিশ্বের সেরা ফুটবল ক্লাব হিসেবে৷ ২০০৯ সালেও বার্সেলোনা ছিনিয়ে নিয়েছিল ক্লাব বিশ্বকাপ শিরোপা৷ তবে ইউরোপীয় এবং দক্ষিণ অ্যামেরিকান দুই ক্লাবের মধ্যে এবারের ফাইনাল খেলাটি ছিল মূলত বিশ্ব সেরা মেসি এবং ব্রাজিলীয় তারকা নেমার-এর মধ্যে লড়াই৷ 

পেপ গুয়ার্ডিওলা বার্সেলোনা দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সাড়ে তিন বছরে এটি ১৩তম জয়৷ ফাইনালে বার্সার ছেলেদের ক্রীড়া নৈপূণ্যে অভিভূত গুয়ার্ডিওলা৷ তাঁর মন্তব্য, ‘‘তারা যেন ঠিক শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল৷'' এছাড়া তিনি এই জয়কে উৎসর্গ করেছেন স্ট্রাইকার ডেভিড ভিলার উদ্দেশ্যে৷ কারণ ভিলা জাপান আসরের সেমি-ফাইনালে জঙ্ঘাস্থিতে আঘাত পেয়ে দেশে ফিরে গেছেন৷ এমনকি আগামী পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে৷ গুয়ার্ডিওলা বলেন, ‘‘আমরা তাঁর অভাব বোধ করেছি খুব বেশি৷'' এমনকি ভিলার অনুপস্থিতিতে তাঁর সম্মানে টি-শার্ট পরেছিলেন ভিলার সহকর্মীরা৷

ছবি: AP

এদিকে, চলতি বছরের ক্লাব বিশ্বকাপ আসর আয়োজনে ব্যাপক সাফল্যের পর আবারও ২০১৫ এবং ২০১৬ সালের বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে জাপান৷ ইয়োকোহামার নিসান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দর্শক সংখ্যা ছিল প্রায় ৬৮ হাজার৷ আর জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানজি ওগুরা জানিয়েছেন, ‘‘এবারের আসর তিন লাখেরও বেশি দর্শক আকর্ষণ করেছে৷ অথচ গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে মোট দর্শক ছিল দুই লাখ৷''

আগামী বছরও জাপানেই অনুষ্ঠিত হবে বিশ্বের সেরা ক্লাবগুলোর মর্যাদার লড়াই৷ এরপর ২০১৩ এবং ২০১৪ সালে এই আসর বসবে মরোক্কোয়৷ তবে এবারের সাফল্যে উৎসাহিত হয়ে ২০১৫ এবং ২০১৬ সালের বিশ্বকাপ আসরও নিজেদের মাঠে আয়োজন করতে চান ওগুরা৷ উল্লেখ্য, ২০১২ সালের অনূর্ধ ২০ প্রমিলা বিশ্বকাপ আসর জাপানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা৷ সেটি উজবেকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘কাঠামোগত এবং কারগরি' সমস্যার কারণে জাপানে নিয়ে গেছে ফিফা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ