পয়লা সেপ্টেম্বর থেকে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের স্কুল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আর মাস্ক পরতে হবেনা৷ একথা ঘোষণা করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী আরমিন লাশেট৷
বিজ্ঞাপন
করোনা মাহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে এক টেলিফোন কনফারেন্সে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মাস্ক না পরার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে গ্রীষ্মকালীন ছুটির পর করোনা সংক্রমণ রোধে বিভিন্ন স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো৷ আগামীতেও ক্লাসের বাইরে, টিফিন, করিডোর, স্কুলের মাঠ বা অন্যান্য সব জায়গায়ই মাস্ক পরা আগের মতোই বাধ্যতামূলক থাকবে৷ শুধুমাত্র ক্লাসের ভেতরে এ সপ্তাহ থেকে শিক্ষার্থীরা মাস্ক খুলে রাখার অনুমতি পেলো৷
করোনা বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
জার্মানিতে করোনা সংক্রমণের বিস্তার রোধে নেয়া সব ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ বাড়ছে৷ সপ্তাহান্তে রাজধানী বার্লিনের বিক্ষোভ সমাবেশে ছিলেন ৩৮ হাজারেরও বেশি মানুষ৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Reuters/A. Schmidt
বিক্ষোভ নিয়ন্ত্রণে মরিচের গুঁড়া
বিক্ষোভে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ একসময় খুব কাছ থেকে বিক্ষোভকারীদের ওপর পানিতে মেশানো মরিচের গুঁড়া স্প্রে করতে শুরু করে৷
ছবি: Reuters/C. Mang
অভিনব প্রতিবাদ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে তার বিরুদ্ধে সবার প্রতিবাদ দৃষ্টিকটু ছিল না৷ ছবির এই বিক্ষোভকারীর মতো কেউ কেউ ফুল হাতেও নেমেছিলেন বিক্ষোভে৷
ছবি: Reuters/C. Mang
মুখোমুখি
বার্লিনের বিক্ষোভ একসময় রাইশটাগ পর্যন্ত পৌঁছে যায়৷ পুলিশের বাধার মুখে কারো পক্ষেই অবশ্য ভবনে ঢোকা সম্ভব হয়নি৷
ছবি: Reuters/C. Mang
কোথায় সামাজিক দূরত্ব?
বিক্ষোভে স্বাস্থবিধি অগ্রাহ্য করতে সম্ভব সব কিছুই করেছেন বিক্ষোভকারীরা৷ অনেকে তো রাস্তা দখল করে হাতে হাত ধরে রীতিমতো নাচ শুরু করে দেন!
ছবি: Reuters/A. Schmidt
তিন শতাধিক গ্রেপ্তার
বিক্ষোভ মিছিল থেকে তিনশ’রও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়৷ ছবিতে এক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আগে মাটিতে চেপে ধরেছে পুলিশ৷
ছবি: Reuters/C. Mang
দেশজুড়ে বিক্ষোভ
শনিবার রাজধানীতে হলেও তার আগে জার্মানির অনেক শহরেই হয়েছে স্বাস্থ্যবিধিবিরোধী বিক্ষোভ৷ একজনের হাতের প্ল্যাকার্ডে তারই বিবরণ৷
ছবি: Reuters/A. Schmidt
সব ষড়যন্ত্র!
বিক্ষোভকারীদের অনেকেরই বিশ্বাস স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা আসলে এক ষড়যন্ত্রের অংশ৷ এক বিক্ষোভকারীর হাতের প্ল্যাকার্ডে তাই লেখা, ‘‘ বড় ভাইয়েরা আপনাকে মুখোশ পরিয়ে দিচ্ছে৷’’
ছবি: Reuters/A. Schmidt
মুখোশ যখন অন্তর্বাস
স্বাস্থ্যবিধিকে কটাক্ষ করতে এক বিক্ষোভকারী এসেছিলে অন্তর্বাসে নাক-মুখ ঢেকে৷
ছবি: Reuters/A. Schmidt
ম্যার্কেলবিরোধিতা
বিক্ষোভকারীরা মনে করেন, করোনা সংক্রমণের ভয় দেখানো এক ধরনের মিথ্যাচার৷ম্যার্কেল সরকার এর মাধ্যমে মানুষকে ঘরে বসে থাকতে বাধ্য করছে বলেও মনে করেন তারা৷ এই মিথ্যাচার বন্ধ করে ম্যার্কেলকে ক্ষমতা ছেড়ে দিতেও বলেছেন বিক্ষোভকারীদের অনেকে৷
ছবি: Reuters/A. Schmidt
ম্যার্কেল অপরাধী!
‘করোনার নামে’ মানুষের চলাফেরা, কাজকর্মে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করায় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ অনেকের শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা৷
ছবি: Reuters/A. Schmidt
গান্ধীর প্রতি শ্রদ্ধা
বিক্ষোভ সমাবেশে ভারতকে অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশশাসনমুক্ত করা মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ তার এক বিশাল পোস্টারে লেখা ছিল ‘স্বাধীনতা + আন্তনিয়ন্ত্রণ৷’
ছবি: Reuters/A. Schmidt
সংবাদ মাধ্যমকে ধিক্কার
করোনাকালে জার্মানির সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন অনেকে৷ এক বিক্ষোভকারীর হাতের প্ল্যকার্ডে লেখা, ‘‘ প্রেস, ছি লজ্জা!’’
ছবি: Reuters/A. Schmidt
12 ছবি1 | 12
রাজ্যের সবুজ দলের পক্ষ থেকে চেয়ারম্যান মোনা নয়বাওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, যদি এখন শ্রেণিকক্ষে মাস্কের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয় তাহলে স্কুল পরিচলনার চ্যালেঞ্জগুলো সহজে সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়৷ তিনি জানান, স্কুলের বদ্ধ ক্লাসরুমগুলোতে শিশু কিশোররা সব সময় দূরত্ব বজার রেখে সিটে বসেনা৷ আর সেটাই মোনা নয়বাওয়ারের উদ্বেগের বড় কারণ৷
রাজ্যের শ্রমিক ইউনিয়নের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক চেয়ারম্যান মাইকে ফিনার্নও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷
গ্রীষ্মের ছুটির পর ১২ আগস্ট থেকে নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে স্কুল শুরু হয়েছে এবং তখন থেকে রাজ্যের প্রায় ২০ লাখ শিক্ষার্থীর জন্য ৩১ আগস্ট পর্যন্ত পুরো স্কুল এলাকা এবং ক্লাসের ভেতরে মাস্ক পরা পরা বাধ্যতামূলক করা হয়েছিলো৷
অন্যদিকে ইউরোপে অল্প বয়সীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কারণ করোনার বিস্তার রোধে শুধু মাস্ক পরা যথেষ্ট নয়, সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগ৷