ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, ভারতে ক্ষমতার পালাবদল হলে বাংলাদেশ-ভারতের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না৷ তবে পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা ও স্বার্থ সুরক্ষার ব্যাপারে সজাগ থাকতে হবে৷
বিজ্ঞাপন
সোমবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে পঙ্কজ শরণ বলেন, ‘‘শুধু ভারত কেন, কোনো দেশেরই সরকার পরিবর্তনে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না৷''
সেমিনারের বিষয় ছিল ‘কান্ট্রি লেকচার অন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া – বাংলাদেশ রিলেশনশিপ'৷ পঙ্কজ শরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷ সেমিনারে বিআইআইএসএস-র চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এসএম শফিউদ্দিন আহমেদসহ কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন৷ বক্তারা ভারতে সরকার পরিবর্তন হলে বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা, তা নিয়ে কথা বলেন৷ কথা বলেন, কোন দল সরকার গঠন করলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে৷ আর নির্বাচনি প্রচারণায় ভাষার ব্যবহার যে সব ইঙ্গিত দেয়, তা বাস্তব হলে পরিস্থিতি কী হতে পারে, তা নিয়েও কথা বলেন কেউ কেউ৷
ভারতের নির্বাচন ২০১৪
ভারতে একমাসেরও বেশি সময় ধরে নয় দফায় ভোটগ্রহণ হবে৷ ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলবে ভোট গ্রহণ৷ ভোট গণনা হবে ১৬ মে৷ ৮০ কোটি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন৷
ছবি: DW/A. Chatterjee
জনগণের সরকার
ভারতের সংসদের মেয়াদ পাঁচ বছর৷ পার্লামেন্টে দুটি কক্ষ রয়েছে৷ উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা আর নিম্নকক্ষ লোকসভা হিসেবে পরিচিত৷ নিম্নকক্ষে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করে৷
ছবি: AP
দৌড়ে এগিয়ে
সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে৷ তবে তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে যুক্তরাষ্ট্রকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পথটা নতুনভাবে বিবেচনা করতে হবে৷ কেননা ২০০২ সালে গুজরাটে দাঙ্গার কারণে যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীকে বয়কট করেছে৷
ছবি: Reuters
কংগ্রেস নেতা
দীর্ঘ সময় ধরে কংগ্রেসের হাল ধরা সোনিয়া গান্ধী এবার দলের দায়িত্বের বোঝা তুলে দিয়েছেন নিজ পুত্র রাহুল গান্ধীর কাঁধে৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রীর প্রপৌত্র, প্রথম নারী প্রধানমন্ত্রী পৌত্র এবং সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রীর ছেলে রাহুল৷ কিন্তু গত ১০ বছর ধরে রাজনীতির সাথে সংশ্লিষ্ট থেকেও সেখানে বড় কোনো ভূমিকা রাখতে পারছেন না তিনি৷
ছবি: picture-alliance/dpa
দুর্নীতি বিরোধী নেতা
২০১৩ সালের ডিসেম্বরে দিল্লির রাজ্যসভা নির্বাচনে অভিষেক হয় দুর্নীতি বিরোধী দল আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের৷ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি৷ কিন্তু মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন৷
ছবি: picture-alliance/dpa
‘কিং মেকার’ দল
বামপন্থি চারটি দল এবং সাতটি আঞ্চলিক দল মিলে থার্ড ফ্রন্ট গঠন করেছে, যা বিজেপি এবং কংগ্রেসের জন্য বিরাট চ্যালেঞ্জ৷ লোকসভায় এখনই তাদের আধিপত্য আছে৷ ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা থাকলে তারা হয়ে উঠতে পারে ‘কিং মেকার’৷ অর্থাৎ তারা যে দল সমর্থন করবে তারাই গঠন করবে সরকার৷
ছবি: Sajjad HussainAFP/Getty Images
সামাজিক গণমাধ্যমের ভূমিকা
এ বছর নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় ভূমিকা রয়েছে৷ এটিকে নির্বাচনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে কোনো দলই পিছিয়ে নেই৷ এ বছর প্রথম ভোট দেবেন এমন মানুষের সংখ্যা ১০ কোটি৷ এদের মধ্যে ৪০ ভাগ শহরে বাস করে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয়৷ ফলে নতুন এই প্রজন্ম এবারের নির্বাচনে একটা বড় ভূমিকা রাখছে৷
মেশিনের মাধ্যমে ভোট
লোকসভার ৫৪৫ টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভারতের মানুষ ভোট দেবেন ৫ সপ্তাহ ধরে৷ ইলেকট্রনিক মেশিন পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে৷ ফলাফল জানা যাবে ১৬ মে৷
ছবি: AP
সংখ্যালঘুদের উপর নির্ভরশীলতা
ভারতে ১৩ শতাংশ ভোটদাতা মুসলিম৷ ১০০টি সংসদীয় কেন্দ্রে ১৫-২০ শতাংশ, ৩৫টি কেন্দ্রে ৩০ শতাংশ এবং ৩৮টি আসনে মুসলিম ভোটদাতাদের সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশের মতো৷ কাজেই আসন্ন সাধারণ নির্বাচনে মুসলিম ভোটবাক্স নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ভোট বিশেষজ্ঞরা৷
ছবি: picture-alliance/dpa
‘নমো’ উন্মাদনা
যখন থেকে বিজেপি নরেন্দ্র মোদীকে (নমো) তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত নেয়; তখন থেকেই সে দেশের গণমাধ্যমের একটি বড় অংশ হিন্দুত্ববাদী রাজনীতির ব্র্যান্ড হিসেবে ‘নমোকে’ তুলে ধরার উদ্যোগ নেয়৷ বিজেপির প্রচার-কুশীলবদের রি-ব্র্যান্ডিং অভিযানের তোড়ে নৈতিকতার প্রশ্নগুলো হাওয়ায় মিলিয়ে গেছে৷
ছবি: Sam Panthaky/AFP/Getty Images
9 ছবি1 | 9
তবে পঙ্কজ শরণ বলেন, ‘‘সরকার পরিবর্তন হলেও কোনো দেশেরই পররাষ্ট্রনীতি বা স্বার্থের পরিবর্তন হয় না, তাই কোনো দেশের সরকার পরিবর্তন হলে বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না৷ তাছাড়া, দু'দেশের সম্পর্ক নির্ভর করে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ওপর, সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর৷''
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘‘কোন দেশে কোন সরকার এলো-গেলো এ বিষয়ে ভারতের কোনো পছন্দ নেই৷ ১৯৭১ সালের পর থেকেই বাংলাদেশে অনেক সরকার পরিবর্তন হয়েছে৷ সবগুলো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দীর্ঘ ৪ দশক ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে ভারত৷ যে কোনো দেশের নির্বাচিত সরকারের সঙ্গেই ভারত কাজ করবে৷''
তিস্তা চুক্তি ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘‘চুক্তি সম্পন্ন না হওয়াটা দুর্ভাগ্যজনক৷ চুক্তির ব্যাপারটির অনেক অগ্রগতি হয়েছিল৷ তবু চুক্তি হয়নি৷ এখন নতুন সরকারের জন্য অপেক্ষা করতে হবে৷'' নতুন সরকার ক্ষমতায় এলে এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পঙ্কজ৷
স্থল সীমান্ত চুক্তির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘স্থল সীমান্ত চুক্তির ব্যাপারটি ভারতের বর্তমান সরকারের আমলে যতটুকু অগ্রগতি হয়েছে , সেটা গত ৪০ বছরে হয়নি৷ চুক্তির ব্যাপারটি এখন আমাদের পার্লামেন্টে আছে৷'' নতুন সরকার ক্ষমতায় এলে এ চুক্তি বাস্তবায়ন হবে বলেও আশা করেন ভারতীয় হাইকমিশনার৷
তিনি বলেন, ‘‘অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন ভালো৷ দু'দেশের সম্পর্ক সহযোগিতার সকল স্তর স্পর্শ করেছে৷ বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সীমান্ত, বিদ্যুৎ, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অতীতের তুলনায় বাংলাদেশ-ভারতের সহযোগিতামূলক সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে৷'' ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশকে শক্তিশালী ও সমৃদ্ধ দেখতে চায় বলে উল্লেখ করেন তিনি৷
তরুণ ভোটার টানতে অভিনব উদ্যোগ
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে যেন তরুণরা ভোট দিতে যায় সেজন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সেদেশের সরকার৷ ছবিঘরে থাকছে সে কথাই৷
ছবি: DW/B. Das
১৬তম লোকসভা নির্বাচন
আগামী ৭ তারিখ থেকে ভারতে ১৬তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে৷ প্রায় ৮০ কোটি ভোটার এবার ভোট দেবেন৷ ২০০৯ সালের চেয়ে সংখ্যাটা প্রায় ১০ কোটি বেশি৷
ছবি: DW/B. Das
প্রথমবার ভোটার ২.৩ কোটি
এবার প্রায় ২.৩ কোটি তরুণ প্রথমবারের মতো ভোটার হয়েছেন৷ এদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া নিশ্চিত করাকে নিজেদের একটা অন্যতম উল্লেখযোগ্য কাজ বলে মনে করছে নির্বাচন কমিশন৷
ছবি: DW/B. Das
তরুণদের উৎসাহ দিতে
তরুণদের ভোট দিতে যেতে উৎসাহিত করতে ভারতের সরকার ২০১০ সালে ‘সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন’ বা এসভিইইপি নামে একটি প্রকল্প চালু করে৷ এর আওতায় জানুয়ারির ২৫ তারিখে ‘ন্যাশনাল ভোটারস ডে’ উদযাপন করা হয়৷
ছবি: DW/B. Das
দেয়ালচিত্র
এটি উত্তরপূর্ব ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এর একটি দেয়াল যেখানে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে গ্রাফিতি আঁকা হয়েছে৷
ছবি: DW/B. Das
আরও উদ্যোগ
শিলং-এর একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তরুণদের আকৃষ্ট করতে সৃষ্টিশীল সব উদ্যোগ নেয়া হচ্ছে৷ এর মধ্যে রয়েছে রচনা লেখা, ছবি আঁকা, বিতর্ক ও ধাঁধা প্রতিযোগিতার আয়োজন৷ রয়েছে দেয়ালচিত্র আঁকা, নৃত্য, গান, স্লোগান ও জিঙ্গেল তৈরি, ‘রান ফর ডেমোক্রেসি ম্যারাথন’ ইত্যাদি৷
ছবি: DW/B. Das
অন্যদের কাছ থেকে উৎসাহ পাওয়া
দেয়ালচিত্র অংকন শিল্পী কারিন জপলিন লাংসটিহ বলেন, ‘‘জার্মানি সহ অন্যান্য দেশের স্ট্রিট আর্টওয়ার্ক দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি৷ স্থানীয় বিষয় যেমন ঐতিহ্যবাহী পোশাক, গ্রামের বাস এসব জিনিসকে আমরা দেয়ালচিত্রে উপস্থাপন করার চেষ্টা করি৷’’
ছবি: DW/B. Das
সব ভোটই গোনা হয়
এত সব উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তরুণ ভোটারদের যে বার্তা দিতে চায় সেটা হচ্ছে ‘সব ভোটই গোনা হয়৷’
ছবি: DW/B. Das
7 ছবি1 | 7
পঙ্কজ শরণ বলেন, ‘‘দু'দেশকে পারস্পরিক স্বার্থ বুঝতে হবে৷ দু'দেশই আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে কাজ করে যাচ্ছে এবং যাবে৷ দু'দেশের অভ্যন্তরে যে সব অবৈধ বাণিজ্য চলছে, সেগুলোকে বৈধ করার পদক্ষেপ নিতে হবে৷''
সুরমা নদীর গতিপথে টিপাইমুখ বাঁধ নিয়ে এক প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ বলেন, ‘‘সেখানে দু'দেশেরই বিশেষজ্ঞ দল কাজ করে যাচ্ছে৷ তাদের মধ্যে তথ্য আদান-প্রদান হয়েছে৷ আমার জানা মতে, সেখানে কোনো বাঁধ নির্মাণ করা হচ্ছে না৷''
সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত বাংলাদেশকে পাকিস্তানের মতো মনে করে কিনা – এমন এক প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ বলেন, ‘‘সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে কখনোই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো যাবে না৷ বাংলাদেশ অনেক ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে৷ ভৌগোলিক ও কৌশলগত বিচারেও বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে৷ পর্যবেক্ষণ করলে পাকিস্তান সীমান্তে ভারতের যেমন পাহারা ও ব্যবস্থাপনা, বাংলাদেশ সীমান্তে তেমনটি চোখে পড়বে না৷''
ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাড়াতে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মেঘালয় ও ত্রিপুরায় আরও বেশি সীমান্ত হাট বসানো হবে৷ গত কয়েক বছরে ভারতে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রফতানি হয়েছে বলে জানান তিনি৷
উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের নয় পর্বের ভোটের প্রথম পর্ব হয়েছে সোমবার৷