1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণ

৪ জানুয়ারি ২০১৩

দিল্লি শান্ত হতে না হতেই ধর্ষণের ঘটনা নিয়ে বাংলাদেশও তোলপাড়৷ টাঙ্গাইলের এক স্কুলছাত্রী হয়েছে গণধর্ষণের শিকার৷ সুলতানা কামালের কাছে জানতে চাওয়া হয়েছিল ধর্ষণের অপরাধের বিচার কতটা হয়? জবাবে হতাশাই উঠে এলো৷

ছবি: Fotolia/DW

ঘটনাটি গত মাসের৷ গত ৭ই ডিসেম্বর বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে পাশের পাহাড়ি এলাকায় একটি বাড়িতে নিয়ে যায় মেয়েটির এক বান্ধবী৷ সেখানে তাকে আটকে রাখা হয় তিন দিন৷ টানা তিনদিন ধর্ষণ করা হয় তাকে৷

মেয়েটির কথিত বান্ধবীসহ পাঁচজনকে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে৷ এমনকি বুধবার তাদের রিমান্ডেও পাঠিয়েছে আদালত৷ এছাড়া, ধর্ষকদের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে৷ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বেশ কিছু সংগঠন৷ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর  বলেছেন, দোষী ব্যক্তিদের শাস্তি দেয়া হবে৷

BM/040113/Interview: with Sultana Kamal on a gang rape in Bangladesh - MP3-Mono

This browser does not support the audio element.

ধর্ষণের শিকার মেয়েটির ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে৷ চিকিৎসা তদারকের জন্য সাত সদস্যের একটি মেডিকেল কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ খবরের কাগজে, অনলাইন সংবাদে কিংবা টেলিভিশন, রেডিওতে বাংলাদেশে ঘটে যাওয়া অমানবিক ঘটনাটির খবর আসছে এভাবেই৷ অভিযুক্তদের গ্রেপ্তার হওয়া ছাড়া নতুন কিছু আছে এ খবরে? গ্রেপ্তার না হয় হলোই, বিচার তাড়াতাড়ি শেষ করে সত্যিই কি শাস্তি দেয়া হবে দোষীদের? বিচার কতটা হয় ধর্ষনের মামলার? বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক সুলতানা কামাল জানালেন বড় জোর শতকরা ১০ ভাগ ধর্ষণের ঘটনার বিচার হয়ে থাকে৷

সুলতানা কামালছবি: Ain o Shalish

তথ্যটা নিঃসন্দেহে হতাশাজনক৷ সুলতানা কামালও তাঁর হতাশা লুকোননি৷ বরং এক্ষেত্রে নিজেরা যে তেমন কিছু করতে পারেননি, তা-ও স্বীকার করেছেন তিনি অকপটে৷ ধর্ষণের শিকার যে মেয়ে এবং তার পরিবারের লোকলজ্জার ভয় কিংবা দোষীদের হুমকির কারণে আইনের আশ্রয় না নেয়া, আইনের আশ্রয় নিতে চাইলে হাসপাতাল থেকে আদালত পর্যন্ত প্রতিটি ধাপে যেসব বাধা – সে সবকেই বিচার না হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি৷ এমন অবস্থায় অনেক ঘটনাই অন্ধকারে থেকে যায়, অনেক নারীর কান্নাই থেকে যায় অশ্রুত৷ জানাজানি হলেও শুরু হয় রাজনীতির নোংরা এক খেলা৷ ক্ষমতাসীন দল চায় দায় এড়াতে৷ বিরোধী দলের ভূমিকাও যে খুব দায়িত্বশীল এবং মানবিক হয়, তা বলার মতো দৃষ্টান্ত নেই বললেই চলে৷

এবারের পরিস্থিতি কি একইরকম? সুলতানা কামাল এ বিষয়ে তাঁর নিজস্ব অভিমত তুলে ধরেছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তাঁর কথা, ‘‘অভিযুক্তদের সঙ্গে যদি ক্ষমতাসীন দলের কোনো সম্পর্ক থাকতো তাহলে কী হতো বলা মুশকিল৷'’

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ