1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র বাজেট

৬ জুন ২০১২

বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিবেচনায় আগামী বাজেট তৈরি করছে৷

ছবি: Reuters

আগামী ৭ই জুন জাতীয় সংসদে ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তার আগেই মঙ্গলবার বিকেলে ঢাকায় বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ তবে তিনি ‘ছায়া বাজেট' না দিয়ে সংবাদ মাধ্যমে বাজেট সম্পর্কে যেসব আগাম তথ্য আসছে, সেই সব তথ্যের ভিত্তিতে আসন্ন বাজেটের সমালোচনা করেন৷ তিনি বলেন, আগামী বাজেটে জনগণের মৌলিক সমস্যাকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের জন্য দলীয় স্বার্থে বাজেট করতে যাচ্ছে৷

তিনি বলেন, প্রয়োজনের তুলনায় আসছে বাজেট বড় না হলেও এই বাজেট বাস্তবায়ন করতে পারবেনা সরকার৷ কারণ সরকারের সেই সক্ষমতা নেই৷ পাওয়া যাবেনা প্রয়োজনীয় অর্থ৷ তিনি আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিরোধিতা করেন৷ তাঁর মতে, সরকার নতুন যে ৯টি ব্যাংকের অনুমোদন দিয়েছে, সেইসব ব্যাংকের অর্থায়ন হবে এই কালো টাকায়৷

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ ব্যাংক রক্ষায় উদ্যোগ নেবে৷ খালেদা জিয়া বিদ্যুৎ, শিক্ষা, দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা খাতে বেশি অর্থ বরাদ্দের দাবি জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ