রোববার অ্যামেরিকার কোডাক থিয়েটারে যে ঘটনা ঘটেছে, অস্কারের ইতিহাসে তা থেকে যাবে, সন্দেহ নেই। কমেডিয়ান সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ। তার স্ত্রীকে নিয়ে ক্রিস রসিকতা করায় নিজের আসন থেকে উঠে গিয়ে মঞ্চে থাকা রককে চড় মারেন স্মিথ। এরপর নিজের আসনে ফিরে এসে রককে প্রকাশ্যে গালিগালাজও করেন স্মিথ।
সোমবার একটি বিবৃতি প্রকাশ করেছেনস্মিথ। সেখানে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তিনি। উইল স্মিথ লিখেছেন, 'ক্রিস, আপনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা ছাড়িয়ে গেছিলাম। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।'
এখানেই থেমে থাকেননি স্মিথ। লিখেছেন, তাঁকে নিয়ে রসিকতা মেনে নিতে অসুবিধা হয় না তার। কিন্তু তার স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই বরদাস্ত করতে পারেন না তিনি। সে কারণেই মাথা গরম করে ফেলেছিলেন। কিন্তু নিজের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত। কোনোরকম সহিসংতাকে তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন স্মিথ। ইনস্টাগ্রামে এই বিবৃতি প্রকাশ করেছেন তিনি।
রোববার অস্কার ঘোষণা করা হয়েছে৷ তবে এবার অস্কার জয়ীদের নিয়ে আলোচনার চেয়ে বেশি কথা হচ্ছে কমেডিয়ান ক্রিস রককে উইল স্মিথের চড় মারার ঘটনা৷
ছবি: Robyn Beck/AFP/Getty Imagesস্ট্রিমিং সার্ভিস অ্যাপল টিভি+ এর ‘কোডা’ এবার সেরা মুভি হয়েছে৷ নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ এবং বিভিন্ন হলিউড স্টুডিওর তৈরি মুভিকে পেছনে ফেলে সেরা হয়েছে কোডা৷ সেরা মুভি ছাড়াও সেরা পার্শ্ব অভিনেতা ও বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের পুরস্কারও জিতেছে এটি৷
ছবি: Robyn Beck/AFP/Getty Imagesকোডায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন ট্রয় কটসার৷ ফলে প্রথম বধির পুরুষ অভিনেতা হিসেবে অস্কার জয় করলেন তিনি৷ মুভিতে তিনি একজন টিনএজারের বাবার ভূমিকায় অভিনয় করেন, যে পরিবারের ব্যবসা দেখাশোনার পাশাপাশি সংগীতে ক্যারিয়ারও গড়ার চেষ্টা করে৷ কোডার পুরো নাম ‘চাইল্ড অফ ডিফ অ্যাডাল্টস’৷ পুরস্কার গ্রহণ করে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কটসার তার পুরস্কার বধির সম্প্রদায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন৷
ছবি: Brian Snyder/REUTERSএবারের অস্কারের আলোচিত বিষয় হওয়া উচিত ছিল কোডা৷ কিন্তু অস্কার মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে উইল স্মিথের চড় মারার ঘটনা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে৷ স্ত্রীকে নিয়ে রসিকতার জন্য রককে চড় মারেন স্মিথ৷ প্রথমে বিষয়টি আগে থেকে পরিকল্পনার অংশ মনে হলেও চড় মারার পর আসনে ফিরে গিয়ে রকের সঙ্গে কথা কাটাকাটি থেকে বোঝা যায় স্মিথ সত্যিই রেগে গিয়ে কাজটি করেছেন৷
ছবি: Brian Snyder/REUTERSআলোচিত ঘটনার জন্ম দেয়ার কিছুক্ষণ পরই উইল স্মিথ জানতে পারেন তিনি সেরা অভিনেতার অস্কার জিতেছেন৷ ‘কিং রিচার্ড’ মুভিতে টেনিসের কিংবদন্তি দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান স্মিথ৷
ছবি: Robyn Beck/AFP/Getty Images‘দ্য আইস অফ ট্যামি ফেই’ মুভিতে মার্কিন এভানগেলিস্ট, সংগীত শিল্পী, লেখক, টক শো উপস্থাপক ও টেলিভিশন পারসোনালিটি ট্যামি ফেই বেকার মেসনারের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন৷
ছবি: Brian Snyder/REUTERSআফ্রো-ল্যাটিনা আরিয়ানা ডেবোজ স্টিভেন স্পিলবার্গের রিমেক ‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য এই পুরস্কার জেতেন৷
ছবি: Neilson Barnard/Getty Imagesসায়েন্স ফিকশন মুভি ‘ডুন’ সিনেমাটোগ্রাফি ও এডিটিংসহ সবচেয়ে বেশি ছয়টি বিভাগে অস্কার জিতেছে৷ ছবিতে ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে অস্কার জয়ীদের দেখা যাচ্ছে৷
ছবি: Mike Coppola/Getty Imagesতিন মার্কিন অভিনেত্রী অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস এবার অস্কার উপস্থাপনা করেন৷ অ্যামি শুমার (মাঝে) একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও৷ তাই ঠাট্টা করে তিনি বলেন, ‘‘এ বছর উপস্থাপনার জন্য অস্কার তিন নারীকে দায়িত্ব দিয়েছে, কারণ একজন পুরুষকে দায়িত্ব দেয়ার চেয়ে এটা কম ব্যয়বহুল৷’’
এর আগে ক্রিস রক জানিয়েছিলেন ইউল তাকে মারলেও তিনি তার বিরুদ্ধে কোনো মামলা করবেন না। কোনোরকম আইনি পদক্ষেপ নেবেন না। তবে অ্যাকাডেমি পুরস্কার কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এদিনই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল। পুরস্কারের অনুষ্ঠানে তার পাশে ছিলেন তার স্ত্রী। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান পেশায় অভিনেত্রী উইল স্মিথের স্ত্রী জাডা। তার সমস্ত চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়েই রসিকতা করেছিলেন রক। তখনই উঠে গিয়ে তাকে চড় মারেন স্মিথ।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)