1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চাইলেন বিএনপির আলাল

১৪ ডিসেম্বর ২০২১

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তার অশালীন বক্তব্যের ক্ষমা চেয়েছেন এবং সে বক্তব্য তিনি প্রত্যাহার করেছেন৷

মোয়াজ্জেম হোসেন আলাল (ফাইল ছবি)ছবি: bdnews24.com

মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা জানান৷ বক্তব্যটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান৷ আলাল কিডনির জটিলতায় গুরুতর অসুস্থ৷ তিনি ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন শায়রুল কবীর খান৷

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এক নায়িকার সঙ্গে অশালীন কথা করে আলোচিত-সমালোচিত হন মুরাদ হাসান৷ এতে মুরাদ পদত্যাগ করতে বাধ্য হন৷  মুরাদের বক্তব্যকে কেন্দ্র করে  মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়৷ ভাইরাল হওয়া বক্তব্যে আলাল শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলেছেন যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে৷ আলালের ওই বক্তব্য নিয়ে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘মুরাদ যা বলেছেন, তার চেয়ে ঘৃণ্য ও জঘন্য ভাষায় কথা বলেছেন আলাল৷ তবু বিএনপি তাকে সমর্থন করেছে৷ এটাই আওয়ামী লীগের সঙ্গে তাদের (বিএনপির) পার্থক্য৷'

এর প্রেক্ষিতে আজ আলাল তার বক্তব্যে জানালেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবনসংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি৷ আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে৷ সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে৷ তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে৷' 

তিনি বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি৷ তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই৷'

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তার ওই বক্তব্য প্রত্যাহার করে বলেন, ‘কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী৷'

এনএস/কেএম (দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ