1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চাইলেন মিশরের প্রধানমন্ত্রী, সাংবাদিকদের উপর হামলা

৩ ফেব্রুয়ারি ২০১১

বৃহস্পতিবারও মিশরে বিক্ষোভকারীদের সঙ্গে মুবারক-বিরোধীদের সংঘর্ষ চলছে৷ এদিকে হিংসার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী আহমেদ শফিক৷

হিংসাত্মক ঘটনার শিকার অনেকেইছবি: dapd

মিশরের নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিক কায়রোর কেন্দ্রস্থলে হিংসাত্মক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন৷ বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারই শান্তিপূর্ণ বিক্ষোভ বানচাল করতে হিংসায় মদত দিয়ে চলেছে৷ সামরিক বাহিনী মুবারকের সমর্থকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়ে৷

শুধু মুবারক-বিরোধী বিক্ষোভকারী নয় – উপস্থিত সাংবাদিকদের কাজে বাধা দিয়ে তাদের হুমকি ও ভয় দেখানোর ঘটনাও ঘটছে৷ বুধবার ও বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকরা তাদের উপর হামলার একাধিক ঘটনার কথা জানিয়েছেন৷ প্রেসিডেন্ট হোসনি মুবারকের অনুগামীরাই ভয় দেখানোর চেষ্টা করছে বলে সাংবাদিকদের দাবি৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই সব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ বিশ্বের অনেক দেশ সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে৷

মিশরের নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিকছবি: picture-alliance/dpa

দেশের বর্তমান অরাজকতা কাটাতে রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো সন্দেহ না থাকলেও এর খুঁটিনাটি বিষয় নিয়ে জটিলতা রয়েছে৷ প্রধানমন্ত্রী আহমেদ শফিক বলেছেন, এমনকি নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড সহ সব রাজনৈতিক শক্তির সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত তাঁর সরকার৷ গণতান্ত্রিক আন্দোলনের তরুণ প্রতিনিধিরা অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, মুবারক পদত্যাগ না করলে সরকারের সঙ্গে কোনোরকম সংলাপ সম্ভব নয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ