1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্ষমা' চেয়েছেন পোপ

২১ আগস্ট ২০১৮

শিশু যৌন নিপীড়নে পাদরিদের জড়িত থাকার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস৷ ক্যাথলিকদের উদ্দেশে সোমবার লেখা এক চিঠিতে এ ধরনের ঘটনা দমন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি৷

Papst Franziskus
ছবি: picture-alliance/dpa/S. Spaziani

‘‘ছোট্ট এ শিশুদের প্রতি আমরা কোনো যত্ন দেখাইনি৷ আমরা তাদের পরিত্যাগ করেছিলাম'', চিঠিতে এভাবেই আক্রান্ত শিশুদের প্রতি সমবেদনা প্রকাশ করেন পোপ৷

বিশ্বের ১২০ কোটি ক্যাথলিকের উদ্দেশে পোপ ফ্রান্সিসের লেখা এটিই ছিল প্রথম চিঠি৷ চলতি সপ্তাহের শেষে আয়ারল্যান্ড সফর করার আগে ক্যাথলিকদের উদ্দেশে তিন পৃষ্ঠার চিঠিটি লেখেন তিনি৷

পোপ লিখেছেন, ‘‘অত্যন্ত লজ্জা ও পরিতাপের বিষয় যে পাদরি হিসাবে আমাদের যে অবস্থানে থাকার কথা ছিল, আমরা সে অবস্থানে নেই৷ আমরা এ ঘটনার ভয়বহতা অনুধাবন করতে পারিনি এবং এ বিষয়ে সময়মতো কোনো পদক্ষেপও নিইনি৷''

শিশুদের যৌন নিপীড়ন কলঙ্ক

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চিলি ও আয়ারল্যান্ডে পাদরিদের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পেয়েছে৷ পাদরিদের বিরুদ্ধে প্রমাণিত হওয়া এ ধরনের অভিযোগ মূলত চার্চ প্রধানদের প্রতি মানুষের আস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে৷ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের গ্র্যান্ড জুরির এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির বিভিন্ন চার্চে পাদরিদের দ্বারা প্রায় এক হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে৷

শিশু যৌন নিপীড়নের মামলায় বিপাকে যাজক

00:34

This browser does not support the video element.

গত ৭০ বছর ধরে সংঘটিত এ ধরনের ঘটনায় প্রায় তিনশ' পাদরিকে অভিযুক্ত করা হয়েছে৷ তদন্ত প্রতিবেদনটির প্রকাশ ঠেকানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাদরিরা৷ প্রতিবেদনটি প্রকাশের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পোপ ফ্রান্সিস বলেন, প্রতিবেদন অনুয়ায়ী এ ঘটনাগুলোর বেশিরভাগই অনেক আগে ঘটেছে৷ এতে প্রমাণিত হয় যে, দীর্ঘদিন ধরে এ বিষয়গুলোকে অবহেলা করা হচ্ছিল৷

গির্জার দায়িত্বে থাকা পাদরিরা নিপীড়নের শিকার এসব শিশুকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন পোপ ফ্রান্সিস৷

সহযোগিতার আহ্বান

ক্যাথলিকদের উদ্দেশে লেখা চিঠিতে পোপ ফ্রান্সিস এ ধরনের অপকর্ম  ঠেকাতে সবার সহযোগিতা চান৷ শিশু নিপীড়নের ঘটনা ভবিষ্যতেআর ধামাচাপা পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি৷

তবে পাদরিদের মধ্যে যারা শিশু নির্যাতন বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা নেননি, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট কিছু বলেননি পোপ৷

এদিকে নিপীড়নের শিকার শিশুদের পরিবারগুলো পোপের এ চিঠি নিয়ে হতাশা প্রকাশ করেছে৷ নিপীড়ক পাদরিদের জবাবদিহির আওতায় আনতে পোপের আরো জোরালো পদক্ষেপ প্রত্যাশা করেছেন তাঁরা৷

আরআর/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ