1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষুদে বিজ্ঞানী খুঁজছে গুগল

১২ জানুয়ারি ২০১১

সারাবিশ্ব থেকে ক্ষুদে বিজ্ঞানী খুঁজে ফিরছে গুগল৷ প্রথমবারের মতো তারা শুরু করলো ১৩ থেকে ১৮ বছর বয়সিদের জন্য আন্তর্জাতিক বিজ্ঞান মেলা৷ বিজয়ীদের জন্য থাকছে গালাপাগোস দ্বীপপুঞ্জ ঘোরার সুযোগ৷ সাথে ৫০ হাজার ডলার বৃত্তি৷

Google, sign, inside, Google, headquarters, Mountain, View, software, package, Web, traffic, Internet, search, computer, ক্ষুদে, বিজ্ঞানী, খুঁজছে, গুগল, আন্তর্জাতিক, বিজ্ঞান, মেলা
গুগলের লোগোছবি: AP

ইন্টারনেটে তথ্য খোঁজার ক্ষেত্রে জনপ্রিয়তায় বেশ এগিয়ে গুগল৷ এবার এই সার্চ ইঞ্জিন ঘোষণা দিল, ‘‘তারা খুঁজছে এমন প্রতিভাবান তরুণকে যারা বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে মজার এবং সৃষ্টিশীল প্রকল্প উপহার দিতে পারে৷'' ছাত্র-ছাত্রীরা এককভাবে আবার দুই থেকে তিন জন মিলে একটি গ্রুপ করে তৈরি করতে পারে এমন প্রকল্প৷ নতুন উদ্ভাবিত প্রকল্পের ধারণাপত্র জমা দিতে হবে ৪ এপ্রিলের মধ্যে৷ এজন্য ক্ষুদে অংশগ্রহণকারীদের দুই মিনিটের একটি ভিডিও চিত্রে তুলে ধরতে হবে তাদের কাজের ধরণ৷ অথবা ২০টি স্থির ছবি দিয়ে এমন স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে হবে যা থেকে প্রকল্পের পূর্ণ ধারণা পাওয়া যাবে৷

এই উদ্যোগের সবকিছুর জন্যেই যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে বেছে নেওয়া হয়েছে৷ তাই অন্য কোন ভাষার কাগজপত্রগুলো প্রয়োজনে ‘গুগল অনুবাদ' সাইট ব্যবহার করে ইংরেজি ভাষায় রূপান্তরিত করে নেওয়া যাবে৷ গুগল জানিয়েছে, তাদের কাছে জমা পড়া সবকিছুই মূল্যায়ন করবে শিক্ষকদের নিয়ে গঠিত একটি বিচারক প্যানেল৷ আগামী মে মাসে ৬০ জন সেমিফাইনালিস্টের তালিকা প্রকাশ করবে গুগল৷

শুধু তা-ই নয়, এসব বাছাই করা ক্ষুদে বিজ্ঞানীর কাজ অনলাইনে ছেড়ে দেওয়া হবে সাধারণ দর্শকদের ভোটের জন্য৷ মে মাসের শেষে ১৫ জন ফাইনালিস্টের তালিকা প্রকাশ করা হবে৷ আর এই ১৫ জন সৌভাগ্যবান প্রতিযোগী উড়ে যাবে ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তরে৷ সেখানে অনুষ্ঠিত হবে সেরা ১৫ টি প্রকল্প নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান মেলা বা প্রদর্শনী৷

সকল প্রতিযোগীকে তিনটি গ্রুপে ভাগ করে প্রত্যেক গ্রুপ থেকে একজন সেরা বিজ্ঞানী মনোনীত করা হবে৷ গ্রুপ ভাগ করা হবে বয়সের উপর ভিত্তি করে৷ ১৩ থেকে ১৪ বছরের একটি গ্রুপ৷ ১৫ থেকে ১৬ বছরের প্রতিযোগীদের জন্য একটি গ্রুপ৷ আর সবচেয়ে বড়দের গ্রুপে থাকবে ১৭ থেকে ১৮ বছর বয়সের ছেলে-মেয়েরা৷

ফাইনালিস্টদের প্রত্যেকে পাবে ২৫ হাজার ডলার বৃত্তি৷ সেরা বিজ্ঞানীর জন্য থাকছে ৫০ হাজার ডলার বৃত্তি৷ একইসাথে অভিভাবক কিংবা শিক্ষককে সাথে নিয়ে গালাপাগোস দ্বীপপুঞ্জে দশ দিনের ভ্রমণ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ