1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা

৭ মে ২০১২

কিছুদিন আগে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে নিজেকে ‘এলিট’দের কাতারে নিয়ে গেছে ভারত৷ এবার সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ব্যুহ তৈরি করে সামরিক সামর্থ্যে আরও একধাপ উপরে উঠলো তারা৷

A rocket is launched from the Israeli anti-missile system known as Iron Dome in order to intercept a rocket fired by Palestinian militants from the Gaza Strip in Ashdod, Israel, Sunday, March 11, 2012. Palestinian witnesses say a militant and a 12-year-old boy have been killed in Israeli airstrikes in the Gaza Strip. The Israeli military confirmed one airstrike early Sunday and had no immediate comment on the report of a second. Israeli police say three rockets fired from Gaza landed in southern Israel overnight and Sunday. No injuries were reported. The deadliest clashes between the two sides in over a year have entered their third day showing no signs of subsiding. (AP Photo/Ariel Schalit)
Israelischer Luftangriff in Gazaছবি: AP

গত ১৯শে এপ্রিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছিলো ভারত৷ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ৫০০০ কিলোমিটার পর্যন্ত৷ এবার সেই ধরণের ক্ষেপণাস্ত্র যাতে আর নিজেদের দেশে আঘাত হানতে না পারে তার জন্যও আদাজল খেয়ে লেগেছেন ইন্ডিয়ান সামরিক বিজ্ঞানীরা৷ এবং তাতে সফলতাও এসেছে৷ উল্লেখ্য, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র কিছুদিন পর পাকিস্তানও মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়৷ তবে দুই দেশের সামরিক সামর্থ্যে স্পষ্টতই ভারত এগিয়ে৷

আর তাতে নতুন সংযোজন এবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ৷ ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) রোববার এই তথ্য জানিয়েছে৷ বার্তা সংস্থা পিটিআই জানায়, ডিআরডিও ইতিমধ্যে সফলভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে যাতে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়৷ আগামী ২০১৬ সালের মধ্যে পাঁচ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকানোর লক্ষ্যমাত্রা রয়েছে ডিআরডিও-র৷ সংস্থাটির প্রধান ভিকে সারাসোয়াত পিটিআইকে জানিয়েছেন, আপাতত সুবিধামত দেশের দুটি জায়গায় এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বুহ্য স্থাপন করা যাবে৷ তবে কোন জায়গাতে, সেটা প্রকাশ করেন নি তিনি৷

ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ছবি: Reuters

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ পরীক্ষায় পৃথ্বী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে৷ এই নিয়ে ভিকে সারাসোয়াত আরও বলেন, ‘‘আমরা ছয়বার পরীক্ষা চালিয়েছি, এবং দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছি৷ বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় স্তরেই টার্গেট ধ্বংস করতে সক্ষম হয়েছে আমাদের ক্ষেপণাস্ত্র৷'' তিনি আরও জানান, এখন তাদের লক্ষ্য আগামী চার বছরের মধ্যে পাঁচ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা৷ তবে তার আগে এমন জাহাজ তৈরি করতে হবে যেখান থেকে টার্গেট করা ক্ষেপণাস্ত্র বহন এবং ছোঁড়া যাবে৷ এছাড়া শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে ভূমির ৮০ থেকে দেড়শ কিলোমিটার ওপরে থাকতেই অকেজো কিংবা ধ্বংস করে ফেলার প্রযুক্তি তৈরিরও চেষ্টা করছে ইন্ডিয়ান মিলিটারি৷

ভিকে সারাসোয়াত দাবি করেন, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ মার্কিন প্যাট্রিয়ট থ্রি-র সমকক্ষ৷ উল্লেখ্য, মার্কিন বাহিনী ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধের সময় সাদ্দামের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এই প্যাট্রিয়ট-থ্রি ব্যবহার করেছিলো৷ এখন ভারতও সেই সামর্থ্য অর্জনে সক্ষম হলো৷ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত বিশ্বের অনেক দেশকেই পেছনে ফেলে দিয়েছিলো৷ আর এখন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিশ্বের অনেক বড় দেশকেও পেছনে ফেলে দিলো৷ ভারত ছাড়া এখন বিশ্বের আর মাত্র তিনটি দেশের এই ফৌজি সামর্থ্য রয়েছে৷ তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল৷ উল্লেখ্য, বিগত ২০০৬ সালে প্রথমবারের মত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহের পরীক্ষা চালিয়েছিলো ভারত৷ তবে এবার পার্থক্য হলো, খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যুহ অন্তত দুটি শহরে স্থাপনের সক্ষমতা অর্জন করলো তারা৷

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টনের সফরের ঠিক আগমুহূর্তেই এই খবর প্রচার করলো ভারতের কর্তৃপক্ষ৷ ক্লিন্টনের এই সফরে দুই দেশের মধ্যে পরমাণু সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৷ এছাড়া ইরান নিয়েও দুই পক্ষের মধ্যে কথা হবে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (পিটিআই)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ