1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণহানি এড়াতে পারে ভূমিধসের নিখুঁত পূর্বাভাস

৯ নভেম্বর ২০২০

আল্পস পর্বতের একটি অংশ থেকে বড় ধস নামলে নীচের জনপদে ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর মাত্রা মারাত্মক হতে পারে৷ একদল বিজ্ঞানী এমন বিপর্যয়ের নিখুঁত পূর্বাভাস সম্ভব করার চেষ্টা চালাচ্ছেন৷ সেন্সর ও নানা পরিমাপ যন্ত্র তাদের হাতিয়ার৷

ছবি: BR

পাহাড়ের চূড়ার কিছু অংশ অদূর ভবিষ্যতেই উপত্যকায় আছড়ে পড়তে চলেছে৷ মিউনিখের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই বিপর্যয়ের নির্দিষ্ট দিনক্ষণ জানার চেষ্টা করছেন৷ সেটা সম্ভব হলে উপত্যকার মানুষকে ঠিক সময়ে সতর্ক করা যাবে৷ ভূমিধস বিশেষজ্ঞ মিশায়েল ক্রাউটব্লাটার বলেন, ‘‘এই পাহাড় সত্যি বেশ জোরালোভাবে নড়াচড়া করছে৷ অদূর ভবিষ্যতেই আমরা ধসের আশঙ্কা করছি৷ এমন পূর্বাভাস কতটা নিখুঁত হতে পারে, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে আমরা তা জানতে চাই৷ আমরা কি তিন দিন আগে তা বলতে পারবো? এখানে বাতাসের গতি অনেক৷ জায়গাটিও বেশ দুর্গম৷ গোটা পরিস্থিতি বেশ বিপজ্জনক৷’’

চূড়ার দক্ষিণের প্রাচীরের একটা বড় অংশ ভেঙে প্রায় এক হাজার মিটার নীচে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে৷ নতুন ফাটল দেখা যাচ্ছে, যার মধ্যে কয়েকটি একশো মিটারের বেশি বড়৷ একটি ফাটল এত বড় যে মাঝারি মাপের একটা ট্রাক তাতে ঢুকে যেতে পারে৷ প্রতি দিন শূন্য দশমিক চার মিলিমিটার গতিতে সেটি বড় হচ্ছে৷ শুনতে কম মনে হলেও কোনো পাহাড়ের জন্য এই গতি অত্যন্ত বেশি৷

মিশায়েল ক্রাউটব্লাটার ও তাঁর সহকর্মীরা সেখানে আগেই বেশ কয়েকটি পরিমাপ যন্ত্র বসিয়েছিলেন৷ কিন্তু সেগুলি বিকল হয়ে পড়েছে৷ ভালো আবহাওয়ার সুযোগ নিয়ে তাঁরা সেখানে গিয়ে যন্ত্রগুলি মেরামত করতে চান৷ ক্রাউটব্লাটার বলেন, ‘‘ছোট হলেও এই মুহূর্তে এটিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাটল৷ ২০১৪ সালে এখানে ফাটল ধরতে শুরু করে৷ আমার অবস্থান থেকে নীচে ১৫ মিটার চোখে দেখা যাচ্ছে৷ প্রাচীর থেকে দেখলে সেটি ১০০ মিটার গভীর৷ আমরা এমন সব সেন্সর বসিয়েছি, যেগুলি এক মিলিমিটারের একশো ভাগ ফাটল ধরলেও টের পায়৷ কিন্তু হুবহু সেখানেই বাজ পড়ে সেন্সর নষ্ট করে দিয়েছে৷ অন্য একটি সেন্সরও কাজ করছে না৷ আমাদের দেখতে হবে, সেগুলি কীভাবে আবার চালু করা যায়৷’’

পাহাড়ের অন্য দিকেও মিশায়েল ক্রাউটব্লাটারকে নতুন করে পরিমাপের যন্ত্র বসাতে হবে৷ দূরত্ব মাপার এই যন্ত্রগুলি ফাটলে বসালে সেগুলি অতি সূক্ষ্ম পরিবর্তনও শনাক্ত করে বেতার সংকেত পাঠাতে পারে৷ এবার বড় ফাটলেও একই কাজ করার পালা৷ একটি ফাটল এত বেশি ও দ্রুত বড় হচ্ছে, যে তার উপরের প্রান্তটি পেছনদিকে পড়ে গিয়ে পরিমাপের ডাণ্ডা বেঁকিয়ে দিয়েছে৷ তাই ভূতত্ত্ববিদদের সেখানে প্রবেশ করে নতুন করে যন্ত্র ঝোলাতে হবে৷

চিড় ও ফাটল একইসঙ্গে খুলে গেলে আনুমানিক প্রায় দুই লাখ ষাট হাজার ঘন মিটার পরিমাণ পাথর উপত্যকায় আছড়ে পড়বে৷ ভূমিধস বিশেষজ্ঞ হিসেবে মিশায়েল ক্রাউটব্লাটার বলেন, ‘‘সেটা হবে বিশাল এক পরিমাণ৷ এক কিউবিক মিটার মাপের পাথরই রাজপথে যান চলাচল থামিয়ে দেয়৷ এমনটাই বেশি দেখা যায়৷ এখানকার পাথর তার দুই লাখ ষাট হাজার গুণ বড়৷ সেটি পড়লে বেশ কয়েক ঘণ্টা ধরে ধুলার মেঘ সৃষ্টি হবে, চারিদকে ধুলার আস্তরণ পড়বে৷ অনেক সময় ধরে ভাঙার কারণে তীব্র শব্দও শোনা যাবে৷ হয়তো গোটা হর্নবাখ উপত্যকা জুড়ে ধুলার ঝড় ছেয়ে যাবে৷ সেটা হবে বিশাল মাপের এক ঘটনা৷’’

সুইজারল্যান্ডের পিস সেংগালো পাহাড়েও এমন ঘটনাই ঘটেছিল৷

ইয়ান ক্যার্কহফ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ