1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়লাকে টপকে গেল নবায়নযোগ্য জ্বালানি

২৮ জুলাই ২০১৯

চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানিতে প্রথমবারের মতো কয়লা ও আণবিক শক্তির চেয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷ এই সময়ে সূর্যের আলো ও বাতাস বেশি থাকায় এটি সম্ভব হয়েছে৷

Deutschland Proteste gegen Braunkohle am Kraftwerk Lippendorf
ছবি: imago/T. Wagner

এছাড়া কার্বন ডাই-অক্সাইডের দাম বেড়ে যাওয়ায় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে৷

ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর সোলার এনার্জি সিস্টেমস জানিয়েছে, প্রথম ছয় মাসে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে ৪৭.৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷ আর কয়লা ও আণবিক শক্তি দিয়ে হয়েছে ৪৩.৪ শতাংশ৷

এছাড়া গ্যাস দিয়ে ৯.৩ শতাংশ এবং তেলসহ অন্যান্য উৎস থেকে ০.৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে৷

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সূর্যালোক ও বাতাস  ছাড়াও আছে পানি ও বায়োমাস৷

আগোরা এনার্গিভেন্ডের ফাবিয়ান হাইন বলছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে বাতাস বেশি থাকায় বায়ুবিদ্যুৎ উৎপাদন বেড়েছে৷ ২০১৮ সালের প্রথম ছয় মাসের তুলনায় এবার প্রায় ২০ শতাংশ বায়ুবিদ্যুৎ বেশি উৎপাদিত হয়েছে৷

এছাড়া সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ছয় শতাংশ৷ আর প্রাকৃতিক গ্যাস দিয়ে উৎপাদন বেড়েছে দশ শতাংশ৷

এই সময়ে আণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের  পরিমাণ একই ছিল৷ তবে কমেছে কয়লা থেকে উৎপাদন৷

বিশেষজ্ঞরা বলছেন, কার্বন ডাই-অক্সাইডের দাম বেড়ে যাওয়ায় কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে যে কার্বন ডাই-অক্সাইডের দাম পাঁচ ডলার ছিল, তার দাম গত জুনে ছিল ২৬ ডলারের বেশি৷

ইউরোপীয় পর্যায়ে কার্বন ডাই-অক্সাইডের দাম নির্ধারণ করা হয়৷

এলিসা মিবাখ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ