1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অচলাবস্থা কাটেনি

৫ সেপ্টেম্বর ২০১২

কয়লা ব্লক বণ্টন কেলেঙ্কারি ইস্যুতে আজ বুধবার নিয়ে ১১ দিন সংসদ অচল করে রাখে প্রধান বিরোধী দল বিজেপি৷ দাবি প্রধানমন্ত্রীর ইস্তফা৷

ছবি: Reuters

কিন্তু অন্য বিরোধী দলগুলি লাগাতার সংসদ অচল করে রাখায় আপত্তি জানালে বিজেপি সুর কিছুটা নরম করেছে৷ এখন বণ্টিত কয়লা ব্লক বাতিল করে নিরপেক্ষ তদন্তের শর্তে তারা আলোচনায় রাজি৷

কয়লা ব্লক বণ্টন সংক্রান্ত অডিটর জেনারেল অর্থাৎ সিএজি রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ইস্তফার দাবিতে আজ বুধবার নিয়ে ১১ দিন সংসদ অচল করে রেখেছে বিজেপি৷ সিএজি রিপোর্টে কয়লা ব্লক বণ্টনে সরকারের এক লক্ষ ৮৬ হাজার কোটি টাকা লোকসানের কথা বলা হয়৷ এই ইস্যুতে লাগাতার সংসদ অচল করে রাখাতে অন্যান্য দলগুলি আপত্তি জানিয়েছে৷

সিপিআই সাংসদ গুরুদাস দাসগুপ্ত মনে করেন, দু'চার দিনের জন্য সংসদের কাজ চলতে না দেয়াটা ঠিক আছে৷ কিন্তু সংসদের পুরো অধিবেশন অচল করে রাখাটা কাজের কথা নয়৷ একক পার্টি হিসেবে বিজেপি একতরফাভাবে যে কাজ করছে তা ঠিক নয়৷ অন্যান্য দলগুলির আপত্তিতে বিজেপি ক্রমশই নিজেকে বিচ্ছিন্ন মনে করছে৷ তাই কৌশলগত অবস্থান পাল্টে বিজেপি প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি আপাতত মুলতুবি রেখে আলোচনার জন্য এখন দুটি শর্ত রেখেছে৷

শর্ত দুটি খোলসা করেন বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ৷ সরকারকে ১৪২টি কয়লা ব্লক বণ্টন রদ করতে হবে এবং এই দুর্নীতি নিয়ে নিরপেক্ষ তদন্ত করাতে হবে৷ সরকার যদি তাদের এই দুটি শর্ত মানে তাহলে বিজেপি আলোচনার জন্য প্রস্তুত৷

বিরোধী পক্ষের দাবি মেনে বর্তমান কয়লামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, যেসব সংস্থাকে কয়লা ব্লক দেয়া হয়েছে তারা যদি এখনও খনন শুরু করে না থাকে তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে৷ আর নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যেই নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ এগারোটি শহরে হানা দিয়ে পাঁচটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ বিজেপি চাইছে বিচারবিভাগীয় তদন্ত৷ কেননা সিবিআই তদন্তের ওপর তাদের আস্থা নেই৷

মোটকথা সংসদের অচলাবস্থা কাটাতে বিজেপির দেয়া শর্ত সরকারের পক্ষে মানা সম্ভব কিনা তা এখনও পরিষ্কার হয়নি৷ তাই পুরো বাদল অধিবেশনটাই বরবাদ হবার সম্ভাবনা অর্থাৎ করদাতাদের ১০ কোটি টাকা জলে গেল সংসদে কোন কাজ না হওয়ায়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ