1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়েকদিনের মধ্যে ইসি গঠন, তারপরেই প্রস্তুতি: ড. ইউনূস

১৭ নভেম্বর ২০২৪

আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং তারপরেই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টাছবি: PID

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা৷ ভাষণে তিনি ১০০ দিনে সরকারের নেয়া নানা উদ্যোগের পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন৷

নির্বাচন কমিশন ও সংস্কার

নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব কমিশনই দেখভাল করবে বলে জানিয়েছেন ড. ইউনূস৷ কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয় নিয়ে কাজ করবে৷ প্রবাসী বাংলাদেশিরা যাতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুহাম্মদ ইউনূস৷

প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে রয়েছে নির্বাচন সংস্কার ও সংবিধান সংস্কার কমিশন৷

বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা তুলে ধরেন ড. ইউনূস৷ পাশাপাশি জনগণকেও এসব বিষয়ে মতামত দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা মনে করি না যে, একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ৷ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার৷ আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন৷ যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে৷ বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের অগ্রগতি দেখছেন৷ কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে৷ আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন৷''

এই কমিশনগুলো তাদের সুপারিশ ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সরকারের কাছে পেশ করবে৷ ড. ইউনূস জানিয়েছেন, তাদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনায় বসবে৷ সবার ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে৷

তবে সংস্কার চূড়ান্ত করার জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা হতে পারে, এমন আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা৷ এ বিষয়ে ধৈর্য্য ধরার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলগুলো এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সে কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন৷ এই সুপারিশমালার কোন অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে৷ সমান্তরালভাবে ভোটার তালিকা হাল নাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে৷

মতৈক্যে পৌঁছালেই নির্বাচন: ড. ইউনূস

01:39

This browser does not support the video element.

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত নই, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো৷ তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো৷ তত দিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব৷ আমরা চাইব, যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি, যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে৷ এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে৷ এ জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি৷ নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন৷''

ভাষণে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মুহাম্মদ ইউনূস৷

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব আহত শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে৷ প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দেওয়ার কথাও জানান তিনি৷

যারা বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে৷

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ যাতে হত্যা, গুমের মতো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে জন্য অন্তর্বর্তী সরকারের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করার কথাও উল্লেখ করেন তিনি৷ মুহাম্মদ ইউনূস জানান, গুম তদন্তে তার সরকারের করা কমিশনে অক্টোবর পর্যন্ত এক হাজার ৬০০ গুমের তথ্য জমা হয়েছে৷ কাজ শেষ হলে এই সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যাবে বলেও মনে করেন তিনি৷

এডিকে/আরআর

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ