1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়েকশ' রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী

১৮ অক্টোবর ২০১৭

রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতারণের জন্যই মিয়ানমারের সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ ঘটাচ্ছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের৷ তারা বলছে, সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালিয়েছে৷

ছবি: Reuters/Z. Bensemra

বুধবার, রোহিঙ্গা সঙ্কট নিয়ে অ্যামনেস্টি এক প্রতিবেদন প্রকাশ করে৷ এতে বলা হয় মিয়ানমারের সেনাবাহিনী কয়েকশ' রোহিঙ্গাকে হত্যা করেছে৷ মিয়ানমারের রাখাইন রাজ্যে খুন, বলপূর্বক নির্বাসন, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে এতে৷ অ্যামনেস্টি বলছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বিধি অনুযায়ী, এর সবই মানবতাবিরোধী অপরাধ৷ ‘জাতিগত নিধন' অভিযানের অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন করে তাদের মনে ত্রাস সৃষ্টি করছে বলে জানিয়েছে সংস্থাটি৷

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২০ জন রোহিঙ্গা, ৩০ জন চিকিৎসা পেশাজীবী, ত্রাণকর্মী ও সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে অ্যামনেস্টি বলছে, রাখাইনে নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা অনুযায়ী অভিযান চালাচ্ছে, যার প্রমাণ তাদের কাছে আছে৷ রোহিঙ্গারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী শত শত রোহিঙ্গা হত্যা করেছে৷ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে৷ ঘর বাড়িতে আগুন দেয়ায় বৃদ্ধ ও অসুস্থরা পালাতে ব্যর্থ হওয়ায় তখন তাদের হত্যা করা হয়েছে৷ বেশ কিছু গ্রামে নারী ও কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছে বলেও জানিয়েছে তারা৷

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা যে পোশাকের বর্ণণা দিয়েছে, তা মিয়ানমারের পশ্চিমাঞ্চলের সেনা কমান্ডের ইউনিফর্ম এর সাথে পুরোপুরি মিলে যায়৷ তারা জানান, নীল ইউনিফর্ম পরা ব্যক্তিরা নৃশংসভাবে একের পর এক হামলা চালিয়েছে তাদের উপর৷

গত ২৫শে আগস্ট থেকে এ পর্যন্ত ৫ লাখ ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে৷ রোহিঙ্গা মুসলমানদের ওপর ক্রমাগত এই হামলা ভয়াবহ এক মানবিক সংকটে রূপ নিয়েছে৷

অ্যামনেস্টির সংকটবিষয়ক গবেষক ম্যাথু ওয়েলস যিনি বেশ কয়েক সপ্তাহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাটিয়েছেন, জানালেন, ‘‘মানবাধিকার নিয়ে কাজ করে এমন একটি শিগগিরই আরেকটি প্রতিবেদন দেবে যেখানে অপরাধ করেছে এমন কয়েকজন ব্যক্তি  ও কমান্ডারদের অপরাধের তথ্য থাকবে৷''

তিনি বলেন, ‘‘শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে৷ চিকিৎসকরা তাদের রিপোর্টে জানিয়েছে, প্রত্যেককে পেছন থেকে গুলি করা হয়েছে৷''

ম্যাথু ওয়েলস আরও জানান, ‘‘মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে৷ মুসলমানদের নিশ্চিহ্ন করার এই প্রক্রিয়া একেবারে পরিকল্পিত বলে মনে হয়েছে৷ অন্তত স্যাটেলাইটের ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সেটাই বলে৷ অথচ বৌদ্ধদের মাত্র একটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে৷''

অ্যামনেস্টি বলছে, যৌন নির্যাতনের শিকার সাতজন রোহিঙ্গা নারীর সাথে কথা বলেছে তারা৷ তাদের মধ্যে চারজন মহিলা এবং ১৫-বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে৷

হত্যা নির্যাতনের বাইরে রয়েছে নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ৷ আটকের পর কারাগারগুলোতে রোহিঙ্গারা নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন এমন খবরও জানা গেছে৷ আটক অবস্থায় অন্তত ছয় বন্দি নিহত হবার খবর মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমই স্বীকার করেছে৷ এই সংকটের প্রকৃত চিত্র উদঘাটনের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে৷ 

এএম/এসিবি(এপি, এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ