1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়েক বছর পর ফিরলো কাইজারসলাউটার্ন

২০ আগস্ট ২০১০

বেশ কয়েক বছর বুন্ডেসলিগা থেকে বাইরে থাকার পর এই বছর আবারও ফিরে এসেছে এফসি কাইজারসলাউটার্ন৷ বিগত শতকের নব্বই দশকের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল এই দলটি৷

FC Kaiserslautern

কিন্তু পরে তা আর ধরে রাখতে পারেনি লাল সাদা জার্সিরা৷ উল্লেখ্য, ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে ২ জুলাই৷ এই পর্যন্ত চারবার বুন্ডেসলিগার শিরোপা পেয়েছে এই ক্লাবটি৷ এর মধ্যে পঞ্চাশের দশকে এবং নব্বই দশকে - দু'বার করে তারা এই গৌরব অর্জন করে৷

যাই হোক এবারের বুন্ডেসলিগায় নতুন করে আবির্ভূত হওয়ার টার্গেট নিয়ে নামছেন দলের কোচ মার্কো কুর্জ৷ গত মৌসুমে বুন্ডেসলিগার দ্বিতীয় বিভাগের দলের সাফল্যের পেছনে সমর্থকদের প্রাণঢালা সমর্থন ছিল৷ সেই কথা ভুলে যাননি কোচ৷ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সমর্থকদের সঙ্গে গড়া এই বন্ধন তারা অটুট রাখতে চান৷ এবং সেজন্য যে তাদের বেশ কয়েকটি ম্যাচে জয় পেতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না৷ তবে প্রস্তুতিটা খুব একটা খারাপ হয়নি৷ প্রীতি ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলকে এক গোলে হারিয়েছে কাইজারসলাউটার্ন৷ এছাড়া, দলের শক্তি বাড়াতে ইটালির ক্লাব নাপোলি থেকে এরউইন হফারকেও নিয়ে এসেছে তারা৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - টবিয়াস জিপেল, রক্ষণভাগ - আলেক্সান্ডার বুগেরা, রডনাই, মার্টিন আমেডিক, লিওন জেসেন, মধ্যমাঠ - ইভো ইলিসেভিচ, ইয়ান মোরাফেক, ক্রিস্টিয়ান টিফার্ট, চাদি আমরি, আক্রমণভাগ - এরউইন হফার, ইলিয়ান মিকান্সকি৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-১-২

কোচ : মার্কো কুর্জ

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ