1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কয়েক মাসেই রাশিয়ার তেল-গ্যাস বন্ধ করবে জার্মানি

২ মে ২০২২

গরমকাল শেষ হওয়ার আগেই রাশিয়ার তেল ও গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসবে জার্মানি। দাবি জার্মান অর্থ ও পরিবেশমন্ত্রীর।

কয়েক মাসের মধ্যেই তেল ও গ্যাস নিয়ে রাশিয়ার উপর থেকে নির্ভরতা কাটাতে পারবে জার্মানি।
কয়েক মাসের মধ্যেই তেল ও গ্যাস নিয়ে রাশিয়ার উপর থেকে নির্ভরতা কাটাতে পারবে জার্মানি। ছবি: Abdulhamid Hosbas/AA/picture alliance

জার্মানির অর্থ ও পরিবেশমন্ত্রী হাবেক রোববার জানিয়েছেন, তারা এই গরমকাল শেষ হওয়ার আগেই রাশিয়ার উপর থেকে তেল ও গ্যাস নিয়ে নির্ভরতা পুরোপুরি কাটিয়ে উঠবেন। এখনই তারা আগের তুলনায় অনেক কম তেল ও গ্যাস আমদানি করছেন।

মন্ত্রী টুইট করে বলেছেন, তাদের এই লক্ষ্য একেবারেই বাস্তবসম্মত। একটি বিবৃতিতে হাবেক বলেছেন, তারা ইতিমধ্যেই তেল আমদানির পরিমাণ ১২ শতাংশ, কয়লা আট শতাংশ ও প্রাকৃতিক গ্যাস আমদানির হার ৩৫ শতাংশ কম করেছেন।

হাবেকের দাবি, যৌথ প্রয়াসের ফলে এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। যে পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে রাশিয়ার তেল ও গ্যাসের উপর জার্মানি আর নির্ভরশীল থাকবে না। তার মতে এই পদক্ষেপ নেয়া জরুরি ছিল, কারণ, জার্মানি আর তেল ও গ্যাস নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেলের শিকার হতে চায় না।

জার্মানির অর্থ ও পরিবেশমন্ত্রী হাবেক। ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

তবে জার্মানির সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, এভাবে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধ করে দিলে মুদ্রাস্ফীতি বাড়বে। তার প্রভাব শিল্পক্ষেত্রে পড়বে।

এই সপ্তাহে ইইউ সিদ্ধান্ত নিয়েছে, তারা অগাস্টের পর রাশিয়া থেকে কয়লা আমদানি করবে না। তারা রাশিয়া থেকে তেল কেনা নিয়েও নিষেধাজ্ঞা জারি করতে পারে। বর্তমানে ইইউ রাশিয়ার কাছ থেকে প্রতিদিন ৮৫০ মিলিয়ান ডলারের তেল ও গ্যাস কেনে।

জিএইচ/এসজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ