1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে’

১৪ জুন ২০১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে কয়েক হাজার রোহিঙ্গা এখন বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায়৷ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়া এলাকায় অবস্থানরত সাংবাদিক গফুর মিয়া চৌধুরী জানিয়েছেন এ তথ্য৷

ছবি: AP

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বুধবার রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের বাংলাদেশে প্রবেশে অনুমতি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷ মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিমদের সংঘর্ষের প্রেক্ষিতে রোহিঙ্গারা গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে৷ কিন্তু বাংলাদেশ সরকার, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার জানিয়েছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না৷ উখিয়ায় অবস্থানরত সাংবাদিক গফুর মিয়া চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি কোনো ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তাদের সতর্ক অবস্থান এবং টহল জোরদার করেছে৷''

গফুর মিয়া চৌধুরী বলেন, ‘‘সীমান্ত রক্ষী বাহিনীর কড়া অবস্থানের কারণে এই মুহূর্তে কোনো ভাবেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না রোহিঙ্গারা৷''

রোহিঙ্গা পরিবারছবি: DW

বলাবাহুল্য, হিউম্যান রাইটস ওয়াচ বুধবার জানিয়েছে, গত তিনদিনে বাংলাদেশি কর্তৃপক্ষ অন্তত ৫০০ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে৷ নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল তারা৷ সাংবাদিক গফুর মিয়া চৌধুরী এই বিষয়ে বলেন, ‘‘কয়েক হাজার রোহিঙ্গা এখন বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে৷ কিন্তু সীমান্তে কড়াকড়ির কারণে তারা অনুপ্রবেশ করতে পারছে না৷''

তবে মিয়ানমারে সাম্প্রদায়িক সংঘাত শুরুর পরপরই কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে সক্ষম হয়, জানান গফুর৷ এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য বাংলাদেশে প্রবেশ করে৷ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা মৃত্যুবরণ করেছে৷ আহত কয়েকজন চিকিৎসাধীন রয়েছে সেখানে৷

উল্লেখ্য, মিয়ানমারের লক্ষাধিক রোহিঙ্গা দীর্ঘসময় ধরে বাংলাদেশে অবস্থান করছে৷ হিউম্যান রাইটস ওয়াচ'এর হিসেব অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ২৯,০০০৷ অন্যদিকে, অনিবন্ধিত অবস্থায় রয়েছে আরো দু'লাখ রোহিঙ্গা৷ বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে নাগরিকত্ববিহীন রোহিঙ্গা মুসলমানরা৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ