1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশস্পেন

খরা কাটাতে ব্যবহৃত পানির পুনর্ব্যবহার

৪ সেপ্টেম্বর ২০২৪

কাতালোনিয়ায় গত কয়েকমাস ধরে খরা চলছে৷ পানি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে হোটেলগুলো পানি পুনর্ব্যবহার এবং সমুদ্রের জল বিশুদ্ধকরণের মতো উদ্যোগ নিচ্ছে৷ তবে, বৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ৷

সাগরের জল লবণমুক্ত করার প্ল্যান্ট কাজ করে যাচ্ছে৷ তবে বেড়ে চলা খরার বিপরীতে বর্তমান এই প্রক্রিয়া কতদিন সংশ্লিষ্ট এলাকাকে সহায়তা করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে৷
পানি সংকট কাটানোর চেষ্টা করছে কাতালোনিয়া ছবি: JOSEP JORDAN/AFP/Getty Images

প্ল্যান্টের পানি কি পানের উপযুক্ত? স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের টরডেরা এলাকার একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের কর্মীরা সেটাই যাচাই করছেন৷

পানি সমস্যা কাটাতে অঞ্চলটির মানুষ সাগরের জল থেকে লবণ সরানোকে সমাধান ভাবছেন৷ পাশাপাশি নোনা জলে থাকা অন্যান্য উপাদানের পরিমানও যাচাই হচ্ছে৷

খরা থেকে বাঁচার নানা পথ খুঁজছে কাতালোনিয়া

04:54

This browser does not support the video element.

আইটিএএম টরডেরার ডেপুটি প্ল্যান্ট ম্যানেজার মিকেল পুমাওলা গার্সিয়া এই বিষয়ে বলেন, ‘‘উপাদানের মাত্রার উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন প্রক্রিয়াটির কিছু অংশ ঠিকভাবে কাজ করছে না৷ তখন ভুল মাত্রা দেখে পদক্ষেপ নিতে পারেন৷ অন্যভাবে বললে পরীক্ষাগারের কর্মীরা যন্ত্রচালকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তখন তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন৷''

এটি একটি কষ্টসাধ্য প্রক্রিয়া, কিন্তু প্রয়োজনীয়৷ প্ল্যান্টটির প্রক্রিয়াতে ব্যবহৃত অর্ধেকের বেশি নোনা জল আবার সাগরেই ফেলা হয়৷ আর বাকিটা আশেপাশের মানুষদেরকে সরবরাহ করা হয়৷ 

২০০২ সালে প্ল্যান্টটি চালুর পর থেকে এখানে কাজ করছেন মিকেল পুমাওলা গার্সিয়া৷ ইতোমধ্যে এটির ক্ষমতা দ্বিগুণ হয়েছে৷ তিনি বলেন, ‘‘এটি আসলে একটি পর্যটন এলাকা এবং একই সঙ্গে কৃষিপ্রধান অঞ্চল৷ আর নদী ধরে সামনে গেলে দেখবেন রাসায়নিক কারখানা রয়েছে, সেখানে পানি দরকার৷''

খরা কাটাতে চলতি দশকের শেষ নাগাদ পানি পরিশোধনাগারটির কর্মক্ষমতা তিনগুণ করতে চায় অঞ্চলের সরকার৷ তবে সাগরের জল নোনামুক্ত করা ব্যয়বহুল ব্যাপার৷ মিকেল পুমাওলা গার্সিয়া বলেন, ‘‘চ্যালেঞ্জটা হচ্ছে জ্বালানি খরচ কমিয়ে একই পরিমান বা বেশি পানি পরিষ্কার করা, যাতে প্ল্যান্টের সক্ষমতা বাড়ে৷ সর্বাধুনিক প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে৷ তবে বিষয়টি জটিল৷''

টরডেরা নদীর পানি অনেক শুকিয়ে গেছে৷ কাতালোনিয়াতে গত চার বছর ধরে বৃষ্টিপাত অনেক কম হচ্ছে বলে এই পরিস্থিতি৷ জলাধারের স্তরও গত কয়েকবছরে বেশ কমেছে৷ এখানকার বাসিন্দাদেরকে পানির ব্যবহার সীমিত করতে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে৷

কাতালান পররাষ্ট্রমন্ত্রী মেরিটেল সারেত বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সংকটের প্রভাব যে বিশ্বের অন্যান্য অংশের চেয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি তা এক বাস্তবতা৷ অতীতেও ভূমধ্যসাগরীয় অঞ্চলে খরা হয়েছে কিন্তু সেসবের ব্যাপ্তি এবং তাপমাত্রা বৃদ্ধির তীব্রতা অনেক বেড়ে গেছে৷ এই পরিবর্তন নজিরবিহীন৷'' 

জল সাশ্রয়ের সম্ভাব্য এক সমাধান দিচ্ছে সাম্বা হোটেল৷ ২৫ বছর আগে সংস্কারের সময় হোটেলটিতে আলাদা পাইপ বসানো হয়েছিল৷ যেমন, গোসলে ব্যবহৃত পানি আলাদা পাইপে নিয়ে তা টয়লেটে ব্যবহার করা হয়৷ বেসমেন্টে সেই পানি পরিশোধন করা হয়৷

হোটেল কর্তৃপক্ষের হিসেবে তারা এভাবে দেড় কোটি লিটার পানি সাশ্রয় করেছে এবং বেশ কিছু টাকাও সাশ্রয় করেছে৷  

সাম্বা হোটেলের সাসটেইনিবিলিটি ম্যানেজার লাওরা পেরেজ ফ্লোরেস বলেন, ‘‘আমি মনে করি, যেসব হোটেল ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, সেগুলো সংস্কারের সময় এই বিষয়টি বিবেচনা করতে পারে৷ আর নির্মাণাধীন নতুন সব হোটেলে এই ব্যবস্থা বসানো বাধ্যতামূলক করা উচিত৷'' 

পানি সাশ্রয়ের নানা পরীক্ষা-নিরীক্ষাও মনোযোগ আকর্ষণ করছে৷ জানলুইজি বুটলিয়ারি সাম্বা হোটেলে ব্যবহৃত গ্রে-ওয়াটার উদ্ভিদ এবং মাটির মাধ্যমে পরিষ্কার করার এক পদ্ধতি যাচাই করেছেন৷ তিনি এর প্রক্রিয়ায় এখন পুদিনার মতো খাওয়া যায় এমন উদ্ভিদ ব্যবহার করতে চাচ্ছেন৷    

কাতালান ইন্সটিটিউট ফর ওয়াটার রিসার্চের বিজ্ঞানী জানলুইজি বুটলিয়ারি বলেন, ‘‘আমরা বোঝার চেষ্টা করছি, এই উদ্ভিদ মানুষের খাবার হিসেবে নিরাপদ কিনা৷ আমরা এটা এখনো জানি না, জানতে আরো অনুসন্ধান করতে হবে৷ এটা ভবিষ্যতে গবেষণার একটি বিষয়৷ তবে যদি একইসঙ্গে পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা যায় আর সেই প্রক্রিয়ায় মানুষ খেতে পারবে এবং অন্য কাজে লাগবে এমন উদ্ভিদও চাষ করা যায় তাহলে খুব ভালো হবে৷''

সাগরের জল লবণমুক্ত করার প্ল্যান্ট কাজ করে যাচ্ছে৷ তবে বেড়ে চলা খরার বিপরীতে বর্তমান এই প্রক্রিয়া কতদিন সংশ্লিষ্ট এলাকাকে সহায়তা করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে৷

প্রতিবেদন: লুইস ওসবোর্ন/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ