1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেখানে খাওয়াটাই একটা অভিজ্ঞতা

২২ সেপ্টেম্বর ২০১৭

লিন্ডা লেৎসিয়ুস-এর ইভেন্ট ডিনারে গেস্টদের পরস্পরের সঙ্গে হাত বেঁধে দেওয়া হতে পারে; আবার হয়ত চোখ বাঁধে হলো ফেট্টি দিয়ে; কিংবা হয়ত নানা ধরনের ফুল দিয়ে ভোজ হচ্ছে – যেন বিভূতিভূষণের ‘মধুলিড়’!

ছবি: picture-alliance/All Canada Photos/O. Maksymenko

হাতে হাতে আজ চোখে ফেট্টি বেঁধে কানামাছি হয়ে ডিনার খাওয়া? বার্লিনের উত্তর-পশ্চিমে ক্যুরিৎস শহরে খ্রিষ্টীয় যাজিকাদের মঠের বাগানে লিন্ডা লেৎসিয়ুস যে সব ‘ইভেন্ট ডিনার’-এর আয়োজন করেন, তার রীতি-নীতি, কায়দা-কানুন সব আলাদা – সাধারণ রেস্টুরেন্টের সঙ্গে তা ঠিক মেলে না৷ লিন্ডার ‘ইভেন্ট এজেন্সি’-র নাম হল ‘ওয়াইল্ড অ্যান্ড রুট’৷ এখানে খাওয়া-দাওয়াই হল একটা নতুন, নিজস্ব অভিজ্ঞতা৷

খাওয়াটাই যেখানে একটা অভিজ্ঞতা

03:05

This browser does not support the video element.

লিন্ডা বলেন, ‘‘এক অর্থে আমাদের স্পেশাল ডিনারে অতিথিদের পরস্পরের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়; ভাগাভাগি করে নিতে, একসঙ্গে খেতে, টেবিলে অন্যভাবে বসতে৷ অনেক সময় ওপর থেকে খাবার পেড়ে নিতে হয়, কিংবা মাটি থেকে খুঁড়ে বার করে নিতে হয়; এমনকি বাক্সের স্ক্রু খুলে বার করে নিতে হয়৷ খাবার টেবিলে একসঙ্গে বসা আর একসঙ্গে খাওয়ার ওপর জোর দেওয়া হয়৷’’

লিন্ডার ‘ওয়াইল্ড অ্যান্ড রুট’ এজেন্সির আয়োজিত প্রতিটি ডিনারের ধরন আলাদা হলেও, খাবার-দাবার কিন্তু সবসময়ে আসে স্থানীয় খামারচাষিদের কাছ থেকে৷ ব্রান্ডেনবুর্গ প্রদেশের ‘সুখি’ শাক-সবজি দিয়ে লিন্ডা তাঁর নিরামিষ ভোজের আয়োজন করেন কুইরিৎস শহরের ‘মঠ ভোজনে’৷ ‘মঠ ভোজনের’ উপজীব্য হল খাওয়া যায়, এমন নানা ধরনের ফুল৷ ফুল যে শুধু দেখতে ভালো, শুধু তাই তো নয় – খাদ্য হিসেবেও ফুলের নানা গুণাগুণ আছে৷

লিন্ডা বলেন, ‘‘শুধু দেখানোর জন্য যে, ফুলের মধ্যে যে কতো ধরনের ওষধি থাকে, আমরা আজ তা ভুলে গেছি৷ আমরা বেসিল বা তুলসীপাতা কিনি, টমেটো আর মোৎসারেলা চিজ বেসিল দিয়ে খেতে ভালো লাগে বলে৷ কিন্তু তুলসীপাতা যে মাথা ধরা সারাতেও কাজে লাগে, তা আজ আর কেউ জানে না বা আমাদের বলে দেয় না৷ কাজেই বাড়ির কাছে যে সব জিনিস পাওয়া যায়, তার ক্ষমতা সম্পর্কে আমরা লোকজনকে সচেতন করে তুলতে চাই, যাতে তারা অন্যভাবে বাজার করতে, অন্য ধরনের জিনিসপত্র খেতে শেখেন৷’’

জিনা মঠের ক্রিস্টফ লেনৎসেন-এর বাগানে সেই সব ফুল ফোটে, লিন্ডা তাঁর ডিনার রান্নায় যা ব্যবহার করে থাকেন৷ বার্লিনের ক্রয়েৎসব্যার্গ এলাকার ন'নম্বর সবজি-বাজারে ক্রিস্টফের একটি ফুলের দোকান আছে – সেখানেই দু'জনের আলাপ৷ ক্রিস্টফের ব্যবসা অরগ্যানিক সার্টিফিকেট প্রাপ্ত, কাজেই তাঁর বাগানের বা দোকানের ফুল অধিকাংশ ক্ষেত্রেই নির্দ্বিধায় খাওয়া চলে৷ ক্রিস্টফের ব্যাখ্যা: ‘‘সহজ কথায় বলতে গেলে, আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না; কোনো কীটনাশক ব্যবহার করি না৷ পাতায় পোকা ধরলে অন্য পোকারা তাদের খেয়ে ফেলবে, বলে আমরা আশা করি৷’’

সাধারণত ফুলের ব্যবসায়ীরা ফুলকে খাদ্য বলে মনে করেন না৷ অপরদিকে লিন্ডা জানেন যে, কর্নফ্লাওয়ার ফুলটি হজমের পক্ষে ভালো, বা ক্যালেন্ডুলা ফুলে ত্বক ভালো হয়৷ ‘সেজ’ গাছের পাতা জার্মান রান্নায় ব্যাপকভাবে ব্যবহার হয়; কিন্তু তার ফুলগুলোর স্বাদও অনেকটা একই রকম, কাজেই সেগুলোকেও খাওয়া চলে৷

বিরগিট ভলস্কে/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ